Mobile back cover clean: মোবাইলের কভার ময়লা! আমরা দেব ‘মোবাইলের জেল্লা’ ফিরিয়ে আনার টিপস! নিজের ত্বকের যত্ন তো নেন, মোবাইলের জেল্লা হারিয়ে যাচ্ছে সে খেয়াল আছে?
মোবাইল ব্যাক কভার অপরিষ্কার বা নোংরা:
নতুন নতুন মোবাইল কিনলে কতই না যত্ন নেওয়া হয়। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যাপার। তারপর সেই মোবাইলের দিকে আর ফিরেও তাকায় না কেউ। মোবাইল বেচারা মন খারাপ করে সার্ভিস দিতে থাকে। অত্যাধিক চাপ দিলে সেও ব্যাটা বিগড়ে বসে।
তাহলে এবার তাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। মানে শুধুই মোবাইলে চার্জ আছে কিনা কিংবা কত ডেটা আছে, এই হিসেব করলে হবে ? ভেবে দেখুন মোবাইলের গ্ল্যামার নষ্ট হচ্ছে যে, সেই নিয়ে আপনি কিছু করছেন কি?
মোবাইল ব্যাক কভার পরিষ্কার রাখার উপায়:
আজকের দিনে একটু এদিক থেকে অধিক হলে বড্ড বেশি পকেটের টাকা খরচ হয়। খরচ বাড়ছে কিন্তু রোজগার বাড়ছে কি? তাই সাধ্যের মধ্যে সাধ পূরণের ব্যবস্থা করুন। ঘরোয়া পদ্ধতিতে সহজেই’ মোবাইলের জেল্লা ফিরিয়ে আনার টিপস‘ দেব আমরা (How to keep mobile back cover clean)।
এর জন্য আপনাকে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে। আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি হল কোনও কিছু যদি অপরিষ্কার বা নোংরা মনে হয় সেটা ঠিক করার পরিবর্তে ঢেকে দিয়ে পরিস্থিতির সামাল দেওয়া। এই কান্ড কিন্তু আমরা মোবাইলের সঙ্গেও করি।
মোবাইল কিনতে না কিনতেই ‘মোবাইলের কভার’ কেনার তাড়া দ্বিগুণ বেড়ে যায়। নানা ধরনের মোবাইলের কভার পাওয়া যায় বাজারে। কিন্তু সমস্যা হচ্ছে এই কভার গুলো বেশি দিন টেকে না। আপনি যতই সাবধানে বা গুছিয়ে রাখুন না কেন কিছুদিন পর রংটা থাকে না।
আরো পড়ুন – overheating phone: যখন তখন মোবাইল গরম হয়ে যাচ্ছে? সাবধান! দ্রুত মোবাইল ঠান্ডা করে ফেলুন
এবং বিভিন্ন ডিজাইনের মোবাইলের আকৃতি অনুসারে কভার হওয়ার জন্য ধুলো ময়লা কভারের কোনায় কোনায় লেগে থাকে। তখন সেটা দেখতে আরো বিচ্ছিরি হয়। মোবাইল সুন্দর লাগবে তখনই যখন তার কভার থাকবে ঝকঝকে নতুনের মত।
আর এই কভার খুব সহজেই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে নতুনের মত করে ফেলতে পারেন আপনিও। এর জন্য আপনাকে নিত্যদিনের প্রয়োজনীয় টুথপেস্টের উপর একটু ভরসা রাখতে হবে। টুথপেস্ট , বাসন পরিষ্কার করার তরল সাবান, সঙ্গে ভিনিগার আর অল্প নুন।
আরো পড়ুন – জামাকাপড় শুকোতে চায় না, স্যাঁতসেঁতে ভাব! মেজাজ হারাবেন না! তাহলে উপায়?
এই চারটি জিনিসের মিশ্রণে তৈরি হবে ম্যাজিক। এগুলো মিশিয়ে নিয়ে যে তরল তৈরি হবে তাতে ‘মোবাইলের খাপ‘ বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। মিনিট দশের পর ধুয়ে নিন দেখবেন মোবাইলের কভার একদম নতুনের মত হয়ে গেছে। এবার বলি আরো একটা ঘরোয়া পদ্ধতির কথা।
কমবেশি আমরা সকলেই জানি যে বিভিন্ন দাগ তুলতে বেকিং সোডা খুব কার্যকরী। এবার আপনি ফোনের কভারে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিয়ে একটা টুথব্রাশ ভিজিয়ে দাগের জায়গাগুলো ভালভাবে ঘষুন। তারপর জলে ধুয়ে মুছে নিয়ে কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় শুকোতে দিন।
আরো পড়ুন – Earthworm: মাটিতে কেঁচো, কেন্নো বা চ্যালার দাপাদাপি বাড়ছে? চিন্তা নেই, হাতের কাছেই সমাধান!
রাবিং অ্যালকোহল যেকোনও ব্যাকটেরিয়া ধ্বংস করতেও বেশ কার্যকরী। তাই এর মধ্যে নরম কাপড় ভিজিয়ে নিয়ে ভালো করে মোবাইলের কভার মুছতে থাকুন। তবে এটা খুব সাবধানে ব্যবহার করবেন কারণ অ্যালকোহল বেশি হলে ‘মোবাইলের কভার ফ্যাকাসে হয়ে যেতে পারে‘।
আরো পড়ুন – Potatoes: আলু ধোয়া জল! জামা কাপড়ের দাগ তুলতে ‘আলু ব্যবহার’ করুন।কিভাবে জানেন?
আরো একটা সহজ পদ্ধতির কথা বলছি আপনাকে। এক কাপ হালকা গরম জলে কয়েক ফোঁটা বাসন পরিষ্কার করার তরল সাবান ভালো করে মিশিয়ে নিয়ে ফোনের কভারে সামান্য ঢেলে একটা টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন। কাজ হবে ম্যাজিকের মত। তাহলে এই পদ্ধতি গুলোর যেকোনো একটা ব্যবহার করে যদি ফল মেলে, জানাতে ভুলবেন না।