Breaking Bharat: আপনি কি জানেন Honor 90 Lite ফোন আপনার জন্য কী অসাধারণ ক্যামেরা নিয়ে এসেছে? এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, সঙ্গে পাবেন ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর কি কি আছে? জানুন বিস্তারিত
ফোন নিয়ে যাদের একটু আগ্রহ আছে তারা প্রতি মুহূর্তে কোন ফোন বাজারে আসছে সেটা কত দামি বা কত কম দামে পাওয়া যাচ্ছে তা নিয়ে খোঁজ খবর করতে চান। আর সেই সব মানুষদের জন্যই আমাদের এই প্রতিবেদন ।
Honor 90 Lite অসাধারণ স্মার্টফোন:
আজকে আপনাকে Honor 90 Lite এর কথা বলব যা অসাধারণ ফিচার সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সবার সামনে এনে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। আজকে এই ফোনের বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরবো।
13 জুন লঞ্চ হল এই ফোন। আপনি জানলে হয়তো অবাক হবেন Honor 90 Lite ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল যথাক্রমে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
মানে Honor X50i এর একটি মডিফাই ভার্সন হল এই নতুন প্রোডাক্ট। মানে বিশেষভাবে বলতেই হচ্ছে যে র্যাম, রিয়ার ক্যামেরা ও চার্জিং স্পিডের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য চোখে পড়বে। আজকের আলোচ্য ফোনে আপনি পেয়ে যাবেন
Honor 90 Lite আজ অর্থাৎ ১৩ জুন লঞ্চ হল। এটি । বিশেষত পার্থক্য নজরে পড়বে। Honor 90 Lite ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর সঙ্গে পাবেন ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তাহলে চলুন এবার এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor 90 Lite: Pricing, specifications:
দেখুন এই ফোনের দাম সম্পূর্ণ ভাবে জানানো না হলেও ফোনের কালার কম্বিনেশন সম্পর্কে বলা হয়েছে। টাইটেনিয়াম সিলভার, মিডনাইট ব্ল্যাক, সিয়ান লেক এই তিনটে কালার কম্বিনেশনে আপনি এই ফোন পাবেন। ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলটিপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এতে ১৯.৯:৯ অ্যাসপেক্ট রেশিও ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
আরো পড়ুন – বিরাট কোহলির জঘন্য হার! অনুষ্কা শর্মার জন্যই বিশ্ব টেস্টের ফাইনালে হেরেছে ভারত?
অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ কাস্টম স্কিন চালিত এই ডিভাইসটি ২৫৬ জিবি স্টোরেজ সহ আপনার জন্য এনেছে কোম্পানি।কানেক্টিভিটি অপশনের মধ্যে রাখা হয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।
এই ফোন যথেষ্ট অত্যাধুনি আর তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্য ফোনের সঙ্গে স্টাইলে যাতে পিছিয়ে পড়তে না হয় সেই কথা মাথায় রেখে এই ফোনে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।
আরো পড়ুন – Bajaj Pulsar P150: বাজাজ পালসার বাইক বেশ সস্তা আর দারুন মাইলেজ! কিনবেন?
দেখেছি আপনাকে জানিয়ে রাখা দরকার যে বাজারে এখন নানা কোম্পানির মোবাইল ফোন একগুচ্ছ ফিচারস নিয়ে চলে আসে। এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল তার জন্য যত বেশি সম্ভব মোবাইল সংক্রান্ত আপডেট নিয়ে পড়াশোনা করুন।
আরো পড়ুন – Alto Tour H1: মারুতি সুজুকি আপনার জন্য নিয়ে এল এক দুর্দান্ত গাড়ি, জানেন কত দাম?
ফোন সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে লিখে পাঠান আমরা সেই বিষয়ে আমাদের পরবর্তী প্রতিবেদনে আপনাকে বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আমরা কোনভাবেই বিজ্ঞাপনী প্রচারের উদ্দেশ্যে এই প্রতিবেদন লিখছি না শুধু মাত্র নতুন মোবাইল সম্পর্কিত তথ্য আপনাকে জানাবার উদ্দেশ্য নিয়েই এই লেখা।