Hero Karizma new model: আপনার জীবনের হিরো ম্যাজিক দেখাতে পারুক বা না পারুক, জানেন কি বাজারে ফিরছে হিরো কারিশমা? আপনি ঠিক শুনেছেন হিরো কারিশমা বাইকের নতুন সংস্করণ আসতে চলেছে মার্কেটে।
নস্টালজিয়ায় থাকতে অনেকেই ভালোবাসেন। এবার অতীতের ফেরার সুযোগ। তাও আবার আপনার প্রিয় বাইকে চড়ে। টাইম ট্রাভেল করতে হবে কিনা ভাবছেন? চলুন ধোঁয়াশা কাটিয়ে এবার আসুন তথ্যের দিকে লক্ষ্য দেয়া যাক।
হিরো কারিশমা (Hero Karizma ZMR):
নস্টালজিয়া উস্কে লঞ্চ হওয়ার আগেই শুরু তুমুল চর্চা যে বাইককে ঘিরে তাকে নিয়ে অনেকের স্মৃতিতে অনেক ঘটনা লুকিয়ে আছে। একটু একটু করে বোঝার চেষ্টা করি যে কীভাবে অতীতের সঙ্গে বর্তমানে আপনার পরিচয় হতে চলেছে। একটা বাইক যে কত ইতিহাসের সাক্ষ্য হতে পারে বোধ হয় আজকের প্রতিবেদনের বিষয়বস্তুতে পরিষ্কার।
বিশ্বাস করুন আপনি ঠিক শুনেছেন হিরো কারিশমা বাইকের নতুন সংস্করণ আসতে চলেছে মার্কেটে। যদিও অফিশিয়াল লঞ্চ হয়নি কিন্তু তার আগেই ডিলারের কাছে এসে গেল নতুন মডেল। চলুন বিস্তারিত জানা যাক!
জল্পনা আগে থেকেই ছিল এবার সেটা সত্যি হওয়ার পালা। বাইক প্রেমি মানুষের জন্য খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Hero Karizma ZMR। পুরনো ম্যাজিক আছে তবে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে এটি বাইকের নতুন সংস্করণ। আজ থেকে তিন বছর আগে এই বাইককে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পুরোপুরি ডিলিট করে দেয় হিরো মটোকর্প।
আরো পড়ুন – The Kerala Story: কী প্রমাণ করল ‘দ্য কেরালা স্টোরি’? চর্চিত সিনেমা মানেই কি সবথেকে বড় হিট?
এবার খবর এই বাইককে রি-লঞ্চ করতে চলেছে সংস্থা। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে বাইকটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে হিরো মটোকর্প। এত নিশ্চিত ভাবে বলতে পারার কারণ হলো ইতিমধ্যে এই বাইকের একটি প্রোডাকশন রেডি মডেল বেশ কিছু ডিলারের কাছে এসে পৌঁছেছে।
আরো পড়ুন – হন্ডা সাইন বাইকের দাম কমেছে? যারা হন্ডার বাইক পছন্দ করেন তাদের জন্য বিরাট সুখবর!
আর সেই ছবি।দ্রুত ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। একেই বলে বাইকের নবজন্ম , উচ্ছ্বসিত বাইক-লাভার । একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক। কী কী নতুন বৈশিষ্ট্য দেখা যাবে?
হিরো কারিশমার নতুন বৈশিষ্ট্য:
কোম্পানির তরফে বলা হচ্ছে বাজারে এই মুহূর্তে এই সংস্থার যতগুলি বাইক রয়েছে তার থেকে একদমই আলাদা ডিজাইন হতে চলেছে এই হিরো কারিশমার, যা আপনাকে পাগল করে দেবে। ছবি দেখে বুঝতে পারছেন এই বাইকে পাওয়া যাবে স্প্লিট সিট সঙ্গে আবার থাকবে স্পোর্টি স্টাইলিং।
আরো পড়ুন – Nokia 4G: মাত্র ১২৯৯ টাকায় নোকিয়ার নতুন 4G ফোন? সাথে পেয়ে যাবেন ইন-বিল্ট UPI ফাংশন
মনে করা হচ্ছে এই বাইকে নতুন এক্সহস্ট এবং লিকুইড কুল্ড ইঞ্জিন দেখা যেতে পারে। বড় চমক হতে পারে দু চাকাতেই অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকছে। এছাড়া LED হেডলাইট, টেললাইট এবং ইন্ডিকেটর তো আছেই। ১২ইঞ্চি স্পোক অ্যালয়ের সঙ্গে নতুন সাসপেনশন মিলবে এই বাইকে।
এর আগে হিরো কারিশমা বাইক মানেই ছিল ২২৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড প্রযুক্তির ইঞ্জিন। এতে আপনি সর্বোচ্চ ১৯.২ ব্রেক হর্সপাওয়ার এবং ১৯.৩৫ এনএম টর্ক তৈরি হত। তবে এই বাইকে কোনো এবিএস বা ব্লুটুথ কানেক্টিভিটি ছিলনা কিন্তু নতুন ভার্সনে এই সবকিছুই থাকবে।
আরো পড়ুন – Amazon Jungle: অ্যামাজন জঙ্গলে ১৩০০ প্রজাতির পাখি, ৩০০০ প্রজাতির মাছ রয়েছে জানেন?
নতুন Hero Karizma ZMR এই বছরে পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বাজারে লঞ্চ হতে পারে। সম্ভাব্য এক্স-শোরুম দাম হতে চলেছে 1.75 লাখ টাকা।
পূজোতে একটা ভালো উপহার নিজে যদি নিজেকে দিতে চান এখন থেকে টাকা জমান। বিস্তারিত নিয়ম আর খুঁটিনাটি বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেবেন।