Breaking Bharat: প্রতি মুহূর্তে আমাদের চারপাশে বাড়ছে রোগীর সংখ্যা। খুব স্বাভাবিক কারণ, চারপাশের বাড়তে থাকা রোগ-জীবাণু ভাইরাস আর ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত। তাই জীবন যাপন সাধারণ না করতে পারলে শরীর বেজায় সমস্যায় ভোগে। আজকালকার খাবার-দাবারের যে রুটিন তার জেরে হজমের গোলমাল হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এর থেকে কত ভয়ংকর বা কষ্টদায়ক রোগ সৃষ্টি হতে পারে তা আপনি ধারণাও করতে পারবেন না। যন্ত্রণাদায়ক তেমনই একটা রোগ অর্শ। ইংরেজিতে একেই বলে পাইলস। দিনের-পর-দিন পরিষ্কার মল নির্গমন না হওয়ার জেরে এই সমস্যা হতে পারে। এখন প্রশ্ন কিভাবে? উত্তর দেব এখনই।
অর্শ্ব রোগ ও কোষ্ঠকাঠিন্য-এর মধ্যে সম্পর্ক আছে কি?
কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যায় পড়েননি এমন বাঙালি তথা মানুষ খুঁজে পাওয়া বিরল। তবে শুধু কোষ্ঠকাঠিন্য নয় বরং দীর্ঘ মেয়াদী ডায়রিয়া, আমাশয় বা পেটে ব্যথার (Dysentery or abdominal pain) মত রোগ থাকলে অর্শ বা পাইলসের মতো সমস্যা হতে পারে। এর জন্য আপনাকে অর্শ রোগটার বিষয়ে বিস্তারিত জানতে হবে। দেখুন ক্রমাগত মলদ্বারে চাপ পড়ার কারণে সেখানকার শিরা উপশিরা ফুলে ওঠে । এরপর মলত্যাগ করার সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা (Problems with constipation) থাকলে শক্ত মল নির্গত হয়, যাতে মলদ্বার ফেটে যায় ।
অনেক সময় আবার রক্ত বেরোয়। পাইলসের সমস্যা কোন একটি মাত্র কারণে তৈরি হয় না। পাইলস হলো মলদ্বারের ভেরিকোজ ভেইন অর্থাৎ রেক্টামের নিচের অংশে এবং মলদ্বারে ফুলে যাওয়া এবং ফাঁপা শিরা। এই রোগ হলে মলদ্বারে আঙ্গুর ফলের মতো বলি বের হতে পারে, সাথে রক্তপাত, মলদ্বার ভেজা, চুলকানি এবং জ্বালাযন্ত্রণা থাকতে পারে (external hemorrhoids treatment)।
আরো পড়ুন- হঠাৎ মাংস পেশি বা শিরায় টান ধরল, বা রগে টান লাগলে কী করা উচিত?
মূলত পেটের সমস্যা (Stomach problems) যাদের থাকে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অর্শের কারণ হিসেবে ডাক্তাররা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, আইবিএস, ঘন ঘন ডায়রিয়া ইত্যাদিকে দায়ী করেন। এই রোগটি বংশগত বটে। পরিবারের কারোর থাকলে পরবর্তী প্রজন্মে তা সঞ্চারিত হবার সম্ভাবনা দেখা যায়। মূলত জল কম খাওয়ার কারণে এই সমস্যাটা বাড়ে। পেট পরিষ্কার রাখা দরকার। অতিরিক্ত ঝাল ঝোল না খেয়ে, সুষম আহার বাঞ্ছনীয়। প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার ।
আরো পড়ুন- মোবাইল ফোনে ইমার্জেন্সি মোড-এর কাজ কী? কীভাবে কাজ করে এই ইমারজেন্সি মোড?
আরো পড়ুন- Blood donation rules: রক্ত দান জীবন দান, মহৎ কাজ করার পর কী করবেন, জানেন?
এই রোগে আক্রান্ত রোগীদের প্রধান পরামর্শ কোনভাবেই বেশি রাত করে ঘুমাবেন না আর কোষ্ঠকাঠিন্য বা পেটের গোলমাল (Constipation or stomach upset) যাতে না হয় সেই দিকে নজর রাখুন। হুট করে অপারেশন করাতে হবে এই ভাবনাকে মনে জায়গা দেবেন না। অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা (Homeopathy treatment) করে অর্শ থেকে সম্পূর্ণ নিস্তার পাওয়া সম্ভব হয়। যদিও আমরা আপনাকে কোন পরামর্শ দিচ্ছি না বিষয়টি জানাবার চেষ্টা করলাম মাত্র । ডাক্তারের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নিন। এর ওর কথায় কান দিয়ে কোন ভুল কাজ করবেন না।