Breaking Bharat: একা একা পড়াশোনা করতে সমস্যা হচ্ছে? আগে মনকে এক জায়গায় একত্রিত করুন, তারপর কেল্লাফতে!
” মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়ি-ঘোড়া চড়ে সেইজন ”
বাঙালি বাড়িতে জন্মেছেন আর এই প্রবাদটা শোনেননি এমনটা তো হতেই পারে না। পড়াশোনা করতে গেলে সবার আগে মনকে প্রাধান্য দিতে হয়। কিন্তু এই মন আপনার ‘হৃদপিণ্ড বা লাভ শেপের হার্ট‘ ইমোজি নয় (How to enjoy studying alone?)।
এটা আসলে মস্তিষ্কে থাকে এক কথায় মেমোরি। যেটা পড়াশোনা করছেন সেটা কি একটু অনুধাবন করতে পারলে তবে দেখবেন পড়াশুনা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। অনেকে প্রশ্ন করেন একা একা পড়াশোনা করা সম্ভব কিনা তাই নিয়ে। আজকে এই প্রতিবেদনে আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব।
পড়াশুনা এমন একটা জিনিস যার সঙ্গে একাগ্রতা বিশেষভাবে জড়িয়ে আছে। পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় ধরে বিষয়টি সম্পর্কে অনুধাবন করা দরকার। এবার আপনি ঠিক কিভাবে পড়াশোনা করতে অভ্যস্ত সেটা নির্ভর করছে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে।
ধরুন আপনি ছোটবেলা থেকে যৌথ পরিবার বড় হয়েছেন তাই পাঁচ জনের সঙ্গে একসঙ্গে বসে অংক করতে বা জোরে জোরে বাংলা মুখস্ত করতে আপনি বিশেষভাবে অভ্যাস তৈরি করেছেন। এতে একটা সুবিধা হল যদি কোন সমস্যা হয় তাহলে একে অন্যের হেল্প নেওয়া যায়। দেখবেন অনেকে টিউশনে গিয়ে ব্যাচে অর্থাৎ যেখানে অনেকে আছে সকলের সঙ্গে গ্রুপ স্টাডি করতে পছন্দ করেন।
আবার অনেকে একা একা পড়েন বা ‘মাস্টারমশাই কিংবা দিদিমণি‘ বাড়িতে এসে পড়িয়ে যান। এখানে আপনাকে বুঝতে হবে আপনার ব্রেন কোনটা সহজ ভাবে নিতে পারছে। অর্থাৎ আপনি কি সবার সঙ্গে পড়াশোনা করলে সেটা স্মৃতিতে বেশি সময় ধরে ধারণ করে রাখতে পারছেন নাকি মনে হচ্ছে সবার মাঝে মনোসংযোগ একটু হলেও বিঘ্নিত হচ্ছে।
এই জায়গাটা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তখন দেখবেন কিভাবে পড়াশোনা করবেন সেটার সিদ্ধান্ত নেয়া সহজ হবে।
আরো পড়ুন – মোমবাতির আলোয় প্রেমের মোমেন্টস উপভোগ করেছেন? জীবনের অনেক কিছুই মিস করে গেছেন তাই না?
আজকালকার যুগে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে অনেকেই গ্রুপ স্টাডি করতে বাধ্য হন। করোনা কালে আমরা যে নতুন বিষয়গুলো জীবনের সঙ্গে জড়িয়ে ফেলেছি তার মধ্যে একটা হল ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করা। উচ্চশিক্ষার ক্ষেত্রে এইভাবে পড়াশোনা করার চল থাকলেও শিশু থেকে প্রাপ্তবয়স্ক একাধারে সবাই এইভাবেই শিক্ষা গ্রহণ করতে বাধ্য হয়েছেন মারন রোগের জন্য।
আরো পড়ুন – আপনি কি ফর্সা হতে চান? রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় জানতে আগ্রহী?
‘অনলাইনে পড়াশোনা‘ করলে আপনি খুব সহজেই অনেক প্রশ্নের উত্তর হাতের কাছে পেয়ে যান। একা একা পড়াশোনা করলে সেগুলো সমস্যার হতে পারে। সবার সঙ্গে পড়াশোনা করলে যেমন একাধিক আলোচনার মাধ্যমে নতুন বিষয় উঠে আসতে পারে আবার গল্প আড্ডা করে সময় নষ্ট হতে পারে। এই সব থেকে বড় যে ব্যাপারটা হলো সেটা হলো ইচ্ছে শক্তি।
আপনি পড়াশোনা করতে চান কিনা সেটাই মুখ্য বিষয়। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কোন কিছুই আপনাকে বিব্রত বা বিচলিত করতে পারবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ল্যাম্পপোস্টে টিকি বেঁধে পড়াশোনা করার কথা মনে আছে নিশ্চয়ই? (How to feel less alone when studying?)
আরো পড়ুন – বিমান সেবিকাদের সঙ্গে ভদ্র ব্যবহার! এয়ার হোস্টেসের সঙ্গে কেমন ব্যবহার করবেন জেনে নিন!
আর যদি পড়াশুনা না করতে চান তাহলে হাজার একটা বাহানা খুঁজতে থাকবেন আপনি। তাই নিজে নিজেকে বোঝানো আপনার কাছে কোনটা প্রয়োজনীয় সেইমতো এক এক করে পয়েন্ট লিখে রাখুন এবং পড়াশোনা করে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলুন।