Breaking Bharat: মহিলা হয়েও গোঁফ আছে ? যদি ‘মেয়েদের গোঁফ’ থাকে তাহলেই প্রেস্টিজ পাংচার! প্রেস্টিজ পাংচার হওয়ার আগেই সহজেই ব্যবস্থা নিন।
নারী মানে নমনীয়তা আর দারুণ এক লাবণ্য। কিন্তু অনেক ক্ষেত্রেই নারীর মধ্যে পুরুষালি নানা লক্ষণ দেখা যায়। এটা যদি হতে থাকে তাহলে কিন্তু সমাজে তীব্র ব্যঙ্গ আর কটাক্ষের শিকার হতে হয় সেই মহিলাকে। একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে (hair on the upper lip female)।
‘মেয়েদের গোঁফ ‘হয় কেন ?
যেমন ধরুন মহিলার যদি গোঁফ থাকে কেমন হয়? ব্যাপারটা ভাবতে একটু অসুবিধে হয় বটে। কিন্তু ‘ঠোটের ওপরে অবাঞ্ছিত লোম‘ অনেকেরই থাকে। শরীরের বিভিন্ন অংশ হাত-পা সর্বত্রই লোম আছে আমাদের। যেমন পুরুষের আছে তেমন নারীদেরও আছে।
কিন্তু ঠোটের ওপরে লোম থাকলে সেটা কি সত্যি সত্যি অবাঞ্ছিত মনে হয় এবং বিরক্তির কারণও বটে। খুব স্পষ্ট করে বলতে গেলে যেহেতু এই লক্ষণটি পুরুষদের পৌরুষত্বের পরিচয় নিয়ে চলেছে যুগ যুগ ধরে। তাই নারী তো বিপরীত লিঙ্গ এটা তার ক্ষেত্রে কাম্য নয়।
এবার আপনাদেরকে বলি কিছু সহজ উপায় এর কথা। যাতে সহজেই এই লোম ঘরোয়া পদ্ধতিতে নির্মূল করতে পারবেন আপনি (how to get rid of a woman’s mustache without shaving)।
‘ঠোটের ওপরে অবাঞ্ছিত লোম‘ তোলার ঘরোয়া পদ্ধতি:
আজকালকার দিনে মানুষ সৌন্দর্য সচেতন। বিউটি পার্লারে গিয়ে আইব্রও করার পাশাপাশি ঠোঁট, কপাল, কিংবা গালের লোম তুলতেও ব্যস্ত থাকে মেয়েরা। কিন্তু আমরা কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলব যাতে সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন। দেখুন অনেকের ঠোঁটের উপরেই চুল থাকে (female mustache shadow)।
আরো পড়ুন – cold drinks : প্রচুর পরিমাণ ‘কোল্ড ড্রিঙ্কস’ পান করছেন কি? কোকাকোলা খেলে কী কী ক্ষতি হতে পারে?
একেকজনের এক এক রকম , যেমন ধরুন কারুর ঘন, আবার কারুর পাতলা। বিউটি পার্লারে গিয়ে সমাধান করার চেষ্টা করলেও সমস্যা ফিরে আসে বারবার। অনেকেই পাকাপাকি সমাধানের জন্য ডাক্তারের কাছে ছুটে যান। কিন্তু হাতের কাছেই আছে মুক্তি লাভের উপায় (how to get rid of upper lip hair permanently)।
‘মেয়েদের গোঁফ‘ দূর করার উপায় :
আসলে হরমোনের কিছু পরিবর্তনের কারণে এবং সমস্যার জন্য ‘মেয়েদের গোঁফ‘ হয়। এবার বোঝার দরকার যে আর অন্য কোন ফ্যাক্টর কাজ করে কিনা। অনেক সময় পলিসিস্টিক ওভারির জন্যও এই সমস্যা দেখা দিতে পারে। এবার তাহলে সমাধানের পথ খুঁজবো আমরা।
আরো পড়ুন – অফিস পলিটিক্স! নিজেদের মধ্যে রেষারেষি থেকেই শুরু হয় এই অফিস পলিটিক্স?
ঘরোয়া টোটকা হিসেবে আপনি এক চামচ হলুদ আর এক চামচ দুধ নিন। এর সঙ্গে অবশ্যই এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এবার পুরো মিশ্রণ টা ভালো করে নাড়াতে থাকুন। এরপর সেটি আঙ্গুলে নিয়ে ঠোঁটের উপরে ম্যাসাজ করার মত ব্যবহার করুন।
৫ থেকে ১০ মিনিট ওভাবেই রেখে দিন। শুকিয়ে গেলে আঙুলে সামান্য জল নিয়ে শুকনো মিশ্রণটাকে চুল ওঠার বিপরীত দিকে তুলতে থাকুন। পুরোটা তোলা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে জায়গাটাকে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে আপনাকে।
আমাদের কাছে দিন বড়ই প্রিয় খাদ্য। ডিম মাথার চুলের জন্য উপকারী অনেকেই সেটা জানেন। এইবার সেই ডিম ব্যবহার করতে শেখাবো আপনাকে এই কাজের জন্য। একটা পাত্রে একটা ডিমের সাদা অংশ টা নিয়ে আধ চামচ বেসন আর এক চামচ চিনি দিন দিয়ে ভালো করে মিশিয়ে নিন এরপর সেটা ঠোঁটের উপরে লাগিয়ে ১৫-২০ মিনিট মত রেখে দিতে হবে আপনাকে।
তারপর ঠিক আগের মতই চুল ওঠার উল্টো দিকে এই প্যাক তুলে দিন। ঠান্ডা জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে হালকা ভাবে ক্রিম লাগিয়ে রাখতে পারেন। এবার বলি পেঁপের কথা। এর নানা গুণ আমরা জানি। স্ক্রাব হিসেবেও পেঁপের নির্যাস ব্যবহার করা হয়।
সেই নির্যাস এক থেকে দু চামচ নিয়ে তার মধ্যে হলুদ মিশিয়ে দিন। মিশ্রণ গারো হলে তা উটের উপরের অংশে লাগান পাঁচ থেকে দশ মিনিট রাখার পর তা আগের পদ্ধতি মতোই তুলে ফেলুন। তফাৎটা লক্ষ্য করবেন কয়েক সপ্তাহের মধ্যেই।
চিনি ঠোটের ওপরে ‘অবাঞ্ছিত লোম‘ দূর করে:
আপনার বাড়ির রান্না ঘরেই থাকা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ব্যবহার করেই আপনার শারীরিক বহু সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আপনি নিজেই। নুন ছাড়া রান্না স্বাদ হীন হয়ে যায়। কিন্তু জানেন চিনির কত উপকারিতা আছে? চিনি অবাঞ্ছিত লোম দূর করে এবং নতুন কোন লোম জন্মাতেও দেয় না।
আরো পড়ুন – জন্ম দাগ নিয়ে চিন্তায় আছেন? শরীরের অযাচিত জায়গায় তিল? এবার হাতেই রয়েছে সমাধান
এর জন্য আপনাকে একটি প্যানে কিছু পরিমাণ চিনি এক মিনিট মতো জ্বাল দিয়ে দিতে হবে। এর সাথে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে ঘন করে এক তৈরি করে তা ঠোঁটের ওপরে লাগাতে হবে। চেষ্টা করে দেখুন সহজেই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি।