Breaking Bharat: একটি সুস্থ সংসারে ক’জন শিশু থাকলে ভালো হয় বলুন তো? তাহলে চলুন আজ এই প্রশ্নটাই রাখা যাক যে কটি সন্তান আপনার পরিবারকে সুস্থ স্বাভাবিক পরিবারের পরিচয় দিতে পারে?
দুটো মানুষের একসঙ্গে সংসার করার মধ্যে দিয়েই নতুনের আবাহনের সংকেত। এইভাবেই সমাজ আর সভ্যতা এগিয়ে চলেছে। নারী পুরুষ বিয়ে করে সংসার করার আর একসঙ্গে থাকার স্বপ্ন দেখতে শুরু করে। এরপর জীবনে নতুন মানুষের আগমন । সমালোচনা হয় এই নিয়েও (How important are children in the family?)।
কিন্তু মানুষ বোঝে না যে বিয়ের পর দুজন মানুষ তাদের জীবনে ঠিক কখন সন্তানকে আনতে চান সেটা সম্পূর্ন ভাবে তার ব্যক্তিগত ব্যাপার। অথচ এটা নিয়েই সবার মাথা ব্যথা। তাহলে চলুন আজ এই প্রশ্নটাই রাখা যাক যে কটি সন্তান আপনার পরিবারকে সুস্থ স্বাভাবিক পরিবারের পরিচয় দিতে পারে?
আমাদের সমাজের তথাকথিত চিরাচরিত নিয়ম বলছে একটা বয়স পর্যন্ত পড়াশোনা করে তারপর চাকরি। এটার পর একটা বয়সে গিয়ে জীবনে থিতু হওয়ার প্রয়োজন আছে । আর এটার মানেই হল বিয়ে করে সংসার করা। আপনি যেই সেই কাজটা করবেন সঙ্গে সঙ্গে বাড়ি পরিবার আর আত্মীয়রা পরের দাবি নিয়ে কার্যত ধর্না দিতে শুরু করবে। আর সেটা অবশ্য হবে বংশধর আনার প্রসঙ্গ।
তাই সাধারণ মানসিকতার নারী পুরুষ এই ভাবনার মধ্যেই আটকে আছেন যে বিয়ে মানেই শারীরিক সম্পর্ক করে সন্তান উৎপাদন করার মধ্যেই জীবনের পূর্ণতা। যদিও মানুষের নিজস্বতা কিন্তু একেক জনের একেক রকম। সেটা ভাবনায় আর কাজে প্রতিফলিত হয়। তাই আজকাল আর বিয়ের এক বছরের মধ্যেই মা বাবা হতে হবে মার্কা ধনুক ভাঙা পণ কেউ করে না।
কিন্তু সেক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে গোটা বিষয়টা নির্ভর করে শিক্ষার উপর। আসলে শিক্ষিত মানুষ জানেন ৮-৯ সন্তানের বাবা মা হয়ে না সমাজের কল্যাণ হয় না নিজেদের। সেক্ষেত্রে অনেক বেশি করে সমস্যার মধ্যে পড়তে হয়। আর তাছাড়া সন্তান উৎপাদনে নারীর প্রসব বেদনার কথা কতজন মনে করেন?
আরো পড়ুন – বাঁচতে গেলে টাকা লাগে, কিন্তু টাকা দিয়ে কি জীবনে সবকিছু অর্জন করা সম্ভব?
আজকাল মানুষের মধ্যে সিজার নিয়ে বেশ নিশ্চিন্ত একটা ভাব এসেছে। অর্থাৎ যেহেতু সন্তানের ভূমিষ্ঠ হওয়া মেডিক্যাল পরিভাষায় অনেক সহজ হয়েছে তাই ধরে নেওয়া হয় এখন এই কাজটা অনেক সহজ। কিন্তু যেভাবে আজকের কম যন্ত্রণা বা যন্ত্রণা বিহীন অপারেশনের মাধ্যমে নতুন প্রাণের পৃথিবীতে আগমন হয় বলে মনে করা হয়, বাস্তবে বিষয়টা অতটাও সহজ নয় ।
আরো পড়ুন – বিয়ের পর বউয়ের সঙ্গে নিত্যদিনের অশান্তি? স্বামী স্ত্রীর ঝগড়া দূর করার উপায়
কারণ একজন মানুষের জন্ম দেওয়া আর তাকে সঠিক ভাবে প্রতিপালন করতে পারার মধ্যে বিস্তর ফারাক। এখনকার সমাজ ব্যবস্থা অর্থনৈতিক পরিকাঠামোর কথা মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষের বেঁচে থাকতে গেলে কতটা পরিশ্রম করতে হয়।
আরো পড়ুন – জীবনে কখনো চরম বিপদে পড়েছেন? ঠিক কী করা উচিত সেই সময় বলতে পারেন?
এবার নিজের যৌন চাহিদা পূরণে একে অন্যের মিলনে শারীরিক তৃপ্তি মেলে বটে কিন্তু সেটা করতে গিয়ে আপনি এমন বড় কোন দায়িত্ব নেবার ঝুঁকির পথে হাঁটছেন না তো যা পরবর্তীতে আপনাকে বিপদে ফেলতে পারে। চিকিৎসা কথা বলছেন সুস্থ পরিবার মানে একটি বা দুটি সন্তান তার বেশি কখনোই নয়।
আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে দেশের জনসংখ্যা পরিস্থিতি তাতে নিয়ন্ত্রণের দায়িত্ব প্রতিটি মানুষের নেয়া প্রয়োজন। তাই আগেকার দিনে এতগুলো সন্তান পরিবারে একসঙ্গে বড় হত বলে, এখনকার দিনেও সেই একই ভাবে আপনি এগিয়ে যাবেন সেটা হতে পারে না।
আরো পড়ুন – রোজগারের টাকা সঞ্চয় হচ্ছে কি? ভেবে দেখুন না বিপদ বাড়বে আপনার!
এখন নিজেদের আনন্দ যেন ভবিষ্যতে এমন কোন ঘটনার ইঙ্গিত বিয়ে না আনে যা আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং সমাজের জন্য চরম সমস্যার হয়ে দাঁড়ায়।