Breaking Bharat: তোমার জলের বোতল পরিষ্কার আছে তো? নয়তো জল খাবেন কিসে? প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে জল না খেলে, অসুস্থ হয়ে পড়বেন। বাড়িতে জলের বোতল পরিষ্কার রাখাটা খুব দরকার। আমরা কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলছি যা ব্যবহার করে আপনি সহজেই বোতল পরিষ্কার করতে পারবেন নির্ঝঞ্ঝাটে (how to clean a water bottle)।
জিনিসপত্র কেনাকাটা করা যতটা সহজ তাকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে দেখিয়ে দেওয়াটা কিন্তু ততটাই কঠিন। হাজারে ব্যস্ততার মধ্যে ঘরোয়া কাজকর্মের দিকে মন দেওয়া খুব একটা সহজ হয় না। আর সবটা কাজের লোকের উপর ছাড়াও যায় না। সেক্ষেত্রে অনেক জায়গায় ফাঁকফোকর থেকেই যায়। তাহলে চলুন আপনার মুশকিল আসনের পথ বলে দিচ্ছি আমরা।
বাড়িতে জলের বোতল পরিষ্কার রাখাটা খুব দরকার। কারন সেই বোতল থেকে ছোট বড় সকলেই জল খান। কোনভাবেই যাতে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত সমস্যা না থাকে সেদিকে নজর দিতে হবে। আজকাল ‘প্লাস্টিকের বোতলে জল খাওয়া‘ প্রায় অনেকেই ছেড়ে দিয়েছেন।
স্টিল, কাচ বা তামার বোতলের ব্যবহার অনেক বেড়েছে বটে কিন্তু তার সঙ্গে তা পরিষ্কারের ঝামেলাকেও এড়ানো যায় না। আমরা কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলছি যা ব্যবহার করে আপনি সহজেই বোতল পরিষ্কার করতে পারবেন নির্ঝঞ্ঝাটে।
আরো পড়ুন – Mobile back cover: মোবাইলের কভার ময়লা! আমরা দেব ‘মোবাইলের জেল্লা’ ফিরিয়ে আনার টিপস!
আরো পড়ুন – overheating phone: যখন তখন মোবাইল গরম হয়ে যাচ্ছে? সাবধান! দ্রুত মোবাইল ঠান্ডা করে ফেলুন
ঘরোয়া পদ্ধতিতে জলের বোতল পরিষ্কার:
- লিকুইড সাবান এর সঙ্গে সামান্য জল মিশিয়ে বোতলের মধ্যে ঢেলে কিছুক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিন। আপনি যদি ‘প্লাস্টিকের বোতল ব্যবহার’ করেন তাহলে সেটা পরিষ্কার করা সব থেকে সহজ কাজ ।
- প্রত্যেকের বাড়িতেই তো খবরের কাগজ থাকে। পুরনো খবরের কাগজ ছোট ছোট টুকরো করে বোতলে ভরে রাখুন। তার পর তাতে লেবুর রস আর জল ভরে এক রাত রেখে দিন। পরের দিন ভালো করে নাড়িয়ে ঝাঁকিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন বোতলের মধ্যে ময়লা বা নোংরার চিহ্নমাত্র নেই।
- কাঁচের বোতল যদি হয় তাহলে তার মধ্যে লেবুর রস আর অল্প জল দিয়ে কিছু ক্ষণ রেখে দিন। আচ্ছা লেবুর রস ব্যবহার করে লেবুর খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না। সেগুলো না হয় কাঁচের বোতলে ভাল করে ঘষে নিন। ধরুন যদি সরু মুখের বোতল হয় তবে, ভিনিগার আর জলের মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ বোতলের ভেতর ভরে আধঘন্টা মতো রাখার পর ব্রাশ দিয়ে বোতল ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
- তামার বোতল পরিষ্কার করতে গেলে তেঁতুল দারুন কাজ করবে। সত্যি কি অবাক করা ব্যাপার হলো যেকোন বোতলে যদি নোংরা হয় তার মধ্যে কুচি কুচি করে কাগজে টুকরো ফেলে রেখে পরের দিন সকালে জল দিয়ে ধুলে তা পুরো ম্যাজিকের মত কাজ করে।
- বিষয়টি অনেকে ভাবতেই পারেন না কিন্তু প্রয়োগ করে দেখুন হাতে নাতে ফল পাবেন। ব্লিচিং পাউডার বা জীবানুনাশক ট্যাবলেট বোতলের মধ্যে ফেলে রেখে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করেও বোতল পরিষ্কার করা সম্ভব।
- আসল ব্যাপারটা হল জল দীর্ঘদিন ধরে জমতে থাকলে বোতল অপরিষ্কার হবে বিশেষ করে তলদেশ। প্রত্যেকদিন বোতল পরিষ্কার করে রাখতে পারলে তবেই একদিনের অনেকটা খাটুনির ঝক্কি পোহাতে হবে না। কিন্তু এটাও সত্যি যে এই কাজটা করা সম্ভব নয়।
হাজারো কাজের ব্যস্ততায় সপ্তাহে বা দুই সপ্তাহে একদিন রুটিন করে নিতে হবে আর সেই মতো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে ফল মিলবে সহজেই। তাহলে চটপট নিজের জলের বোতল পরিষ্কার করুন আর পর্যাপ্ত পরিমাণে জল খান সুস্থ থাকুন।