Breaking Bharat: মানুষ মারা গেলে চোখের জল (tears in bottles) ফেলতে দেখা যায়, কিন্তু সেই জলকে কি বোতলে রাখা যায়? পৃথিবী সৃষ্টি হয়েছে কয়েক কোটি বছর আগে। যুগ যুগ ধরে একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছে সভ্যতা আর প্রজন্মের পর প্রজন্ম।
বিবর্তনের ধারা মেনে পুরনো গেছে হারিয়ে নতুন সেই জায়গা নিয়ে নিয়েছে। প্রাচীনকালের বেশ কিছু রীতি আজ আমাদের মনে প্রশ্ন জাগায়। কিছু রীতি নিয়ে সন্দেহ প্রকাশ করি আমরা। আজ সেই নিয়ে অল্প কিছু কথা বলব আপনাদের।
কবি বলেছেন “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে”? মৃত্যু যে জীবনের সবথেকে বড় সত্যি একথা প্রত্যেকেই মানেন। মানুষ মারা গেলে তার শোকে অনেকেই দুঃখ প্রকাশ করেন নানাভাবে। প্রিয় ব্যক্তি জীবন পরিবার থেকে চিরকালের মতো চলে গেলে চোখের জলে তার স্মৃতিচারণা হয়।
চোখের জল কে বোতলের মধ্যে ভরে রাখেন?
এই চোখের জল ফেলার জন্য ভাড়া করে বিশেষ দলকে নিয়ে আসার দ্বিতীয় কিন্তু এই ভারতেই রয়েছে। ঘটনাকে সিনেমাতে বাস্তবায়িত করে রুদালি নামের একটি ফিল্ম তৈরি হয়েছে। কিন্তু আপনি কি জানেন এই চোখের জল কে কেউ কেউ আবার বোতলের মধ্যে ভরে রাখেন?
আরো পড়ুন – Kottankulangara : শাড়ি কি শুধুই মহিলাদের পোশাক? ভারতের কোন স্থানে পুরুষ শাড়ি পরে, জানেন কি?
শুধু তাই নয় কোন বোতলে কতটা জল আছে তার ওপর নাকি সেই মানুষের গুরুত্ব বোঝা যায়। ব্যাপারটা খুবই সাধারণ অর্থাৎ যদি মানুষকে খুব প্রিয় বা গুরুত্ববান হয়ে থাকেন, তাহলে তিনি মারা যাওয়ার পর বেশি মানুষ চোখের জল ফেলবেন । ফলে চোখের জলের বোতলে জলের পরিমাণটা বাড়বে (amount of water in the eye drops will increase)।
সৈনদের স্ত্রীরা চোখের জল বোতলে ভরে রাখতেন?
২০২২ সালে দাঁড়িয়ে ভাবছেন তো এটা কোন সময়ের কথা বলছি? সময়টা ভিক্টোরিয়ান’ যুগ। মানে বলতে পারেন প্রায় তিন হাজার বছর পুরনো রীতির কথা বলছি আপনাকে। একে ইংরেজিতে বলা হত টিয়ার ক্যাচার । রোম শহরেও এই রীতি প্রচলিত ছিল।
আরো পড়ুন – whale vomit : মাছের থেকেও মাছের বমির দাম অনেক বেশি! জানেন কোন মাছের বমি?
আসলে মৃত ব্যাক্তির জন্য শোক পালন করার সময় এক ধরনের সূক্ষ্ম কাঁচের বোতল ব্যবহার করতো। যখন শোক প্রকাশ করা হতো, সেই সময় মৃত ব্যক্তির জন্য যতটুকু চোখের জল পড়তো সেটাকে সেই কাঁচের বোতলে সংরক্ষণ করার নিয়ম ছিল। আমেরিকার গৃহযুদ্ধের সময় নাকি সৈনদের স্ত্রীরা চোখের জল বোতলে ভরে রাখতেন (He used to keep tears in bottles)।
আরো পড়ুন – Poisoned girls : এই ধরনের মহিলাকে চুম্বন করলে পুরুষের মৃত্যু অবধারিত? কিন্তু কারা এরা?
যতক্ষণ না পর্যন্ত স্বামী ঘরে ফিরে আসেন। এ কথা একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিজ্ঞান সবটাই যুক্তি দিয়ে বোঝে। এসব প্রাচীন বোতলে আদর জল থাকত না সুগন্ধি তা নিয়ে বারবার বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন।
আরো পড়ুন – clean teeth : টয়লেটের সঙ্গে টুথপেস্ট এর সম্পর্ক! দাঁতের যত্ন নিতে প্রস্রাব দিয়ে দাঁত পরিষ্কার?
অনেক ক্ষেত্রে সেই সব বোতলের সুবাস পরীক্ষা করে দেখা গেছে তার থেকে সুগন্ধ মিলেছে। কিছু কিছু বিজ্ঞানী আবার এর বিরোধিতা করে যুক্তি দিয়ে বলেছেন চোখের জলের উপস্থিতির কথা। সবমিলিয়ে যে একটা জল্পনা এবং বিশ্বাস আর যুক্তির সংঘাত রয়েছে, সে আর নতুন কথা নয়।
তবে যে কারণের জন্যই হোক না কেন সেই যুগে বোতলগুলোর একটা আলাদা ভূমিকা ছিল বটে।