Breaking Bharat: বিয়ের পর বউয়ের সঙ্গে নিত্যদিনের অশান্তি? স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া কিছুতেই এড়াতে পারছেন না? এখন উপায়!
বিয়ে এমন একটা জিনিস যেটা দিল্লির লাড্ডুর মতো খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। তা খাবেন কি খাবেন না সেই বিষয় নিয়ে আমরা এই প্রতিবেদন করছি না। আমরা বরং খাবার পরবর্তী অবস্থার কী কী নিদর্শন সামনে উঠে আসতে পারে আর তখন কী করবেন সেই নিয়ে এই আলোচনা করব (How To Solve Fight Between Husband And Wife)।
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে কি করা উচিত?
সব জিনিসের একটা ভালো এবং একটা খারাপ দিক সব সময় উঠে আসে। বিয়ে মানে তো অনেকগুলো ভালো দিক, একজন মনের মানুষ, একজন সাথীকে নিয়ে জীবন কাটাবার মজাটাই যে আলাদা। তবে আপনাকে সহ্য করতেই হবে তাই না?
তাই যিনি আপনাকে ভালোবাসবেন তিনি হয়তো মাঝেমধ্যে একটু ঝগড়াঝাঁটিও করতে পারেন তখন হাল ছেড়ে দিলে তো হবে না। প্রথম প্রথম ব্যাপারটা মিষ্টি মধুর, তারপর অম্ল মধুর তারপর যে পুরোটাই তিক্ত! কী করা যায় বলুন দেখি?
বিয়ে মানে দুজন মানুষের একসঙ্গে একটা নতুন যাত্রা শুরু হতে পারে সেই মানুষগুলো একে অপরকে আগে থেকে চেনেন। আবার অনেক সময় একে অপরকে আগে থেকে না চিনেও বিয়ের মাধ্যমে চেনার চেষ্টা করে যাওয়া। এটা করতে গিয়ে কিছু ভালো ঘটনা কিছু খারাপ ঘটনা স্মৃতিতে জমা হয়।
তবে এসবের মধ্যে মজার ঘটনা হলো স্বামী স্ত্রীর ঝগড়া। স্ত্রী যদি কোমর বেঁধে ঝগড়া করতে রাজি থাকেন তাহলে কিন্তু স্বামীর দায়িত্বটা অনেকটা বেড়ে যায়। আপনি হয়তো ভাবছেন মজা করছি, কিন্তু আমরা অত্যন্ত গম্ভীর একটা বিষয় নিয়ে কথা বলছি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার।
কিন্তু নিয়মিত যদি বউয়ের মুখ সামটা খেতে হয় তাহলে সেটা বোধহয় কোনো স্বামী খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেন না। কিন্তু বউকে ভালোবেসে অনেকে আবার বউয়ের মুখের উপর কথা বলতে পারেন না। এইরকম পরিস্থিতি তৈরি হলে সেটা কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর। একদিকে বউয়ের উপর রাগ দেখাতেও পারবেন না, অন্যদিকে বউ রাগ দেখালে সেটা সহ্য করতে পারবেন না।
এরকম পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকা ছাড়া আর কোন অপশন বোধহয় আপনার কাছে নেই। তাই না? তাহলে চলুন নিজেকে ভালো রাখার জন্য, মাথা ঠান্ডা রাখার জন্য আর এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য আপনি কী কী করতে পারেন সেই দিকেই একটা নজর দেওয়া যাক।
আরো পড়ুন – বিয়ে করতে চাইছেন? স্ত্রী হিসেবেই কাশ্মীরি মহিলাই কি আপনার প্রথম পছন্দ?
অন্যজন যখন প্রচন্ড চিৎকার করে তখন একজনকে মাথার ঠান্ডা করে শান্তভাবে ব্যাপারটাকে ডিল করতে হয়। বউ যদি মুখ ঝামটা দেয় বা চটপাট করে তাহলে স্বামীকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। কোথায় আছি বোবা কালার কোনও শত্রু হয় না। ব্যাস এই মর্মার্থ নিজের জীবনে কার্যকরী করে তুলুন।
আরো পড়ুন – জীবনে কখনো চরম বিপদে পড়েছেন? ঠিক কী করা উচিত সেই সময় বলতে পারেন?
বউ যখন মুখ ঝামটা দিচ্ছে বা চিৎকার করছে কানে হেডফোন গুঁজে বসে পড়তে পারেন। এর ফলে এক অন্য জগতে বিচরণ করতে শুরু করবেন আপনি। নিজে গলা ছেড়ে গান গাইতে শুরু করতে পারেন তাতে অন্যজন সেটা সহ্য করতে পারবেন না। এতে অবশ্য হিতে বিপরীত হয়ে গিয়ে আপনার স্ত্রীর আপনার ওপর চড়াও হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থেকে যায়।
আরো পড়ুন – জামাই নম্বর ওয়ান! বিয়ের সিজনে হিট জামাই ঠিক কেমন হয় বলুন তো?
আমরা অবশ্য হিংসাত্মক কাজকর্ম কে কোনভাবেই প্রশ্রয় দেই না। তোর সব থেকে ভালো যেটা উপায়, সেটা হল একটু শান্তভাবে কথা বলা। উত্তেজনা বা অশান্তির পরিবেশে উত্তপ্ত মুহূর্তে সেটা সম্ভব নয় তাই সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে। আর মন দিয়ে বোঝার চেষ্টা করুন কেন আপনার বউ এতটা react করছেন।
আরো পড়ুন – নতুন জামা কিনে সঙ্গে সঙ্গে সেটা পরতে পছন্দ করেন নিশ্চয়ই? বিপদ লুকিয়ে নেই তো?
আমাদের বিশ্বাস শান্তভাবে বিচার-বিশ্লেষণ করলে কিন্তু এই পৃথিবীতে সব সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আর এখানে তো দাম্পত্যের কলহ সেটা আর নিজেরা মিটিয়ে নিতে পারবেন না কি?