Breaking Bharat : সাবধান! প্যান কার্ডের (Pan Card) ক্ষেত্রে এই ভুল ‘নৈব নৈব চ’। গুনতে হতে পারে মোটা টাকা জরিমানা। এমনকী, আইনি জটিলতায়ও পড়তে হতে পারে। পরিচয় পত্র হিসেবে প্যান কার্ডকে গুরুত্বপূর্ণ নথি হিসেবেই গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান-এর গুরুত্ব তো রয়েছেই। তবে প্যান কার্ড পেতে গেলে যে খুব বেশি ঝক্কি পোয়াতে হয়, তাও নয়।
একদিকে যেমন অনলাইনে আবেদন করেই এই কার্ড পাওয়া যেতে পারে, তেমনই সহজ তথ্যমিত্র কেন্দ্র বা নির্দিষ্ট সাইবার ক্যাফে থেকে সহজেই আবেদন করা যেতে পারে প্যান কার্ডের জন্য। এই আবেদনের পদ্ধতি সহজ বলেই, ভুল করার আশঙ্কা বেশি থাকে। জরুরি ভিত্তিতে প্যান কার্ডের দরকার পড়লে অনেকাংশে এই ভুলের প্রবণতা দেখা যায়। তবে এমন ঘটনার সম্মুখীন হলে আপনাকে গুনতে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা। শুধু তা-ই নয় আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপও।
বর্ণ ও সংখ্যা মিলিয়ে প্যান এমন এক বিশেষ নম্বর, যা ইস্যু করে আয়কর দফতর। বিভিন্ন আর্থিক লেনদেন, যেমন কোনও ব্যক্তির মোট বিক্রয়, টার্নওভার বা পেশা যেখান থেকে তিনি আগের যে কোনও বছরে ৫ লক্ষ টাকার বেশি আয় করেছেন, তার ক্ষেত্রে একটি প্যান কার্ড থাকা আবশ্যক। তবে নির্দিষ্ট আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা যেখানে গুরুত্বপূর্ণ নথি হিসেবে স্বীকৃত, সেখানেও প্রয়োজন পড়ে প্যানের। এদিক থেকে প্যান কার্ড তৈরির আবেদন অধিকাংশই করেন।
আরো পড়ুন- কী বিড়ম্বনা! শেষমেশ আলোচনায় হাটে হাঁড়ি ভাঙা? এমন হাড়ি ভেঙেছেন কখনো?
তবে অনেকেই হয়তো জানেন না যে, এটি একটি ইউনিক নম্বর। অর্থাৎ প্যানের জন্য একটির বেশি আবেদন কখনও গ্রাহ্য নয়। এমনকী, আবেদনের সময় যে ফর্ম ফিল আপ করতে হয়, সেখানেও নির্দিষ্ট জায়গা থাকে, যেখানে আবেদনকারীর অন্য কোনও প্যান রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। আবেদনের ফর্মের ১১ নম্বরে আয়কর দফতর এমনই তথ্য জানতে চাওয়া হয় আবেদনকারীর থেকে।
আরো পড়ুন- মানুষের মনে দুঃখ না দিয়ে সরাসরি মুখের উপর ‘না’ বলতে শিখুন, কিন্তু সেটা কিভাবে?
কিন্তু অনেকে গুরুত্ব দেন না ফর্মের সেই অংশটিতে। আর যার জেরেই পড়তে হয় মুশকিলে। কারণ আগেই বলা হয়েছে, প্যান এমন বিশেষ নম্বর যা, একজনের নামে দু’টো ইস্যু হতে পারে না। আয়কর দফতরের থেকে জানতে চাওয়ার পরও যদি অসাবধানতার কারণে আবেদনকারী নিজের অন্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর সংক্রান্ত সেই তথ্য এড়িয়ে যান, তখন কড়া পদক্ষেপ করে দফতর।
আরো পড়ুন- জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো কেন দুঃখ দেয়? এমনটা হলে কি করা উচিত ?
তাই, একাধিক প্যান কার্ড না রাখার পরামর্শ দেওয়া হয়। যদিও তা থাকে সেক্ষেত্রে উল্লেখ করা বাঞ্ছনীয়। নইলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬২-র সেকশন ২৭২ (বি) অনুসারে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷ তাছাড়া ভুল তথ্য দেওয়ার জন্য কার্ড বাতিলের পাশাপাশি আইনি জটিলতার মুখে পড়ার আশঙ্কা থেকে যায়।
আরো পড়ুন- Kissing is good for health: চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো জানেন কি?
কেন না, নিয়ম অমান্য করলে আয়কর দফতরের তরফে আইনি পদক্ষেপের কথা কমবেশি সকলেরই জানা। তবে এক্ষেত্রে সমাধানও রয়েছে। আইনি জটিলতা এড়াতে আগেভাগে স্যারেন্ডারও করতে পারবেন পান কার্ড হোল্ডাররা। অনালইনে আবেদন করা যেতে পারে। আয়কর বিভাগের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ লগ ইন করে স্যারেন্ডার করতে পারেন আবেদনকারীরা।