Breaking Bharat: জীবনে ‘ক্যারিয়ারে সাফল্য’ পেতে চাইলে এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে! জীবনে বড় হওয়ার প্রধান শর্ত একটা ভালো কেরিয়ার তৈরি করা। এটা শুধু পড়াশোনা দিয়ে হয় না। এটা আসে শিক্ষা সংস্কৃতি দিয়ে, মূল্যবোধ আর দায়িত্বজ্ঞান দিয়ে। তাই ভালো মানুষ হতে হবে, তবেই ভালো কেরিয়ার তৈরি করার পরিশ্রম কাজে দেবে (Steps to Achieve Success)।
ক্যারিয়ারটা আসলে কি? (examples of success)
ছোট থেকে ভালো রেজাল্ট করা দরকার। কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম আর অধ্যবসায় চাই। শর্টকার্ট নিলে হবে না। আসলে উপদেশ দেওয়া অনেক সোজা কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োগ ভীষণ দরকারি। নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কাজে লেগে পড়ুন, বাকিটা হয়ে যাবে। মনে রাখবেন আর্দশ মানুষ মানেই বোকা নয়, তবে সহজ সহজ থাকাটা দরকার (important is career success)।
তাহলে অনেক জটিল সমস্যার সমাধানের পথ সহজে বেরিয়ে আসে। এমন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন যে কখনও বিবেকের কাছে অপরাধী হবে না। নিজেকে তৈরি করুন এমন ভাবে যেন আপনাকে অনুসরন করেন হাজার হাজার মানুষ। তবেই না জীবনের সার্থকতা (makes a person successful)!
আরো পড়ুন- Einstein brain: ধন দৌলত চুরি এক জিনিস, তাই বলে বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেইন চুরি? এও সম্ভব?
পড়াশোনা দরকার, কিন্তু শিক্ষিত হওয়ার মানে শুধু ডিগ্রিলাভ নয়। চাই প্রকৃত শিক্ষা, আজকাল সেটারই বড় অভাব । কেরিয়ার করা আর গড়ার মধ্যে পার্থক্য আছে। প্রথমটা অর্থের জন্য আর দ্বিতীয়ত জীবনের প্রকৃত মূল্যকে বোঝায় (need to be successful)।
আরো পড়ুন- OTP: দিনে রাতে কাজের মাঝে কতবার ওটিপি লাগে, তাই না? আচ্ছা কী এই ওটিপি?
আরো পড়ুন- Calculator: ক্যালকুলেটর ব্যবহার করেন ? জানেন কি কীভাবে কাজ করে এই যন্ত্র?
আরো পড়ুন- Brainwashed Symptoms : মগজ ধোলাই মনে আছে? সেটাই কি এখন নাম পাল্টে হয়েছে ব্রেন ওয়াশ?
যে ধর্মের মানুষ হোন না কেন, সর্বশক্তিমানের উপর আশা ভরসা রাখুন। তিনি পথ দেখাবেন। ভালো মানুষ হতে পারলে সবটাই ভালো হয়ে উঠবে চারপাশে। ডিগ্রি অর্জন করুন, ভালো চাকরি বা ব্যবসা করুন, পরিবার আত্মীয় সবাইকে ভালো রাখুন (improve my career success)। দিনের শেষে প্রিয়জনের মুখের হাসিই আপনাকে অনুপ্রেরণা দেবে আগামীতে বড় লক্ষ্য জয় করার (important is career success)।