Breaking Bharat: চাকরির পরীক্ষা? ‘ইন্টারভিউয়ে যাওয়ার আগে’ জেনে নিন গুরুত্বপূর্ণ টিপস! যদিও অনেকেই বুঝতে পারেন না ঠিক কি ধরনের পোশাক পরা উচিত বা প্রথমে কেমন ব্যবহার করা উচিত। আজ এই ব্যাপারে কয়েকটা কথা বলবো আপনাকে, যাতে নিজেকে অপ্রস্তুত মনে না হয় (Important Tips Before Going For ‘Job Test’) ।
‘চাকরির পরীক্ষায়’ যাওয়ার আগে গুরুত্বপূর্ণ টিপস:
যেকোনো মানুষের ছোট থেকে বড় হওয়া অনেকগুলো বছরের স্বপ্নের একটা কেন্দ্রবিন্দু হয়ে চাকরি। অনেকে অবশ্য ব্যবসা করার চিন্তাভাবনা নিয়েও বড় হন। কিন্তু ‘সাধারণ মধ্যবিত্ত পরিবারে চাকরিটাই লক্ষ্য‘ (A job in a middle-class family is the goal)। জীবনে প্রথম চাকরির পরীক্ষায় যেতে গেলে নিজেকে সঠিকভাবে তৈরি করা দরকার। এর জন্য গুগলে সার্চ করলেই আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
আরো পড়ুন – মহিলা হয়েও গোঁফ আছে ? যদি ‘মেয়েদের গোঁফ’ থাকে তাহলেই প্রেস্টিজ পাংচার!
যেকোনো ‘চাকরির পরীক্ষায়‘ যেতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস।
অবশ্যই যেন তার যথাযথ প্রতিফলন ঘটে আপনার ব্যক্তিত্বে। এবার আপনি বলবেন সেটা কী করে সম্ভব বা কী করে বোঝা যাবে?
আরো পড়ুন – work pressure : কাজের চাপ আর টেনশন নিয়ে জেরবার? মুশকিল আসান এক মুহূর্তেই!
এটা আপনার কথাবার্তা প্রেজেন্টেশন পোশাক-আশাক সবের মধ্যে দিয়েই ফুটে উঠবে।
যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেটা তো জানবেনই তার পাশাপাশি কোম্পানির সম্পর্কেও একটা ধারণা করে নেওয়া দরকার। ‘ইন্টারভিউ বোর্ডে’ পৌঁছে একেবারে ঘাবড়ে যাবেন না।
অনেকজন থাকবেন একাধিক প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কী ভাবে প্রশ্নের মুখোমুখি হবেন। এমন নয় যে সব প্রশ্নের উত্তর আপনার জানা থাকবে। হতেই পারে কিছু উত্তর আপনি জানেন না। কিন্তু সেই পরিস্থিতি ম্যানেজ করতে জানতে হবে।
এই বিষয়ে বলে রাখা দরকার আপনার প্রতিভা ব্যক্তিত্ব তার মধ্যে একটা স্মার্টনেস আনতে পোশাকের দিকে নজর দিন।
এলোমেলো উসকো খুসকো চুলে ইন্টারভিউ দিতে হাজির হয়ে যাবেন না।
এমন বাজে খুব দামি পোশাক পড়তে হবে কিন্তু মার্জিত রুচিশীল পোশাক পরুন আর দয়া করে স্যান্ডেল পড়ে চাকরির জন্য ‘ইন্টারভিউ‘ দেবেন না।
আপনাকে কয়েকটা কথা বলি এই প্রতিবেদনে বলতে পারেন আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে জানাতে চাই। জীবনে অনেকগুলো পরীক্ষা দিতে হবে আমাদের সকলকে। অবশ্যই সব ‘পরীক্ষায় ভালো ফল করব ‘এই আশা নিয়ে পরীক্ষা দেবো আমরা।
আরো পড়ুন – কাজের জায়গায় যদি ‘নারীকে সফল’ হতে হয়, তাহলে কয়েকটা বেদ মন্ত্র মেনে চলতেই হবে
কিন্তু একটা খারাপ পরীক্ষা মানে সব শেষ হয়ে যাওয়া নয়। উত্থানপতন, চড়াই উতরাই সবার জীবনে থাকে – কিন্তু এগিয়ে যেতে হবে সেটাই আসল দরকার। তাই চেষ্টা করে যান চেষ্টার কোনো বিকল্প নেই। আর মন দিয়ে পড়াশুনা করুন ,
এমন নয় যে স্কুলের পড়াশোনাটাই শেষ। যে বিষয় নিয়ে এগিয়ে যেতে চান প্রতিমুহূর্তে আপডেট থাকুন তা নাহলে পিছিয়ে পড়বেন।