Breaking Bharat: মাত্র চার ঘন্টাতেই পৌছে যাবেন হাওড়া থেকে পুরী? বিমান কিংবা হেলিকপ্টার নয়, তাও আবার ট্রেনে (Indian Railway)? হ্যা শুনতে অবাক লাগলেও যাত্রীদের জন্য এমনই হাইস্প্রিড ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। এতদিনে হাওড়া থেকে দূরন্ত এক্সপ্রেসে পুরী যেতে সময় লাগত ৮ থেকে ১০ ঘন্টা।আর অন্যন ট্রেনে ওনেক সময়ে লেগে যায় ১০ থেকে ১৪ ঘন্টা। মোটামুটি পুরীতে বেড়াতে গেলে যাতায়াতেই আপনার কেটে যায় একটা দিন।এবার সময় কে হাতের মুঠোয় নিয়ে মাত্র চার ঘন্টাতেই পৌছে যাবেন পুরীতে।
তবে ভারতীয় রেলের এই হাইস্প্রিড ট্রেন টি চলবে ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিবেগে,অন্যন্য ট্রেনের তুলনায় যা প্রায় দিগুন।হাওড়া থেকে পুরী স্টেশনের দুতব প্রায় ৫০২ কিলোমিটার। আর এতোটা দুরত যেতে আপনার সময় লাগবে মাত্রা চার ঘন্টা।ধরুন আজ সকালে আপনি হাওড়া থেকে ট্রেনে উঠলেন, আর বিকালের মধ্যেই পৌছে যাবেন পুরীতে! ভ্রামন পিপাসু মানুষদের জন্য সত্যি এটা একটা দারুন সুবিধা।
আসুন এবার দেখেনি হাওড়া থেকে পুরী ছাড়া আর কোন কোন স্টেশনের জন্য বরাদ্দ রয়েছে এই হাইস্প্রিড ট্রেন।
দেশের মোট ৮টি রুটে এই হাই স্পিড ট্রেন চালানোর নিয়েছে ভারতীয় রেল। তার মধ্যে ৩টি রুটের ট্রেন চলবে হাওড়া স্টেশন থেকে। রেল সূত্রে জানা গিয়েছে, হাই স্পিড ট্রেনের জন্য প্রতিটি রুটে তৈরি হবে আলাদা ট্র্যাক ও রেক। রেল সূত্রে আরও খবর, হাওড়া-মুম্বই রুটে হাইস্পিড ট্রেন পাড়ি দেবে ১ হাজার ৯৬৫ কিলোমিটার। যেখানে দুরন্ত এক্সপ্রেসে এখন মুম্বই যেতে সময় লাগে প্রায় ২৭ ঘণ্টা, সেখানে হাইস্পিড ট্রেনে লাগবে মাত্র ১৪ ঘণ্টা।
আরো পড়ুন- বাসে বা ট্রেনে ভ্রমণ করেও ক্লান্ত হয়ে পড়ছেন তাড়াতাড়ি? অবহেলা করবেন না!
আরো পড়ুন- Sundarbans turtles : সুন্দরবনের কচ্ছপ প্রজাতি কে বাঁচাতে বিশেষ উদ্যোগে নীল বন দপ্তর
অন্যদিকে হাওড়া-চেন্নাই রুটে ১ হাজার ৬৫২ কিলোমিটার পাড়ি দেবে হাইস্পিড ট্রেন। এখন চেন্নাই মেলে যেখানে সময় লাগে প্রায় ২৮ ঘণ্টা। হাইস্পিড ট্রেনে সময় কমে হবে মাত্র ১৩ ঘণ্টা। এছাড়াও দেশের আরও ৫টি রুটে চালু হবে এই হাইস্পিড ট্রেন। রেল সূত্রে খবর, তার মধ্যে রয়েছে, দিল্লি থেকে চেন্নাই। মুম্বই থেকে চেন্নাই। চেন্নাই থেকে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে হায়দরাবাদ। এবং চেন্নাই থেকে হায়দরাবাদ।
আরো পড়ুন- সিঙ্গাপুর হয়ে উঠেছে বিত্তশালী! কিন্তু কীভাবে এই দেশটি এত উন্নত ও ধনী হলো?
ট্রেনে বেশি সময় লাগার কারণে অনেক যাত্রীই বিমান পরিবহণের দিকে ঝুঁকছিলেন।যেখানে যাত্রীদের খরচাও পড়ত বেশি,ঠিক এই পরিস্থিতিতে দ্রুত গতির ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক। আর যাত্রে সবদিক থেকেই সুবিধা পাবে যাত্রীরা।