Breaking Bharat: মহিলাদের বয়স ৩০ পেরোলেই চিন্তার কালো মেঘ কপালে! সব থেকে বেশি চিন্তার কারণ কি ব্রেস্ট ক্যান্সার (Breast cancer)? কিন্তু দেহের এই অংশের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন তা না হলে বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। ডাক্তারেরা বলছেন এর জন্য তিরিশ বছর বয়স আপনার কাছে বর্ডার লাইন। এরপর কিন্তু দুশ্চিন্তার কারণ তৈরি হতে পারে।
নারী দেহের একটা সুন্দর গঠন আছে। নারীর স্বাভাবিক সৌন্দর্যের ছন্দ যেন তার দেহের ব্যাপ্তিতে। এই নারী দেহ চিরকাল ধরে সমাজের কাছে ভোগ্যবস্তু হিসেবে ধরা দিয়েছে। সবটাই সমাজের কিছু বিকৃত মানসিকতা, বাস্তব কিন্তু নয়। নারীর সৌন্দর্যের অন্যতম এক আকর্ষণ তার নিটোল সুন্দর স্তন।
পৃথিবীর সব থেকে সুন্দর ছবি যখন সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করে। কিন্তু যে চিন্তা-ভাবনা গুলো মানুষকে খারাপ দিকে নিয়ে যায় সেই চিন্তার আর সেই খারাপ মানসিকতার কাছে স্তন যুগল মাংসপিণ্ড ছাড়া কিছুই নয়।
সরিয়ে যাই হোক না কেন, রোগ হলে তার চিকিৎসা ব্যবস্থা সঠিক সময় নেওয়াটা দরকার। একটু এদিক থেকে অধিক হলে খেয়াল রাখতে হবে, অবহেলা করলে চলবে না । বিশেষ করে যদি নারী দেহের স্তনে কোনও সমস্যা হয়। ক্রমশ বিশ্বজুড়ে বাড়ছে স্তন ক্যানসারের প্রকোপ (The incidence of breast cancer is increasing)।
ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা (Breast cancer):
আর এর পেছনে একটা বড় কারণ হলো অশিক্ষা বা কুশিক্ষা। আসলে ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় স্তন তার গোপনাঙ্গ। অতএব একে লুকিয়ে রাখতে হয়। যদি স্তনে কোনও সমস্যা হয় স্বভাবতই তা নিয়ে কথা বলতে মেয়েরা সংকোচ বোধ করেন। ফলে রোগ ভেতরে ভেতরে বাড়তে থাকে।
পরিসংখ্যান বলছে, এই দেহে প্রতি ৪ মিনিটে একজন করে মহিলা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করাতে ডাক্তারের দ্বারস্থ হন (Woman visits doctor for treatment of breast cancer)। পাশাপাশি প্রতি ১৩ মিনিটে একজন মহিলার এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়। তাই বয়স যদি ৩০ পেরিয়ে গিয়ে থাকে অবিলম্বে কিছু কিছু বৈশিষ্ট্যের দিকে বা স্তনের পরিবর্তনের দিকে নজর রাখুন। স্তনে যদি অবাঞ্ছিত ব্যথা বা যন্ত্রণা অনুভব করেন তাহলে হালকা ভাবে নেবেন না।
ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ (Breast cancer):
স্তনের পেশিতে ব্যথা হওয়ার হাজার একটা কারণ থাকতে পারে। অনেক মহিলাদের পিরিয়ডসের আগে বা পরে এই সমস্যা হয়। কিন্তু যদি স্তনের কোন অংশ ফোলা ফোলা লাগে। মামনি হয় বিশেষ কোনো জায়গায় মাংসপেশি শক্ত হয়ে আছে তাহলে এটা ওয়ার্নিং বেল। অবিলম্বে ডাক্তারের কাছে যান।
সাধারণত নিপলের আশেপাশে ব্যথা , স্তনের রং বদলানো নিপলের গঠন পাল্টে যাওয়া। এই সব কিছু থেকেই স্তন ক্যান্সার হতে পারে (May cause breast cancer)। তবে বিজ্ঞান সবকিছু পরীক্ষা করে বলে তাই এইরকম কিছু অনুভূত হলেই যে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে ধরে নেবেন সেটা কখনোই করবেন না।
সেক্ষেত্রে বছরে একবার করে ম্যামোগ্রাফি পরীক্ষা করানো উচিত। আগেকার দিনের লাইফ স্টাইল আর আজকের মহিলাদের লাইফ স্টাইল অনেক পাল্টে গেছে তাই বিগত কয়েক দশক ধরে পুরো বিশ্বজুড়েই স্তন ক্যানসার প্রতিরোধে বিশেষজ্ঞরা মহিলাদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন।
আরো পড়ুন- অহংকার পতনের মূল! কখনোই নিজেকে নিয়ে অহংকার করবেন না, তাহলেই সব শেষ!
স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ এসব বিষয়ে সকলকে জানানোর চেষ্টা চলছে অবিরত। লজ্জা নয় অসুস্থ হলে নিজের মুখে সেই কথা বলতে হবে। অ্যালকোহল জাতীয় খাবার বা তামাক সেবন এগুলো থেকে নিজেদের দূরে রাখুন। বেশি ভাজাঘুজি খাবেন না যাতে শরীরে কোলেস্টেরল বেড়ে যায় ।
আরো পড়ুন- A. R. Rahman : দিলীপ কুমারকে চেনেন? অস্কারজয়ী সুরকার নিজের নাম বদলে সুপারষ্টার! কীভাবে?
তাহলে সমস্যা দ্বিগুণ বাড়বে।খেয়াল রাখুন স্তনের রং যদি পরিবর্তন হচ্ছে কিনা, লালচে ভাব, চুলকানি এসব হচ্ছে না তো? মাথায় রাখুন স্তনবৃন্ত থেকে কোনও তরল নির্গত হচ্ছে কি? যাঁরা সদ্য মা হয়েছেন কিংবা সন্তানকে স্তন্যপান করান তাঁদের ক্ষেত্রে তিন বছর বয়স পর্যন্ত এই লক্ষণ দেখা যায়।
আরো পড়ুন- Stomach pain : পেটে যন্ত্রণা অনুভূত হচ্ছে? গ্যাসের ব্যথা ভেবে বিষয়টি এড়িয়ে যাবেন না!
কিন্তু যারা স্তন্যপান করান না, তাদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে তো উদ্বেগ বাড়বেই। ক্লিনিক্যাল টেস্ট, আলট্রা সাউন্ড এই সবকিছুর মাধ্যমে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। তাই আজকের প্রতিবেদনে আলোচিত কোন একটি বিষয় যদি আপনি নিজের মধ্যে দেখেন অবিলম্বে ডাক্তারের কাছে যান।
আরো পড়ুন- Dried fish : শুঁটকি মাছ আসলে কি? কোন মাছকে আপনি শুঁটকি মাছ বলবেন?
অকারনে লজ্জা পাবেন না । রোগ কিন্তু নারী পুরুষ বিচার করে না। তাই কষ্ট হলে সেটা আপনার হবে ,সমাজের নয়। তাই খামোখা বাকিরা কি বলবে বা ভাববে এই আশায় এই সংকোচে আপনি আবার কিছু লুকানোর কথা ভাবতে বসবেন না যেন!