Breaking Bharat: চাহিদা বাড়ছে বিটকয়েনের, বিষয়টা আসলে কী? চাহিদার উন্মাদনা তীব্র হওয়ার সাথে সাথে বিটকয়েন ফের তুঙ্গে!
ডিজিটাল যুগে লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বিটকয়েন। যত দিন যাচ্ছে বাড়ছে জনপ্রিয়তা। কিন্তু বিটকয়েন শব্দটার সঙ্গে কতটা পরিচিত আপনি আমি? তাহলে সাময়িক একটা পরিচয় দেওয়া যাক। এটা আসলে ডিজিটাল কারেন্সি যা এনক্রিপশন লেয়ারের মাধ্যমে সুরক্ষিত থাকে।
এটা ধরা যায় না বা ছোঁওয়া যায় না। কিন্তু আপনি এর ব্যবহারে কেনাকাটা করতে পারবেন অবলীলায়। তাহলে কয়েন শব্দটার অর্থ কোথায়? চলুন সেই রহস্য সমাধান করা যাক।
চাহিদা বাড়ছে বিটকয়েনের:
আমাদের চেনা ৫ টাকা বা ১০ টাকার কয়েনের মতো বিটকয়েন হাতে ধরা যায় না। এটা হল ভার্চুয়াল কারেন্সি। একে সাধারণত ক্রিপ্টোকারেন্সিও বলা হয়ে থাকে। ওয়ালেট বা পকেটে রাখতে পারবেন না এটা ঠিক। কিন্তু দিব্যি কাজ চালাতে পারবেন দৈনন্দিন জীবনে। ধরুন আপনার জীবনে কীভাবে কাজ করে বিটকয়েন আপনি জানেন না।
তাহলে এই প্রতিবেদনে সেই বিষয়ে জানাব আপনাকে। দেখুন আপনার কাছে যখন বিটকয়েন থাকবে তখন সেটা পারতপক্ষে আপনার ঘরে রাখা মূল্যবান জিনিসের মতোই কাজ করবে বলে বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে । কারণ বিটকয়েন থাকা মানে আপনার কাছে একটি গোপন কোড আছে।
এটা হাতছাড়া করলে চলবে না। কেউ যদি আপনার থেকে এই কোড পেয়ে যায় তাহলে কোনমতেই সেটা আর ফেরত পেতে পারবেন না আপনি। এটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। বিটকয়েন এর ভ্যালু বিটকয়েন নিজেই। লেনদেনের ক্ষেত্রে যখন কেউ নিজের ওয়ালেট থেকে অন্যজনকে বিটকয়েন পাঠায় তখন সবটাই সার্ভারে তুলে রাখা থাকে।
বিটকয়েন যখন আদান প্রদান হয় তখন সেটা সহজেই ব্লকচেইনে জুড়ে যায়। কিন্তু আপনি যে লেন দেন করছেন সেটা বৈধ কিনা তা যাচাই করার জন্য ব্লকচেইন এর শেষে একটি হ্যাশ তৈরি করতে হয়। সাধারণত বিটকয়েন মাইনাররা নিজেদের শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে হ্যাশ তৈরি করে নিয়ে থাকেন।
আরো পড়ুন – মুখ দিয়ে লালা ঝরা কি অসুখের ইঙ্গিত? কী বলছেন চিকিৎসকেরা?
যদিও ভিয়েতনাম, আইলেন্ড, বলিভিয়া, ইকোয়াডর, কিরগিজস্তান এবং বাংলাদেশ মনে করে যে এই ধরণের লেনদেন অবৈধ। এই ব্যবহারে বেশ কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। ধরুন আপনি আপনার বিটকয়েন কোনও ধরণের অনলাইন সাইট বা এক্সচেঞ্জে রেখেছেন তাহলে সেই সাইট হ্যাকিং হবার সম্ভাবনা থেকেই যায়। এইরকম ঘটনা কিন্তু নতুন নয়।
আরো পড়ুন – ভাত প্রেমী মানুষ কি পাতে কাঁচা পেঁয়াজ রাখতে পছন্দ করেন? অভ্যাস টা ভাল না খারাপ?
প্রায়ই দেখা যায় খবরের শিরোনাম হয়ে উঠে আসতে। দেখুন আপনি যদি এক্সচেঞ্জ থেকে সেগুলো নিজের পিসি বা মোবাইল ওয়ালেটে রেখে দেন, তাহলেও আপনার কম্পিউটার বা ফোন ফরম্যাট হলে সেই তথ্য হারিয়ে ফেলতে পারেন। তাই সমস্যা এড়াতে আপনার ওয়ালেট এর এড্রেস আর পাসওয়ার্ড কাগজে প্রিন্ট করে সেটা কোন নিরাপদ স্থানে রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
আরো পড়ুন – একটি সুস্থ সংসারে ক’জন শিশু থাকলে ভালো হয় বলুন তো?
সময়ের সঙ্গে বদল আসছে চারপাশে। এবার তাহলে প্রযুক্তিকে জেনে নিন আপনিও।