BSNL 4G: কি ভাবছেন জিও কে টেক্কা দেবার কেউ নেই? BSNL 4G দারুন ঘটনা ঘটাতে চলেছে এবার! জিও কে এবার টেক্কা দিচ্ছে BSNL 4G। কিভাবে চালু করা হচ্ছে BSNL 4G পরিষেবা? জেনে নিন বিস্তারিত
প্রতিটা টেলিকম সংস্থা একে অন্যকে টক্কর দিতে ব্যস্ত। রিচার্জ ভ্যালু বাড়িয়ে দিচ্ছেন প্রত্যেকেই। যাতে সাধারণ মানুষ সব থেকে বেশি সমস্যার মধ্যে বলছেন। যত বেশি প্রাইভেটাইজেশনের দিকে ঝোঁক বাড়ছে ততই কিন্তু পকেট ফাঁকা হচ্ছে এটা আমরা খুব একটা গুরুত্ব দিয়ে বুঝতে পারছি না।
জিও কে এবার টেক্কা দিচ্ছে BSNL 4G:
Vodafone কিংবা আইডিয়া অথবা জিও কিংবা এয়ারটেল, প্রত্যেকেই একে অন্যকে টক্কর দিতে গিয়ে একাধিক অফার আছে যাতে পকেট থেকে টাকা খসে যাচ্ছে সাধারণ মানুষের । আগে ১০০ টাকা রিচার্জ করলে যদি এক মাস চলত এখন সেটাই হয়ে গেছে ১৫ দিনের বৈধতা সম্পন্ন।
অথচ মানুষ তো নিশ্চিতভাবে মোবাইলের উপর নির্ভরশীল হওয়ার কারণে প্রতিমুহূর্তে আগে ফোন রিচার্জ করবেন। তাতে দুবেলা খাবার জুটুক বা না জুটুক সেটা নিয়ে পরে ভাবা যাবে। ছবি এই বাজারে সবথেকে বেশি নাম কামিয়েছে আম্বানির জিও। এবার বি এস এন এল এই জিওকে টক্কর দিতে আসছে।
Bsnl মানে নতুন কী অফার, সেটাই বলবো এই প্রতিবেদনে। সরকারি টেলকোর সস্তার এইসব প্ল্যান সম্পর্কে জানলে আপনিও বিশ্বাস করতে পারবেন না অথচ এটাই সত্যি হতে চলেছে।
BSNL 4G পরিষেবা কিভাবে চালু করা হচ্ছে?
টেলিকম সংস্থা সূত্রে যেটা জানা যাচ্ছে BSNL 4G একবার হয়ে গেলেই আগামী কয়েক দিনের মধ্যে একাধিক নতুন রিচার্জ প্ল্যান আসবে। আর বিএসএনএল যেহেতু দেশের সরকারি টেলিকম সংস্থা তাই সেখানে আগে মানুষের প্রয়োজনীয়তার দিকে নজর দেয়া হবে সেটা বলাই বাহুল।
তবে 4G লঞ্চের আগে বেশ কিছুটা সময় বাকি আছে। তাহলে এখন BSNL-এর সস্তার কয়েকটি প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আপনাকে। মনে করা হচ্ছে চলতি বছরেই দেশের একাধিক জায়গায় BSNL 4G চালু করা হবে। আর পরবর্তীতে অর্থাৎ আগামী বছরই 5G লঞ্চ করে যাবে বলে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে পঞ্জাবের দুটি শহরে 4G পরিষেবা চালু হবে।
BSNL এর একাধিক নতুন রিচার্জ প্ল্যান:
আর একবার হয়ে গেলেই আগামী কয়েক দিনের মধ্যে একাধিক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসবে দেশের সরকারি টেলিকম সংস্থা, যা মানুষকে আর অন্য কোন পরিষেবার দিকে তাকাতেই দেবে না। অন্তত এমনটাই দাবি সংস্থার বিভিন্ন আধিকারিকদের। আমরা বরং সব থেকে সস্তার প্ল্যান নিয়ে একটু কথা বলি (Multiple New Recharge Plans of BSNL)।
৯৪ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি, ভাবতে পারছেন? এটা অন্য কারোর পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র বিএসএনএল ছাড়া। এই প্ল্যানে কাস্টমারদের ২০০ মিনিট ভয়েস কলিং অফার করা হয় এবং সেই সঙ্গেই রয়েছে ৩ জিবি ডেটার অফার।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
তবে একটু জানিয়ে রাখা ভালো যে এই প্ল্যানে আপনি কোনও ভ্যালিডিটি পাবেন না। আসলে এটি একটি ডেটা ভাউচার প্যাক। এবার ধরুন আপনার যদি অতিরিক্ত পরিমাণ ডেটা ও ভয়েস কলিংয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেরা হতে পারে ৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি। এই প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন।
আরো পড়ুন – Zee5 নিয়মিত দেখেন? এবার জি ফাইভ প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যান একদম ফ্রিতে!
প্রতিদিন আপনি ২ GB করে ডেটা পেয়ে যাবেন। মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবে ১৮ টাকার প্ল্যানও দেখতে পাবেন। ২ দিনের ভ্যালিডিটি অফার রয়েছে সেখানে সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১GB করে ডেটা।
আরো পড়ুন – Tecno Camon 20: টেকনো ক্যামন সিরিজ় স্মার্ট ফোন লঞ্চ হল, কত দাম জানেন?
আরও একটা দারুণ প্ল্যানের দিকে তাকানো যাক যার জন্য খরচ করতে হবে মাত্র ৪৯ টাকা। ১৫ দিনের সার্ভিস ভ্যালিডিটি পাবেন। এই প্রিপেড প্যাকটি রিচার্জ করলে আপনি ১০০ মিনিটের জন্য ভয়েস কলিং এবং প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন। ৮৭ টাকা ও ৯৯ টাকার BSNL প্ল্যান দুটির প্রথমটিতে ২ সপ্তাহ এবং দ্বিতীয়টিতে পেয়ে যাবেন ১৮ দিনের ভ্যালিডিটি আছে।