ONDC food orders: জলে দরে খাবার পেতে চান? ওএনডিসি ফুড অর্ডারে মিলছে দারুন ছাড়! জানেন কি ছোট্ট একটা কোড বসালেই কেল্লাফতে। Paytm থেকে নামমাত্র খরচে একেবারে জলের দরে অর্ডার করুন খাবার। একমাত্র সরকারি ডেলিভারি অ্যাপ ONDC-তেই মিলছে এই সুবিধা (Great discount on ONDC food orders)।
আজকাল বাড়িতে খাবার খেতে কেউ খুব একটা পছন্দ করেন না। সব সময় বাইরের খাবারের দিকে ঝোঁক বাড়ছে মানুষের। এমন নয় যে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করা হচ্ছে তার কারণ যেভাবে কাজের চাপ বাড়ছে তাতে অনেক ক্ষেত্রেই বাড়িতে রান্না করা বা একটা সঠিক হেলদি লাইফ স্টাইল মেইনটেইন করা এই প্রজন্মের পক্ষে সম্ভব নয়।
ডেলিভারি অ্যাপ ONDC-তেই এই সুবিধা মিলছে:
একটা ফ্ল্যাট যেখানে শুধু স্বামী-স্ত্রী দুজনেই যখন কাজে ব্যস্ত, রাতে বাড়ি ফিরে রান্না করতে কেউই ইন্টারেস্ট দেখাচ্ছে না। হলে খুব স্বাভাবিকভাবে এই বাইরে থেকে কেনা খাবারের জনপ্রিয়তা বাড়ছে। এর জন্য বিভিন্ন ধরনের অফার মিলছে যেখানে নির্ধারিত দামের থেকে সস্তায় খাবার পাওয়া যাবে।
করোনা ভাইরাস জীবনটাকে বদলে দেওয়ার পর থেকে অনলাইনের ওপর ভরসা অনেকটাই বেড়েছে। সুইগী হোক বা জোমাটো বাড়ছে জনপ্রিয়তা। ONDC এই প্লাটফর্মে এবার একটা নতুন কিন্তু সরকারি প্ল্যাটফর্ম হওয়ায় বেসরকারি সংস্থাকে টেক্কা দিতে এগিয়ে এসেছে।
জানেন কি ছোট্ট একটা কোড বসালেই কেল্লাফতে। Paytm থেকে নামমাত্র খরচে একেবারে জলের দরে অর্ডার করুন খাবার। একমাত্র সরকারি ডেলিভারি অ্যাপ ONDC-তেই মিলছে এই সুবিধা।
অনেক সস্তায় খাবার পাওয়া যাচ্ছে বলে বহু ইউজার মাধ্যমে রাতারাতি এই খবর ছড়িয়ে দিয়েছেন আর এর ফলে অর্ডারের সংখ্যাও মাত্রাতিরিক্ত বেড়ে গেছে এই সংস্থার।
ONDC কি? ওএনডিসি কিভাবে কাজ করে?
তবে এই সরকারি সংস্থার ব্যাপারে কয়েকটা কথা বলে দেওয়া দরকার এই যেমন, ওএনডিসির নির্দিষ্টি কোনো অ্যাপ নেই, আসলে এটি একটি ওপেন নেটওয়ার্ক।
আরো পড়ুন – গুগল পিক্সেল 7a ফোনে এক চার্জেই ৭২ ঘন্টা নিশ্চিন্ত! গুগল ফোনের মূল বৈশিষ্ট্য কী কী?
যেখানে কোনো মিডলম্যান নেই সেই কারণেই খাবারের দাম এতটা কম। জানা যাচ্ছে ইতিমধ্যে ছোট বড় বহু রেস্তোরাঁ এই প্ল্যাটফর্মে রেজিস্টার হয়েছে। এবার আপনি নিজের পছন্দ মতো খাবার বেছে এক মিনিটে অর্ডার করতে পারবেন। ওএনডিসি থেকে অর্ডার করার মাঝখানে থাকবে না কোনো মধ্যস্থতাকারী।
কেউ যদি চায় এই দামে আরো ছাড় পেতে পারেন। এই সুযোগ করে দিয়েছে পেটিএম ও ওএনডিসি। এখানে গিয়ে সার্চ করে সরকারি প্ল্যাটফর্ম ওএনডিসি থেকে খাবার অর্ডার করতে হয়।
আরো পড়ুন – job permanent: নিজের চাকরিটা স্থায়ী করতে চাই! উপায় রয়েছে এই প্রতিবেদনে
এবার জানা যাক ONDC’র অর্ডার বৃত্তান্ত:
গ্রাহকদের সুবিধার কথা ভেবে এমন এক অফার আনা হয়েছে যাতে আপনি ১০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন অর্ডার করা খাবারে। এর জন্য আপনার মোবাইলের পেটিএমে গিয়ে সার্চ করুন ONDC। তারপর ফুড অপশনে ক্লিক করুন, এবার যেই রেস্তোরা থেকে খাবার অর্ডার করতে চান সেটি সিলেক্ট করুন।
আরো পড়ুন –স্প্যাম ফোন কলে জেরবার? WhatsApp এর স্প্যাম কল থেকে মুক্তি দেবে Truecaller
এতদূর পর্যন্ত নিয়মটা সিম্পল ছিল কিন্তু এবার আছে টুইস্ট। এখানে ONDC50 কুপন কোড অ্যাপ্লাই করতে হবে । অনেক ক্ষেত্রে এটা অটো এপ্লাই হয়ে যাচ্ছে। এখানে 50 শতাংশ ছাড় পেতে পারেন। এরপর লোকেশন নির্দিষ্ট করে দিয়ে পেমেন্ট করে দিতে পারেন।
ONDC.ORG ওয়েবসাইটে ভিজিট করে একবার গোটা বিষয়টা জেনে নিন কারণ এই অফার সীমিত সময়ের জন্য কিনা সেটা এখনো পরিষ্কার নয়।