Breaking Bharat: বিয়ের মণ্ডপে বরের জুতো চুরি! কী কেলেঙ্কারি তাই না? তাহলে এটা নিয়ে এত উন্মাদনা কেন?
বিয়ে মানে সকলে মিলে মিশে আনন্দ করে একটা অনুষ্ঠানে সামিল হওয়া। একাধিক নিয়ম মেনে তবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। কিছু নিয়ম ধর্মীয়ভাবে চলে আসছে বহু যুগ ধরে। শাস্ত্রীয় ব্যাখ্যা আছে বটে কিন্তু অনেক রীতির ক্ষেত্রেই আনন্দকেই প্রায়োরিটি দেওয়া হয়। সেরকমই একটি রীতি বা উৎসব বলতে পারেন ‘বরের জুতো চুরি করা‘।
এমনিতেই প্রত্যেক বছর যখনই বিয়ের সিজন আসে তখন আশেপাশে প্রচুর বিয়ে বাড়ি আমাদের চোখে পড়ে। নিজের আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবদের মধ্যেও প্রচুর বিয়ে হয়। এইসব বিয়েতে একদিকে যেমন দুটি মানুষ একে অন্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে আগামী জীবনটা ভালোবেসে ভালো থাকার শপথ নেয় (Groom’s shoes stolen at wedding hall story)।
ঠিক তেমনি দুটি পরিবার নতুন আত্মীয়তা পাতায়, একে অন্যকে জানতে আর চিনতে শুরু করে। এর সঙ্গে যুক্ত হয়ে যায় বন্ধু-বান্ধব ভাই বোন এবং আত্মীয়দের খুনসুটি আর মেলামেশার আনন্দ। বিয়ে বাড়ির মানেই যে জমজমাটি ব্যাপার সেটা কিন্তু আত্মীয়দের কে নিয়েই হয়, একা এই ধরণের সেলিব্রেশন কখনোই সম্ভব নয়।
সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে বিয়ে হওয়া পর্যন্ত মোটামুটি ভাবে সব বিয়েতে বেসিক কিছু নিয়ম একই রকম থাকে। এবার অঞ্চল ভেদে বা রাজ্য আলাদা হলে একই রকমের নিয়ম দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে বাড়ির নিজস্ব কিছু নিয়ম থাকে অর্থাৎ এক একটা বাড়ির বিশেষ বৈশিষ্ট্য এটা।
যেমন দূর্গা পূজাতে আমরা দেখে থাকি এক একটা বনেদি বাড়ির এক এক রকমের স্পেশালিটি, বিয়েতেও তেমনটা লক্ষ্য করা যায়। তাহলে বিয়ের নিয়মকে যদি তার মতো করে করতে দেওয়া হয় তাহলে বাকি থাকে আনন্দের মুহূর্ত তৈরি করার প্ল্যানিং। আর এখানেই মিলেমিশে একাকার হয়ে যায় বন্ধু-বান্ধব ভাই-বোন প্রত্যেকে। কোনও বাঁধা যেন এই আনন্দের মাঝে আসতে পারে না।
আগে বাঙালি বিয়েতে সংগীত বা মেহেন্দির মতো অনুষ্ঠান দেখা যেত না কিন্তু এখন অবাঙালিদের কাছ থেকে আনন্দের এই রীতি আমরাও নিয়ে পালন করছি ধুমধাম করে। বরের জুতো চুরির রীতি যে ঠিক কাদের থেকে শুরু হয়েছিল সেটা এভাবে বলা মুশকিল।
দেখুন গায়ে হলুদ, মেহেন্দি, শুভ দৃষ্টি , বিয়ে, বৌভাত একটা বিয়েকে কেন্দ্র করে কত রকমের আয়োজন । কিন্তু দেখবেন এই যে বরের জুতো চুরি করার ব্যাপারটা উপমহাদেশের প্রায় সব বিয়ে বাড়িতেই আছে এই মিষ্টি অনুষ্ঠান। কনের বাড়ির লোকেরা বরের জুতো চুরি করে লুকিয়ে রাখে। বিয়ে হয়ে গেলে বর তো জুতো ছাড়া চলতে পারবে না। তাই বরের বাড়ির লোকেরা জুতো আগলে রাখে।
আরো পড়ুন – Bsnl Data Recharge Plan: একেবারে Jio-Airtel কে উড়িয়ে দিয়ে BSNL নিয়ে আসলো দুর্দান্ত ডেটা প্যাক
এর থেকে অবশ্য প্রেমের গল্পও তৈরি হয় বটে। ” হাম আপকে হ্যায় কৌন ” সিনেমাটি ভারতবর্ষ কে এই বিষয়ে বিস্তারিত দেখিয়েছে তাইনা? আসলে টাকা হাসিল করাটাই লক্ষ্য, কিন্তু জুড়ে যায় দারুন উন্মাদনা। কখনোও তো প্রেস্টিজ ফাইট। তবে যাই বলুন সব মিলিয়ে জমজমাট বিয়েবাড়ির অনুষ্ঠান।
আরো পড়ুন – ইলেকট্রিক স্কুটার বা বাইক কেনার আগে কোন কোন বিষয়ে মাথায় রাখা দরকার জানেন?
তবে সমস্যা হয় যখন জুতো ফেরত দেওয়ার জন্য এমন একটা টাকা দাবি করা হয় যা কিনা বরের আইডিয়াতেই থাকে না। বলিউডের বিয়েতেও ব্যতিক্রম নয়। রণবীর আলিয়ার বিয়েতে ১১ লক্ষ টাকা পর্যন্ত জুতোর দর উঠেছিল। যদিও সেটেলমেন্ট হয় ১ লাখে।
আরো পড়ুন – ভাইরাল উরফি জাভেদের জীবনযাত্রা নিয়ে কৌতুহল আছে? কত টাকা উপার্জন করেন মডেল?
তবে যাই বলুন আনন্দের কোন মূল্য হয় না তাই না? এইভাবেই বেঁচে থাক সংস্কৃতি, ঐতিহ্য আর ছোট ছোট ভালো থাকাগুলো। কেমন !