Breaking Bharat: আপনি কি ইন্টারনেটের ERROR সমস্যায় জর্জরিত? 404 সংখ্যা ঠিক কেন দেখান হয় বলুন তো? আর কী ধরণের error হতে পারে বিস্তারিত জানাব এই প্রতিবেদনে।
আজকের যুগে মানুষ ইন্টারনেট ছাড়া কেউ থাকতেই পারেন না। প্রতিটা কাজে প্রয়োজন হয় ল্যাপটপ বা কম্পিটারের। কিন্তু এটাও সত্যি কথা যে এই নেট ব্যবহার করতে গিয়ে একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয় ইউজারদের। ধরুন গুরুত্বপূর্ণ কোনও কাজ করছেন ব্যাস হঠাৎ করে স্ক্রিনে দেখলেন সমস্যা।
আসল ব্যাপারটা বোঝার আগেই ‘Error’ শব্দটা কথা থেকে যেন এসে যায়। অথচ এটা কেন হচ্ছে সব সময় সেই সম্পর্কে সঠিক ধারণা থাকে না আপনার। লক্ষ্য করে দেখবেন কোনও সাইট খুঁজে না পেলে বা সমস্যা হলে দেখতে পান ‘HTTP 404 Not Found বা 404 error’ জাতীয় কিছু কথা আপনার সামনে ভেসে ওঠে। কেন এই ‘404 সংখ্যা‘ লেখা থাকে জানেন? আর কী ধরণের error হতে পারে বিস্তারিত জানাব এই প্রতিবেদনে।
আসলে ইন্টারনেট যারা নিয়মিত ব্যবহার করেন তারা প্রায় প্রত্যেকেই জানেন যে এই সংখ্যা কেন ব্যবহার করা হয়। আসলে এইচটিটিপির পুরো অর্থ হল ‘হাইপার-টেক্সট ট্রান্সফার প্রোটোকল’। আসলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা যেমন কোনও কিছু খুঁজে বের করতে একটা নির্দিষ্ট ঠিকানাতে সন্ধান করি ঠিক সেভাবেই, ইন্টারনেটে থাকা কোনও ইনফরমেশন নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়।
আরো পড়ুন – আপনার বাড়ির গাছের ফুল চুরি হয়ে যাচ্ছে? কোনও ভাবেই চোর ধরতে পারছেন না?
আর সেই ইনফরমেশন সব সময় ‘হাইপারলিংক‘ হিসেবে থাকে। যেমন ধরুন কোনও ছবিতে আপনি ক্লিক করলেন আর সেটা একটা ওয়েবসাইটে নিয়ে গেল আপনাকে। এবার যদি কোনও কারণে যদি ওই তথ্য মুছে যায় বা ধরুন অন্য কোথাও সরিয়ে দেওয়া হয় তখন সেটা খুঁজে পাওয়া যায় না ।
আর এর ফলে আপনি ‘404-Error’ মেসেজ দেখতে পান। আসলে 404 একা নয়, এর মতো প্রায় আরও ডজনখানেক সংখ্যা রয়েছে যেগুলোকে এইচটিটিপি ‘প্রতিক্রিয়া সংখ্যা’বলে ধরা হয় । আপনি কোনও হাইপারলিংকে ঢুকলে নেটওয়ার্কে তাদের প্রতিক্রিয়াকে কম্পিটার বা ইন্টারনেটের ভাষায় তাকে বিভিন্ন সংখ্যায় প্রকাশ করা হয়।
আরো পড়ুন – মোমবাতির আলোয় প্রেমের মোমেন্টস উপভোগ করেছেন? জীবনের অনেক কিছুই মিস করে গেছেন তাই না?
প্রতিক্রিয়া সংখ্যা যথেষ্ট অর্থ বহন করে, যেমন ধরুন ১ দিয়ে শুরু হওয়া সংখ্যাগুলো হাইপারলিংকের তথ্য, ২ হলে সফলতা, ৩ মানে ফেরত যাওয়া, ৪ অর্থাৎ হাইপারলিংকের ত্রুটি এবং ৫ দিয়ে শুরু হওয়া সংখ্যাগুলোসাধারণত হাইপারলিংকের সার্ভারের ত্রুটির কথাই বলে।
আরো পড়ুন – Facebook: ফেসবুকে ভুয়ো প্রোফাইল! ফেসবুকে ক্লোন প্রোফাইলের হাত থেকে বাঁচবেন কীভাবে?
আসলে 404 হল সেই পেজের কোনও অস্তিত্ব নেই। এটা আগে থেকে গুগলে চেক করে নিতে পারেন বটে। এখানেই শেষ নয় আসলে 401 দেখলে আপনি বুঝবেন যে আপনি যে পেজ অ্যাকসেস করতে চাইছেন তার জন্য আপনার অথেনটিকেশন নেই। মানে কোনও ওয়েবে লগ ইন না করেই অ্যাকসেস করতে চাইলে এই সমস্যা হবে। 403 এলে বুঝবেন আপনি ঠিকমতো লগ ইন করেননি । error 500 মানে সার্ভার ব্যস্ত । 504 হলে সেটা আপনার মাথাব্যথা নয়।