Breaking Bharat: প্রেমের মরশুমে প্রেমিকাকে দেখে আপনার হাঁটু কাঁপে? এই যাহ! তাহলে প্রপোজ করবেন কী ভাবে?
প্রেমিকা দিলে দেখা , হয় যে কিছু কথা , তবুও সেই কথা বলা হলো না । রাত জাগা চোখের স্বপ্ন দেখা আজও সত্যি হলো না। এইরকম অনুভূতির মধ্যে দিয়ে প্রতি বসন্তের আগে প্রত্যেকেই ঘোরাফেরা করতে থাকেন। কানে কানে লগ্নজিতা গান গেয়ে যান “বসন্ত এসে গেছে” ।
কিন্তু তবুও নিজের কানে প্রেমিকার ” হ্যাঁ ” উত্তরটা শোনা আর হয় না। মোদ্দা কথা হলো সঠিক পদ্ধতিতে প্রপোজ না করতে পারলে পুরো কেসটাই তো জলে ভেসে যাবে। তাহলে চলুন লাভ গুরু হয়ে কিছু টিপস দেয়া যাক আপনাকে (How to propose to your girlfriend)।
প্রেমের মরশুমে প্রেমিকাকে প্রপোজ করবেন কী ভাবে?
প্রেম কেন হল এটা কখনোই বলা সম্ভব নয়। কিন্তু যার সঙ্গে হল তাকে অন্তত জানান যে আপনি প্রেমে পড়েছেন। না হলে যে সিনেমাটাই তৈরি হবে না। সমাজের একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন তো, প্রপোজ নাকি সবসময় ছেলেরাই করবে। এটার কোন ভিত্তি নেই, কোন যুক্তি নেই এবং বর্তমান সমাজ ব্যবস্থায় এই বিষয়টা পাল্টাচ্ছে এটা ঠিক ।
কিন্তু মানসিকতা অনেকটাই আগের মত রয়ে গেছে। তবে প্রপোজ এই করুক সেটা করার একটা স্টাইল থাকতে হবে । তা না হলে সারা জীবন মনে রাখবেন কেমন করে, সব থেকে কাঙ্ক্ষিত স্বপ্নের মুহূর্তের সত্যি হওয়ার ঘটনা? আগেকার দিনে হাতে হাতে চিঠি পাঠানো তবে আজকের whatsapp এর যুগে ইমোজিতে সেই ব্যাপারটা আসে না।
মেসেজ করে প্রপোজ করলেও প্রত্যেকেই চান সামনাসামনি এসে সেই অনুভূতিকে চোখ দিয়ে উপভোগ করতে। গোলাপ ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে নীল ডাউন হয়ে প্রপোজ করতে শিখিয়েছিল বলিউড সিনেমা। ৯০ এর দশকে রেডিওতে বিশেষ বার্তা দিয়েও মনের মানুষকে প্রেমের কথা জানার একটা ট্রেন্ড চালু হয়েছিল বটে।
মোটামুটি ভাবে এইসব ক্ষেত্রে আপনাকে বিনোদন জগতের আশ্রয় নিতেই হবে কারণ সিনেমাই তো বলে বাস্তবের না বলতে পারা অনুভূতির কথা আর স্বপ্নগুলোর ব্যথা। প্রিয় মানুষের জন্মদিনে সারপ্রাইজ উপহার হিসেবেই প্রেম নিবেদন করতে পারেন এটা কিন্তু সব সময় কাজে এসেছে।
সেক্ষেত্রে কাস্টমাইজ কেক তৈরি করে সেই প্রেমের কথা প্রিয়জনের কানে এবং মনে পৌঁছে দেওয়া যায়। যদি চান মেমরি হিসেবে নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবিকে একটা স্ক্র্যাপবুকের মধ্যে তুলে ধরে সবটা সাজিয়ে হাতে ‘ফুল নিয়ে প্রপোজ করুন প্রিয়জনকে‘। যদিও প্রেমের রং লাল বলেই ধরা হয় কিন্তু তবুও প্রেমিকার বা প্রেমিকের পছন্দের ফুল নিয়ে গিয়ে প্রপোজ করাটা এই মুহূর্তে বেস্ট ট্রেন্ডিং।
আরো পড়ুন – তিহার জেল: সব রকমের অপরাধের শাস্তির জন্য একটাই জেলে জায়গা মেলে?
তবে হ্যাঁ গোলাপকে মধ্যমণি হিসেবে রাখলেই ভালো। জোর করে প্রেম হয় না তাই গুন্ডাবাজি করে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রেম নিবেদনের কোনও অর্থ সত্যি নেই। যেটা করতে পারেন সেটা হলো নিজের মনের কথাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারেন।
আরো পড়ুন – স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন চলছে? বাড়ির ছোটদের সামনে অস্বস্তি এড়াতে কী করেন আপনি?
অবশ্য মনের মানুষ যদি কাব্যিক জগতের ধারে কাছেও না ঘোরাফেরা করেন তাহলে ব্যাপারটা ঠিক জমবে না মাথার উপর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। গান গেয়ে প্রপোজ করাটা কিন্তু বেশ রোমান্টিক।
তবে এতগুলো কথার পর সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যেকোনো সম্পর্কে বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করুন প্রিয় মানুষের সব থেকে প্রিয় বন্ধু হয়ে উঠতে। তা না বলা কথাগুলো বুঝতে শিখুন। অনুভূতিদের সত্যিই কোন ভাষা আর মাধ্যম প্রয়োজন হয় না একে অন্যের কাছে পৌঁছে যাওয়ার জন্য ।
আরো পড়ুন – ব্যাংকে প্রচুর ঋণ আছে? মৃত্যুর পর কি ব্যাংক ঋণগ্রহীতার সমস্ত লোন মুকুব করে দেয়?
প্রেম এমনই একটা অনুভূতি যেটা বলে বোঝানো যায় না বা নকল করে চিরস্থায়ী করা যায় না। প্রতিটা লাভ স্টোরির নিজস্ব বৈশিষ্ট্য আছে সে কারণেই সেটা স্পেশাল। আপনার প্রিয়জনকে আপনার মনের কথা বোঝাতে ঠিক কোন কোন পদ্ধতি নিতে হবে সেটা কিন্তু আপনার মন ছাড়া বাইরের কেউ ঠিকমতো বলতে পারবেনা। তাই মন দিয়ে মনের কথা শুনুন আর মনকে সে কথা জানিয়ে দিন।