Breaking Bharat: পৃথিবীর কিছু মজাদার তথ্যের সন্ধান করবেন? এই পৃথিবীতে অনেক কিছু ঘটে যা সেভাবে আলোচনায় আসে না। কিন্তু কখনও জানতে পারলে বেশ মজার লাগে বটে। চলুন আজ সেই নিয়েই কিছু কথা হোক। আসলে পড়াশোনা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না কারোর। তাই বইপত্র নিয়ে ঘাঁটাঘাটি করা যাক, চলুন! (importance of reading books)
আজকের শুরুটা বাংলা আর বাঙালিকে দিয়েই করা যাক। আপনি কি জানেন, পৃথিবীতে একটি মাত্র বই আছে যা আজ পর্যন্ত অন্য কোনও ভাষাতে অনুবাদ সম্ভব হয় নি। আর সেই বই এর নাম হল আবোল তাবোল (Abol Tabol), লিখেছেন সুকুমার রায়। মহাভারত পৃথিবীর মধ্যে এক মাত্র বই বা মহাকাব্য যার মধ্যে প্রায় ১২০০ এর বেশি চরিত্র আছে। ভাবতে পারেন! এখানে আরও এক বিস্ময়কর বিষয় বলি , হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে খান চারেক বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা আছে (benefits of reading books) ।
আপনি জানলে অবাক হবেন এই পৃথিবীতে সব থেকে বেশি বই পড়েন আইসল্যান্ড এর মানুষেরা (reading books essay)। চিকিৎসকেরা বলেন বইপড়া মানুষের নাকি অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বাকিদের থেকে অপেক্ষাকৃত কম। আসলে বই পড়ার মতো ভালো কাজ পৃথিবীতে আর দুটো নেই। ব্রাজিলের কারাগারে তো প্রতি একটি বই পাঠের জন্য অপরাধীর ৪ দিনের শাস্তি কমান হয়।
আরো পড়ুন- Nightfall Problem : আপনি কি পুরুষ? বয়স কি ১৩ থেকে ৩০ বছরের মধ্যে? স্বপ্নদোষ হচ্ছে? জানেন কেন?
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীতে (New York Public Library) এত সংখ্যক বই আছে যে সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে। তবে বই এমন এক জিনিস যা একবার হাতের বাইরে গেলে তা ফের হাতে পাওয়া মুশকিল বটে। আর শুনলে আশ্চর্য হবেন সব থেকে বেশি যে বই চুরি হয় তা হল পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল। তবে এই বই লেখার ঝক্কি কম নয়। সাথে ভালোবাসা জড়িয়ে আছে অবশ্যই। বঙ্গীয় শব্দকোষ’ নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রায় গোটা জীবন লেগে গেছিল।
আরো পড়ুন- Dak Bungalow Recipe : রান্না তো পাতে যাবে, কিন্তু খাবারকে কেন ‘ডাকবাংলো’ নামে ডাকতে হবে ?
আরো পড়ুন- Family : সংসার মানে কি ? শারীরিক চাহিদা পূরণের কারণেই কি সংসার করার তাগিদ?
এই বই নিয়ে কত অজানা মজার ঘটনা আছে। জানলে অবাক হবেন ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ ব্যবহার করা হয়েছে। Hurry, Addiction এসব শব্দ কে আবিষ্কার করেছেন জানেন? সবই শেক্সপিয়ারের আবিস্কার।লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন বলে জানা যায়। তাহলেই ভাবুন বই নিয়ে এত কথা আর ঘটনা আগে জানতেন?