Breaking Bharat: ১২ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হয়েছিলেন, কিন্তু এখন পস্তাচ্ছেন কেন? জানেন সেই ব্যক্তিই নাকি কুকুরের মতো বাঁচতে চান না! এত কাণ্ডর পর তারই ভাবনায় রীতিমতো অবাক সবাই।
সমাজ মাধ্যমের নানা বিচিত্র ঘটনা নিমেষে ভাইরাল হয়ে যায়। এ ঘটনাও তার ব্যতিক্রম নয়। কুকুরের প্রতি ভালোবাসা থেকে কুকুর হওয়ার শখ পূরণ করতে লক্ষ টাকা খরচ করেছিলেন এক ব্যক্তি। কিন্তু এবার তিনি পস্তাচ্ছেন। কেন বলতে পারেন? জীবনে এমন কোন পরিবর্তন এলো যার জন্য ভাবনা চিন্তা পাল্টে গেল?
সেই ব্যক্তিই নাকি কুকুরের মতো বাঁচতে চান না!
গত বছর অর্থাৎ ২০২২ সালে মে মাসে কুকুর হওয়ার শখ পূরণ করেছিলেন জাপানের এক ব্যক্তি। এর জন্য ১২ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি এবং বানিয়েছেন এক্কেবারে কুকুরের চেহারার মতোই পোশাক। এবং দেখা গেল সেই পোশাক পরে সত্যি সারমেয় বলেই মনে হল তাকে। এখানেই শেষ নয় তিনি রপ্ত করেছেন চতুষ্পদদের মতো আদবকায়দাও।
রীতিমতো অবাক করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াকে। কিন্তু রাতারাতি ভাইরাল হয়েই সমস্যায় পড়েছেন। জানেন সেই ব্যক্তিই নাকি কুকুরের মতো বাঁচতে চান না! এত কাণ্ডর পর তারই ভাবনায় রীতিমতো অবাক সবাই।
কুকুর হতে চান না বলে কেন দাবি করছেন তিনি?
কুকুরকে ভালবাসতেন সেই কারণে নিজের কুকুরের রূপ তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন টোকো। জাপানের এই ব্যক্তি মানুষ হয়ে জন্মেছিলেন বটে কিন্তু তিনি বরাবরই কুকুরের মতো জীবন চেয়েছিলেন। ব্যাপারটা একটু অদ্ভুত বটে কিন্তু আমরা প্রত্যেকে ভাবনা চিন্তাকেই সম্মান করি। যদিও তার এই চিন্তার কথা এক বছর আগে যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় আসে তখন রীতিমতো সমালোচিত হতে হয়েছিল তাকে।
তিনি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাননি বারো লক্ষ টাকা খরচ করে এমন এক পোশাক তৈরি করেছিলেন যেটা গায়ে একবার জড়িয়ে নিলে পুরোপুরি কুকুরের মতোই মনে হবে। সে না হয় হল কিন্তু এতকিছুর পর হঠাৎ কুকুর হতে চান না বলে কেন দাবি করছেন তিনি? ওই ব্যক্তি বলছেন তাকে নিয়ে চারিদিকে যা রটনা তার ১০০ শতাংশই ভুল। তিনি কুকুরের মত বাঁচতে চান এই ধারনা মিথ্যা।
আরো পড়ুন – কেন আতঙ্কের নাম র্যাগিং? ব়্যাগিংয়ের নামে আর কত নিচে নামবে রাজ্য কথা দেশ?
প্রযুক্তি নিয়ে যাদের প্রতিমুহূর্তের কাজ কারবার এবং যারা সমাজ মাধ্যমে সক্রিয় থাকেন তারা সকলেই জানেন যে জাপানের ওই ব্যক্তি কুকুর হওয়ার জন্য নামী পোশাক নির্মাণ কোম্পানি জিপেটের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। তবে সবসময় তিনি এই পোশাক পরেন না। টোকো জানাচ্ছেন, ওই বিশেষ পোশাক তিনি সপ্তাহে একবার বাড়িতে পরেন।
আরো পড়ুন – আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার সুযোগ এবার আইআইটি খড়্গপুরে?
তিনি বলছেন তার ইচ্ছে হয়েছিল পশুদের জীবন কেমন সেটা দেখার এবং সেই রূপে নিজেকে দেখার। কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় তিনি ওই পোষাক পরে বেরিয়েছিলেন যেটা বেশ ভাইরাল হয়েছে। কখনো আবার কুকুরের খাবার খেতেও দেখা গেছে তাকে। তবে সবটাই কিন্তু ইচ্ছে বা শখ পূরণের খামখেয়ালিপনা। এর মানে এমনটা কখনোই নয় যে তিনি কুকুর হয়ে বাঁচতে চেয়েছেন।
আরো পড়ুন – ১০ ডাউনিং স্ট্রিটের আসন টলে না ল্যারির? প্রধানমন্ত্রী বদলালেও ল্যারি-রাজ কীভাবে অটুট?
আমরা নই টোকো নিজেই এ কথা সকলকে জানাচ্ছেন। তবে তার চিন্তাভাবনা এবং অদ্ভুত কাজকর্মের জন্য অনেকে যেভাবে সমালোচনা করেছেন এবং তার সম্পর্কে এমন ভাবনা ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা আসলে সত্যি নয়। এই কথাই এবার প্রকাশ করেছেন জাপানের ওই ব্যক্তি। একজন মানুষের একেকটা ইচ্ছে বা স্বপ্ন থাকতেই পারে কিন্তু তাই বলে সেই মানুষের অস্তিত্ব নিয়ে অযথা মশকরা হবে এটা তিনি ভালো চোখে দেখছেন না।