Breaking Bharat: তীব্র গরমে পুড়ছে বাংলা। গরমের হাঁসফাঁস থেকে রেহাল মিলতে হাতপাখার জুড়ি মেলা ভার। এই গরমেও ব্যস্ততা তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার দেউলা গ্রামের সেখপাড়ায়। রাতদিন এককরে তালপাতা দিয়ে হাতপাখা তৈরি করছেন এই এলাকার মানুষ (Hand fan made with palm leaves)। গরমে বেড়েছে হাতপাখার চাহিদা তাই হাতপাখার জোগান দিতে ব্যস্ত সেখ পাড়ার বাসিন্দারা। বংশ পরম্পরায় তালপাতার পাখা তৈরিকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন এলাকার মানুষ।
প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে তালপাতার হাতপাখার ব্যবহার
তবে প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে তালপাতার হাতপাখার ব্যবহার (Use of palm leaf fan) ফলে আগের মত বিক্রি নেই এই হাতপাখার। অন্যদিকে বাজারে এসেছে কমদামের প্লাস্টিকের হাতপাখা যার ফলে বিক্রি কমেছে তালপাতার হাতপাখার। তাই অনেকে নিজেদের তালপাতার হাতপাখা তৈরীর কাজ বন্ধ করে যুক্ত হয়েছে অন্য পেশায়।
সেখ পাড়ার বাসিন্দা হাফিজুল সেখ সেই ছোট থেকেই তালপাতার পাখা তৈরি করে আসছেন। এক সময় বাপঠাকুরদার হাত ধরে তিনিও পাখা তৈরি শুরু করেছিলেন। এখন তাঁর হাত ধরে এই কাজে এসেছেন তাঁর স্ত্রী ও ছেলে মেয়েরাও। আগে ডাগ সহ কাঁচা তালপাতা কেটে প্রথমে শুখনো করা হয়।
আরো পড়ুন – বাসে বা ট্রেনে ভ্রমণ করেও ক্লান্ত হয়ে পড়ছেন তাড়াতাড়ি? অবহেলা করবেন না!
তারপর সুঁতো ও কাঠি দিয়ে পাখার গড়ন তৈরি করা হয়। পাড়ে লাগানো হয় শুখনো পাতার বুনন। এরপর নানান রকম রঙ লাগিয়ে দিলেই ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে সেই পাখা। আগে দেউলার শেখপাড়া থেকেই পাকা পৌঁছে যেত নেতড়া, বাসুলডাঙা, মগরাহাট ও ডায়মন্ড হারবারের হাট ও বাজারে।
আরো পড়ুন – কেনাকাটা বা শপিং এর কিছু কৌশল জেনে নিন, নয়তো ঠকে যেতেন পারেন!
সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা কমতে শুরু করেছে হাতপাখা তৈরি
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা কমতে শুরু করেছে হাতপাখা তৈরি করেও লাভের মুখ দেখছেন না কারিগরররা। প্রযুক্তির কল্যাণে এসি, কুলার, ফ্যান ব্যবহারের ফলে বাঙালির চিরাচরিত তালপাতার তৈরি হাতপাখার বিক্রি কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা। তা ছাড়া প্লাস্টিকের পাখা বাজার ছেয়ে যাওয়ায় তালপাতার পাখার চাহিদাতেও ভাটা পোড়েছে। খোলা বাজারে হাতে তৈরি পাখার আনুমানিক মূল্য পঁচিশ থেকে ত্রিশ টাকা।
আরো পড়ুন – Love Relation: প্রেম করছেন? রাতের ঘুম উড়েছে, খিদে কমেছে কি?
- গরমের হাঁসফাঁস থেকে রেহাল মিলতে হাতপাখার জুড়ি মেলা ভার।
- তালপাতার পাখা তৈরিকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন এলাকার মানুষ।
- অনেকে তালপাতার হাতপাখা তৈরীর কাজ বন্ধ করে যুক্ত হয়েছে অন্য পেশায়
কিন্তু সেই জায়গায় প্লাস্টিকের পাখা পাঁচ থেকে দশ টাকা দাম। ফলে মানুষও প্লাস্টিকের পাখার দিকেই ঝুঁকছেন। আগের থেকে চাহিদা কমায় অর্ডার থাকলে তবেই পাখা বানাচ্ছেন উস্থির শেখপাড়ার বাসিন্দা। তবে দিনদিন এই কুটিরশিল্প মুখ থুবড়ে পড়ায় অনেকেই পাখা তৈরির কাজ ছেড়ে অন্য কাজ শুরু করেছেন।