Breaking Bharat: স্বাস্থ্য হল সম্পদ আর স্বাস্থ্য কর্মীরা? ডাক্তার যদি ভগবান হন, তাহলে হাসপাতালের নার্স বা সেবিকাদের কী চোখে দেখি আমরা? নার্সদের (Nurse) কখনো নিচু চোখে দেখবেন না!
অসুস্থ হলে আমরা সবার আগে ডাক্তারদের কাছে ছুটে যাই। আর অসুস্থতা গুরুতর হলে সোজা হাসপাতাল বা নার্সিংহোম। সেখানে কিন্তু আমাদের চিকিৎসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ডাক্টার তো আর সারাক্ষণ সঙ্গে থাকেন না থাকেন নার্স বা সেবিকারা। রোগীর সঙ্গে তাদের যেন এক আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে অচিরে। বিপরীত মনোভাব পোষণ করেন এমন অনেকেই আছেন কিন্তু। (How do look at hospital nurses?)
নার্স বা সেবিকাদের কী চোখে দেখি আমরা?
মৃত্যুপথযাত্রীর মুখে জীবনদায়ী ঔষধ তুলে ধরেন, নার্স। এটা তো অস্বীকার করা যাবে না, জীবন, মৃত্যুর অন্ধকারে ডুবে যাওয়া রোগীর পাশে আলো হয়ে জ্বলতে থাকেন, নার্স। নার্স হয়ে উঠতে গেলে কঠোর পড়াশোনা পরিশ্রম দুটোই করতে হয়।
শুধুমাত্র সেবা করতে জানলেই হবে না মেডিকেল বিদ্যা জানা দরকার। আবার শুধু পড়াশোনা করলেই হবে না, সেবা করার মানসিকতাকে অগ্রাধিকার দিতে হবে। সবমিলিয়ে সেবা করার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই নার্সদের নিচু চোখে দেখেন। (Never look down on nurses!)
ভাবেন বুঝি রোগীদের দেখভাল করা এ আর কেমন কাজ , এতে কোন যোগ্যতা লাগে না। অথচ সবথেকে কঠিন বোধহয় এটাই। কারণ একজনকে সেবা দিয়ে, ভালোবাসার পরশ দিয়ে, মেডিকেল সাহায্য দিয়ে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া, প্রিয়জনদের কাছে পৌঁছে দেওয়া অনেক বড়। (medical definition of nurse) সবাই সহজে সেটা করে উঠতে পারে না। শুধুমাত্র সাধারণ মানুষের ভাবনা কেন?
নার্স হিসেবে যারা কাজ করছেন তারা অনেক সময় পেশাকে সঠিক সম্মান আর ভালোবাসা দিয়ে উঠতে পারেন না। তখন কাজটাকে অতিরিক্ত বোঝা বলে মনে হয়। এই অবস্থা অত্যন্ত খারাপ।
ইতি সমস্যা বাড়ে, কমে না। ডাক্তার যতটা পড়াশোনা করেন নার্সকেও সেইমত পড়াশোনা করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। তাই নার্সকে কোনভাবেই ছোট ভাবার বা খাটো করার প্রয়োজন নেই। তাদের কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার।
আরো পড়ুন- Red Indian : রেড ইন্ডিয়ান কারা ? আমরা এ সমস্ত খাদ্যের জন্যই কিন্তু রেড ইন্ডিয়ানদের কাছে ঋণী।
নার্সেরও নিজেদের মানসিকতা ঠিক রাখা দরকার। রোগীর এবং রোগীর পরিবারের সঙ্গে সঠিক ভদ্র আচরণ করা কাম্য। মনে রাখতে হবে রোগী এবং রোগীর পরিবার অসহায় তাই তাদের পাশে দাঁড়ানো কর্তব্য বটে।
আরো পড়ুন- Eagle Bird : বড় সাইজের ঈগল পাখি? ভয়ংকর সুন্দর! আর এই প্রসঙ্গে বলব ঈগল পাখির কথা
নার্সিং পড়াশোনা (Nursing studies) বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে অর্থাৎ অনেকেই নার্স হওয়ার জন্য আগ্রহী হয়ে এই পেশাকে ভালোবেসে এগিয়ে আসছেন। মনে রাখতে হবে, করোনা কালে এই নার্সরা কিন্তু তাদের সর্বস্ব দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছেন।
আরো পড়ুন- Skin Problems : ত্বকের সমস্যা? দেখতে খারাপ লাগছে? ক্রিম মেখে মুখের দাগ দূর করবেন?
যখন বাকিরা নিরাপদে ঘরের মধ্যে ছিলেন তখন এরাই পরিবারের তোয়াক্কা না করে নিজেদের কাজ করে গেছেন। এরাই প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা এদেরকে কুর্নিশ জানাই আমরাও।