CBI Officer: আপনি কি সিবিআই অফিসার হতে চান? সেখানে একাধিক দুর্নীতি আইনবিরোধী কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের পর্দা ফাঁস করার গুরু দায়িত্ব পালন করতে হয় তদন্তকারী অফিসারদের। এবার এই চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানিয়ে দেবো এই প্রতিবেদনে!
প্রত্যেক ছেলে মেয়েই পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরি খোঁজ করেন। ইদানিংকালে চারপাশে ঘটতে থাকা একাধিক ঘটনায় সিবিআই অফিসার (CBI Officer) হওয়ার প্রতি তরুণ প্রজন্মের একটা উৎসাহ দেখা যাচ্ছে। সে ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট যোগ্যতা আর সেই সম্পর্কিত তথ্য যা আপনাকে পরীক্ষার উপযুক্ত হয়ে উঠতে সাহায্য করবে সেটা জানা দরকার (How to Become a CBI Officer in India)।
সিবিআই অফিসার চাকরি সংক্রান্ত তথ্য:
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই কাজ করতে গেলে কোন পথে পড়াশোনা করতে হবে বা কোন পরীক্ষায় বসতে হবে সেই সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা থাকে না। যার ফল হিসেবে ইচ্ছা থাকলেও অনেকে কি করে সিবিআই অফিসার হবেন এই রাস্তাটাই খুঁজে পান না।
এই বিষয়ে একটু জানিয়ে দিতে চাইবো যে তদন্তকারী সংস্থার চাকরি শুধু একটা সরকারি চাকরির মধ্যে পড়ে না। সেখানে একাধিক দুর্নীতি আইনবিরোধী কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের পর্দা ফাঁস করার গুরু দায়িত্ব পালন করতে হয় তদন্তকারী অফিসারদের (Central Bureau of Investigation)।
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI):
কাজটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ কারণ উচ্চ পর্যায়ে তদন্তের প্রয়োজন বোধ করলে তখনই আদালতের তরফ থেকে সিবিআই অফিসার নিযুক্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়। এবার এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা আর প্রস্তুতি সম্পর্কিত তথ্য বিস্তারিত জানাবো আমরা।
ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে ভারতের অন্যতম প্রধান তদন্তকারী সংস্থা হল ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ যাকে সংক্ষেপে বলা হয় সিবিআই (CBI)। এই কাজ করার জন্য যথেষ্ট পড়াশুনা এবং বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। প্রথমেই একটু পরীক্ষা সংক্রান্ত বিষয় জানা যাক।
সিবিআই অফিসারদের পরীক্ষা সংক্রান্ত বিষয়:
সিবিআই-এর শূন্যপদ পূরণের জন্য দুটি ভিন্ন এজেন্সি পরীক্ষা নিয়ে থাকে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। এবং স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। মনে রাখবেন আইপিএস অফিসার হলে তবেই সিবিআই এর গ্রুপ-এ অফিসার হতে পারবেন আপনি (CBI Recruitment)।
আইপিএস অফিসার হলেই সিবিআইয়ের গ্রুপ-এ অফিসার হওয়া সম্ভব। এর জন্য প্রার্থীদের UPSC-র পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করতে হয়। অনেকে আবার সাব-ইন্সপেক্টর হওয়ার জন্য পরীক্ষা দিতে চান সে ক্ষেত্রে তাদের SSC সিজিএল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরো পড়ুন – IRCTC: আপনি কি আইআরসিটিসি- তে চাকরি করতে চান? কলকাতা ডিভিশনেই সুযোগ!
সিবিআই সাব ইনস্পেকটর (এসএসসি সিজিএল)-তে টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষায় সাধারণত ছোট প্রশ্ন মানে অবজেকটিভ ধরনের প্রশ্ন আসে। এই বিষয়ে আপনার সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা সম্পর্কিত জ্ঞান কতটা সেটাই পরীক্ষা করা হয়। মাথায় রাখবেন সিবিআই অফিসার (CBI Officer) হিসেবে কাজ করতে গেলে প্রার্থীকে অবশ্যই শারীরিক মাপকাঠির এবং দক্ষতার পরীক্ষায় পাশ করতে হবে।
আরো পড়ুন – আদিপুরুষ দেখবেন কি? হনুমানের সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা কেন করলেন নির্মাতারা?
এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমার প্রসঙ্গে। আপনি যদি সিবিআই অফিসার হতে চান সেক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। এখানে বয়স একটা বড় ফ্যাক্টর।
আরো পড়ুন – অতিরিক্ত চুল পড়ার সমাধান!ছেলেদের টাক মাথায় চুল গজানোর উপায়। রইল ঘরোয়া টোটকা!
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফিসে সাব-ইনস্পেকটর পদে আবেদনের জন্য জেনারেল ও ওবিসি বিভাগের আবেদনকারীদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে এসসি/এসটি বিভাগের প্রার্থীরা 35 বছর পর্যন্ত ছাড় পাবেন। চাকরি পেলে সাব-ইন্সপেক্টররা মাসিক 9300 থেকে 34,800 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। ইন্সপেক্টররা পাবেন 44 হাজার টাকা বেতন।