Breaking Bharat: Hero-র নতুন এক্সট্রিমে কোন কোন প্রিমিয়াম ফিচার? এত চমক? Hero Xtreme 160R কত দাম হতে পারে? কী স্পেশাল আকর্ষণ থাকছে, সেটাই বলব এই প্রতিবেদনে।
নতুন বাইক নিয়ে সকলের মধ্যেই একটা উন্মাদনা কাজ করে। আর সেখানে যদি এক্সক্লুসিভ ফিচার আছে বলে জানা যায় তাহলে তো কোনো কথাই নেই। এমনিতেই হিরো কোম্পানিকে নিয়ে একটা আলাদা নির্ভরযোগ্য বিশ্বাস গ্রাহকদের মধ্যে তৈরি হয়েই আছে।
হিরো-র নতুন এক্সট্রিম Hero Xtreme 160R:
Hero-র নতুন এক্সট্রিমে কোন কোন নতুন আপডেট সংযুক্ত হতে চলেছে সেই তথ্য খুঁজতে বারবার নেট সার্চ করছেন সকলে। আপনাকে জানিয়ে দেব যে হিরো মোটোকর্প লঞ্চের আগেই কিন্তু Xtreme 160R-এর আরও একটি টিজার প্রকাশ করেছে।
জানা যাচ্ছে আগামী বুধবার পথ চলা শুরু করবে এই মডেল মানে ১৪ জুন লঞ্চ করছে বাইকটি। আর টিজার দেখেই চমকে উঠছে সকলে। এত চমক? কী স্পেশাল আকর্ষণ থাকছে সেটাই বলব এই প্রতিবেদনে।
আপনি কি জানেন যে ভিডিওতে বাইকটির ইউএসডি ফ্রন্ট ফর্ক দেখানো হয়েছে? মানে আপনার পছন্দের Hero Xtreme 160R সংস্থার প্রথম মডেল হতে চলেছে যা এই সাসপেনশন পাচ্ছে। পেছনের দিকে অবশ্য আগের মতোই একটি প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক রাখা হয়েছে।
এর মূল প্রতিদ্বন্দ্বী হল TVS Apache RTR 160। এর আগে হিরো তাদের Xpulse 200 ও Xpulse 200T-এর ভাল্ভ সেটআপ আপডেট করেছিল। টিজারে সম্পূর্ণ ভাবে নিশ্চিত করা হয়েছে যে, এর ইঞ্জিনে টু-ভাল্ভের পরিবর্তে ফোর-ভাল্ভ সেটআপ ব্যবহার করা হবে।
আরো পড়ুন – মোটোরোলা ফোন ব্যবহার করেছেন? এবার সস্তায় 50MP ডুয়েল ক্যামেরা, ভাবতে পারছেন?
টিজার দেখে যেটা বোঝা যাচ্ছে যে আউটপুটে তেমন কোনো হেরফের নেই। Hero Xtreme 160R-এ থাকছে একটি ১৬৩ সিসি, এয়ার-কুল্ড ইঞ্জিন। যা থেকে ৮,৫০০ RPM গতিতে ১৫ BHP শক্তি এবং ৬,৫০০ RPM গতিতে ১৪ NM টর্ক উৎপন্ন হবে বলে পরীক্ষা করা হয়েছে।
আরো পড়ুন – বিশ্বকাপ দেখতে আর পয়সা লাগবে না? কোন পদ্ধতিতে বিনামূল্যে খেলা দেখতে পারবেন আপনি?
হিরো-র এক্সট্রিমে আর কী কী থাকছে?
গাড়ির ব্রেক সিস্টেমকে মজবুত করার দিকে লক্ষ্য দেওয়া হয়েছে। Hero Xtreme 160R-এর দু’চাকায় থাকছে পেটাল টাইপ ডিস্ক ব্রেক এবং বর্তমান মডেলের মতো একটি সিঙ্গেল চ্যানেল এবিএস।মনে করা হচ্ছে যে লঞ্চের পর TVS Apache RTR 160 ছাড়াও Xtreme 160R-এর সাথে প্রতিযোগিতা হবে Bajaj Pulsar NS160 এর সঙ্গেও।
আরো পড়ুন – দিল্লির হেড কনস্টেবল কী ভাবে সাফল্য পেলেন? কী তার নাম, কীভাবে বদলালো জীবন?
Hero Xtreme 160R কত দাম হতে পারে?
যেকোনো নতুন জিনিস লঞ্চ হবে জানতে পারলেই আমাদের মাথায় ঘোরে বাজেটের কথা। আপনাকে এই নতুন দূচাকার দাম সম্পর্কে জানিয়ে দেব এবার। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে বাইকটির দাম ১.২৫ লক্ষ থেকে ১.৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। সবটাই অবশ্য এক্স শো রুম প্রাইস বলছি আমরা। তাহলে একবার চেষ্টা করে দেখতেই পারেন তাই না?