Breaking Bharat: Hero HF Deluxe ক্যানভাস ব্ল্যাক এডিশন মোটরসাইকেল এবার প্রকাশ্যে! কী চমক যুক্ত হল? দাম মাত্র 60,760 টাকা, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
মোটরসাইকেল এখনকার দিনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সুলভ মূল্যে পকেট ফ্রেন্ডলি বাজেটে ভাল মোটরসাইকেল কোথায়? আসলে মানুষ সস্তায় পুষ্টিকর জিনিস খোঁজে। যেখানে পেট্রোল-ডিজেলের জন্য এত টাকা খরচ করতে হয় সেখানে মোটরসাইকেল যদি একটু কম দামে পাওয়া যায় তাহলে এর থেকে ভালো কিছু হতেই পারেনা।
এইসব চিন্তাভাবনা করে এবার ভারতের অন্যতম সস্তা মোটরসাইকেল লঞ্চ হল। দাম মাত্র ষাট হাজার সাতশো ষাট টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। দামের ক্ষেত্রে যেমন ছাড় মিলেছে তেমনি রয়েছে অবিশ্বাস্য চমক। আপনার জন্য ভারতের অন্যতম সস্তা কমিউটার মোটরসাইকেল HF Deluxe এর স্পেশাল এডিশন মডেলের আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা করল হিরো মোটোকর্প ।
Hero HF Deluxe ক্যানভাস ব্ল্যাক এডিশন মোটরসাইকেল:
নয়া মডেলটির নাম রাখা হয়েছে ক্যানভাস ব্ল্যাক এডিশন। দারুন কিছু ফিচারস আর ডিজাইন পাবেন। চারটি অসাধারণ কালার কম্বিনেশন রয়েছে, ক্যান্ডি ব্লেজিং রেড, নেক্সাস ব্লু, ব্ল্যাক সহ হেভি গ্রে এবং স্পোর্টস রেড সহ ব্ল্যাক। দামের ক্ষেত্রে দুটো ভাগ আছে। কিক স্টার্ট চাইলে দাম ৬০,৭৬০ টাকা থেকে শুরু সেলফ স্টার্ট। ৬৬,৪০৮ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।
হিরো বাইকের ক্ষেত্রে স্টাইল আর কমফোর্ট একটা বড় ব্যাপার। কোম্পানি এবারেও সেই দিকে নজর দিয়েছে। যারা কালো রং খুব পছন্দ করেন তাদের পছন্দকে গুরুত্ব দিয়ে কোম্পানি Hero AHF ডিলাক্স ক্যানভাস ব্ল্যাক এডিশন ব্ল্যাক্ড-আউট ইঞ্জিন, অ্যালয় হুইল, মাফলার, ফ্রন্ট ফর্ক এবং গ্র্যাব রেল সহ অল-ব্ল্যাক থিম নিয়ে হাজির হয়েছে।
আরো পড়ুন – অনেকটাই দাম কমল Redmi কোম্পানির বিভিন্ন ফোনের? জেনে নিন আকর্ষণীয় অফার
বাইকটির সাইড প্যানেলে মডেলের নামের ত্রিমাত্রিক প্রতীক আছে আর টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আপনি যদি চান তাহলে প্রয়োজন মত ইউএসবি চার্জার বেছে নিতে পারবেন। এবার নজর দেয়া যাক হার্ডওয়ারের দিকে। এখানে Hero HF Deluxe Canvas Black Edition-এ হার্ডওয়্যার হিসেবে দেওয়া হয়েছে ৯.৬ লিটার ফুয়েল ট্যাঙ্ক, কার্ব ওয়েট ১১২ কেজি।
আরো পড়ুন – Nokia phone problem: আপডেট করতে গিয়ে নোকিয়া ফোনে সমস্যা? কী করবেন?
এটি কিন্তু স্পেশাল এডিশন আর এতে এইচএফ ডিলাক্স-এ দেওয়া হয়েছে একটি ৯৭.২ সিসি, এয়ার-কুল্ড, ৪-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার, PFI ইঞ্জিন। নতুন মডেলের ‘XSens’ প্রযুক্তি যুক্ত এই পাওয়ারট্রেন থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৭.৯ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ক্রোম লেগ গার্ড এবং টো গার্ড পাবেন।মাটি থেকে সিটের উচ্চতা ৭৩৩ মিমি।
দামের ব্যাপারে একটা হালকা ঝলক আমরা প্রথমেই দিয়েছিলাম। মনে রাখতে হবে যে মূলত Hero HF Deluxe চারটি ভ্যারিয়েন্টে বাজারে বিক্রি হয়। ড্রাম কিক কাস্ট, ড্রাম সেল্ফ কাস্ট, i3S ড্রাম সেল্ফ কাস্ট এবং গোল্ড ব্ল্যাক।
আরো পড়ুন – Kawasaki কোম্পানির বাইক পছন্দ করেন? এসে গেল 300cc-র সবচেয়ে শক্তিশালী স্পোর্টস বাইক!
যেভাবে আমরা পরপর করে নাম দিয়েছি সেভাবে এর দাম হল যথাক্রমে ৬০ হাজার ৭৬০ টাকা, ৬৬ হাজার ৪০৮ টাকা, ৬৭ হাজার ৯০৮ টাকা ও ৬৭ হাজার২০৮ টাকা। সব ক্ষেত্রেই আমরা এক্স-শোরুম প্রাইস জানালাম আপনাকে। এবার তাহলে নিজের পছন্দমত অপশন খুঁজে নিন।