Breaking Bharat: এই প্রতিবেদনে শিক্ষকতা বিষয়টি নিয়ে কোনো রকমের মন্তব্য করা হয়নি। পুরো বিষয়টাই যা ঘটনা ঘটছে তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
শুরুতে ঘাবড়ে গেলেন বুঝি ? আসুনি পড়াশোনা বা শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়েই আজকের লেখা নয়। আসলে শিক্ষকতা করতে গিয়ে কীভাবে বিপাকে পড়েন, বিশেষ করে গৃহ শিক্ষক-শিক্ষিকারা সেই নিয়ে আসল কথা (Problems of home teachers in teaching tuition)।
বাংলায় একটা প্রবাদ আছে “খেতে দিলে শুতে চায়”। এটা বেশ প্রযোজ্য এই ক্ষেত্রে। প্রতিটি ছাত্র ছাত্রী তার নিজস্ব মেধা নিয়ে পড়াশোনা শুরু করেন। শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে চামচ দিয়ে গুলে বিদ্যা খাইয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু অনেক অভিভাবক অভিভাবিকারাই এমনটা ভাববেন।
টিউশনি পড়াতে গিয়ে কোন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি ?
- যেন কোচিং ক্লাসে দিয়েছেন মানে মাথা কিনে নিয়েছেন। অনৈতিক আবদার এর শেষ নেই টিচারের কাছে। শাসন না করলেও দোষ, আবার শাসন করলেও বাড়াবাড়ি বলে কটাক্ষ।
- পরীক্ষায় কম নম্বর (Low marks in exams) পেলে সবার আগে শিক্ষক শিক্ষিকার কাছে হাজির হয়ে গিয়ে প্রশ্ন করা, কেন এমন হলো বলুন তো? আপনার কাছে তো দিয়েছিলাম যাতে রেজাল্ট একটু ভালো হয়, তাহলে কেন এমন রিপোর্ট ? বুঝুন ঠেলা । একেই বলে এগোলেও সমস্যা পিছনেও ঝামেলা। এখানেই শেষ নয় , আরও আছে।
- কষ্ট করে পড়াবেন বটে কিন্তু এক্সট্রা আবদার সেটাও থাকবে। যেমন ধরুন একটু আলাদা করে স্পেশাল ক্লাস করে যদি ছাত্র বা ছাত্রী কে একটু বেশি নজর দেওয়া যায় এই ধরনের আর কি। এসব এড়িয়ে যাওয়া খুব কঠিন কারণ, আপনি জানেন মাস গেলে টাকা টা মানে পারিশ্রমিক নিয়ে হবে ।তাই এই ধরনের আবদারে বিব্রত হলেও, আপনাকে মুখ বুঝে সহ্য করতে হয়।
আরো পড়ুন- আপনার জীবনের সেরা সময় বা সেরা মুহূর্ত কোনটা? নাকি বুঝতেই পারছেন না?
আরো পড়ুন- জীবনে স্বার্থপর হওয়ার কি কোনো প্রয়োজন আছে ? Breaking Bharat
আরো পড়ুন- নিজের আসল শত্রু বা মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনতে শিখুন! কিভাবে?
- এইতো গেল পড়াশোনার কথা, যদি নাচ গান আবৃত্তি হয় তাহলে তো কথাই নেই। কোন অনুষ্ঠানের খোঁজ পেলে সেখানে ছাত্রছাত্রীকে একবার সুযোগ করে দেবার কত অনুনয়-বিনয়, কত টেকনিকে মানানোর চেষ্টা। অল্প একটু শিখতে না শিখতেই সুপারস্টার তৈরি করার দাবি।
- আরেকটু কিছু সামনের মাসের শেষে ঠিক মাইনের সময়, গদগদ হয়ে বলা স্যালারি হয়নি তো, তাই আপনার মাইনেটা দুদিন পরে দেব। আবার হুট করে এই শিক্ষকতা থেকে আপনাকে বয়কট, বঞ্চিত, বিতারিত সবটাই করা হতে পারে। নিন এখানেও বুঝুন ঠেলা! ঝক্কি যেন কমতেই চায় না।