Breaking Bharat: রাস্তায় একা একা চলাফেরা করতে হয় নিশ্চয়ই? কখনো কোনও তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়েছেন? ছিনতাইবাজের পাল্লায় পড়লে কী করা উচিত বলুন তো?
আজকের প্রতিবেদনের শুরুতেই বলি, ছোট থেকে একটা কথা শুনে সকলের বড় হওয়া । পৃথিবী চিরকাল সবলেরাই শাসন করেছে আর দুর্বলদের শোষণ করেছে একই সঙ্গে। তাই সবার আগে পরিস্থিতি যাই হোক না কেন কখনোই নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করবেন না।
পরিস্থিতি যাই হোক মনে রাখবেন আপনি সবটা সামলাতে প্রস্তুত। কথায় বলে বিপদ আগে থেকে জানিয়ে আসে না তাই সব সময় আগে থেকে সতর্ক হওয়ার কোনও উপায় থাকে না। আফসার রাস্তাঘাটে ছিনতাইবাজদের পাল্লায় পড়তে হয়। সেক্ষেত্রে একটু এদিক থেকে অধিক হলে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে।
ছিনতাইকারীর হাতে পড়লে কী করবেন আর কী করবেন না?
প্রথমেই বলি মনের জোর হারাবেন না। আগে থেকেই রাগ দেখিয়ে নিজের কেরামতি ফলাতে যাবেন না। তাতে হিতে বিপরীত হবে। মনে বিশ্বাস রাখুন ভয় পাওয়ার কোনও দরকার নেই। আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক ভঙ্গিতে ছিনতাইকারীকে ফেস করুন।
আপনার দৃপ্ত কথাই তাকে বুঝিয়ে দিন যে আপনার কিছু হলে তার রেহাই পাওয়ার কোনও রাস্তা নেই।ছিনতাইকারীর কবলে অথবা খপ্পরে পড়লে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের পাওয়ার বাটন কি ধরে ওয়ান ওয়ান টু মানে ১১২ ডায়াল করে নিন ফোন চলে যাবে সোজা পুলিশের কাছে।
আপনার কলটি অটো রেকর্ড হবে। যদি দেখেন আশেপাশে কোনও পুলিশ বা আইন রক্ষাকারী আছেন, তাহলে কোনোভাবে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন। মনে রাখবেন আপনি যার সঙ্গে বিয়ে করছেন তিনিও একজন মানুষ আপনিও একজন মানুষ ।
আরো পড়ুন- Tunnel way : কখনও সুড়ঙ্গ পথে হেঁটেছেন? লালবাগ কেল্লার রহস্যে ঘেরা সুড়ঙ্গে কী আছে?
তাই একজন মানুষ আরো একজন মানুষের মোকাবেলা বা তাকে সামলাতে পারবে না এটা হতেই পারে না। উপস্থিত বুদ্ধি রাখা অত্যন্ত প্রয়োজনীয়। নার্ভাস একেবারেই হবেন না। আপনি যে আপনার জরুরী নম্বরে নিজের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন সেটা নিশ্চিত করে দিন ছিনতাইকারীর কাছে।
আরো পড়ুন- Motion Sickness : গাড়ি চললেই বমি বমি ভাব!যাত্রাকালে বমি ভাব বা অস্বস্তি তৈরি হয়? উপায় কি?
যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে কোন সাহায্য আসছে ততক্ষণ কথার খেলায় ছিনতাইকারীকে আটকে রাখুন আর নিজেকে সুরক্ষিত রাখুন। জনবহুল জায়গায় এই ঘটনা ঘটলে চেষ্টা করুন আশপাশ দিয়ে যারা যাচ্ছেন, হাবেভাবে তাদেরকে আপনার করুন অবস্থার কথা বোঝাতে।
আরো পড়ুন- Chhau Dancer : আমি নৃত্য প্রেমী! নাচ দেখতে ভালোবাসি, কিন্তু ছৌ নৃত্যশিল্পীদের ব্যাপারে জানতে চাই?
একটা কথা মাথায় রাখবেন রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে একটা নূন্যতম স্মার্টনেস দরকার সেইটা রাখতে হবে আপনাকে। নিজের ব্যক্তিত্বকে এমন করতে হবে যাতে কেউ আপনার ধারে কাছে ঘেষবার সুযোগই না পায়। মাথায় রাখবেন রবি ঠাকুর বলে গেছেন “সম্ভবপরের জন্য প্রস্তুত থাকার নামই সভ্যতা।”