Google pixel 7a review: গুগল পিক্সেল 7a ফোনে এক চার্জেই ৭২ ঘন্টা নিশ্চিন্ত! গুগল ফোনের মূল বৈশিষ্ট্য কী কী? বারবার ফোনে চার্জ দেওয়ার সময় নেই? বারবার ফোনে চার্জ দেওয়া একটা চিন্তার বিষয়।
সব সময় পাওয়ার ব্যাংক হাতে করে নিয়ে যাওয়া যায় না। আর যেখানে সেখানে ফোন চার্জ দেয়াও নিরাপদ নয়। অতএব ভালো ব্যাটারি যুক্ত স্মার্টফোন কেনার দিকে মানুষের আগ্রহ বাড়ছে। এই বাজারে আপনার জন্য ফাটাফাটি ফিচার নিয়ে হাজির গুগল পিক্সেল 7a, দাম মাত্র 39,999 টাকা (Google Pixel 7A)।
গুগল পিক্সেল ৭a (Google Pixel 7A):
অবিশ্বাস্য মনে হলেও এটাই আসল সত্যি। গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন স্মার্টফোন সকলকে উপহার দিল গুগল। এমন কিছু যে ঘটবে তার আন্দাজ আগে থেকেই মিলেছিল। এখন প্রশ্ন এই গুগল পিক্সেল 7a কি তাহলে পিক্সেল 7 সিরিজের হবহু কার্বন কপি? না সেটা অবশ্য বলা যাবে না তবে ডিজাইনের ক্ষেত্রে দুই ফোনের মধ্যে অনেক মিল রয়েছে।
আজকালকার দিনে স্মার্ট ফোন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারেন না। এটার মধ্যে অন্যায়ের কিছু নেই আসল ব্যাপারটা হল এই স্মার্টফোন আপনাকে কাজের জগতে অনেকটা বেশি সুযোগ-সুবিধে করে দেয়। এই প্রতিটা স্মার্টফোন কোম্পানি নিত্য নতুন ফিচার বাজারে নিয়ে এসে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। সে ক্ষেত্রে নানা রকমের ছাড়ের কথা ঘোষণা করে দাম অনেক কম রাখা হয়।
এই যেমন ধরুন গুগল পিক্সেল 7a সিরিজ ভারতে ফ্লিপকার্টে মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। যদিও এর দাম রাখা হয়েছে 43,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট অনেক কম দামে আপনাকে এই ফোন উপহার দেবে (google pixel 7a Flipkart)। এর অফিশিয়াল প্রাইজ 43,999 টাকা ।
গুগল পিক্সেল 7a ফোনের ফিচার:
এবার একটু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। এই স্মার্টফোনে 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ পাবেন আপনি। কালার অপশন তিনটে, চারকোল, সি এবং স্নো। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হল গুগল পিক্সেল 6a যে দামে লঞ্চ করা হয়েছিল সেই দামেই বাজারে আনা হল এই স্মার্টফোন।
আরো পড়ুন – job permanent: নিজের চাকরিটা স্থায়ী করতে চাই! উপায় রয়েছে এই প্রতিবেদনে
এবার ফ্লিপকার্ট আপনাকে কোন অফার দিচ্ছে সেটা জেনে নেওয়া যাক। আসল দামের থেকে প্রায় হাজার চারেক টাকা কম দিয়ে এই ফোন আপনি পেতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্ক অফারের মাধ্যমে 39,999 টাকা দামে এই স্মার্টফোন অর্ডার করতে পারবেন। এখানেই শেষ নয় রয়েছে এক্সচেঞ্জ অফার মানে ধরুন কেউ যদি চায় তবে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও বড় ছাড় পেতে পারেন।
গুগল ফোনের মূল বৈশিষ্ট্য কী কী?
আপনাকে জানাই এই ফোনে থাকছে 6.1 ইঞ্চি ডিসপ্লে সঙ্গে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। রিসাইকেল অ্যালমুনিয়াম, গ্লাস এবং প্লাস্টিক ব্যবহার করে এই ফোন বানানো হয়েছে। কর্নিং গোরিলা গ্লাস এই ফোনে যুক্ত করা হয়েছে।
আরো পড়ুন – টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হচ্ছে? প্ল্যানিং টা ঠিক করে নিন
এর অন্যতম আকর্ষণ ব্যাটারি সিস্টেমে কারণ সুপার চার্জড রাখার জন্য রয়েছে অ্যাডাপটিভ ব্যাটারি মোড। ব্যাটারি ক্যাপাসিটি 4835mAH সঙ্গে 20 ওয়াট ওয়্যারড এবং 18 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। তার মানে ফোন ফুল চার্জে 3 দিন পরিষেবা দেবে এই আবিষ্কার।
আরো পড়ুন – ডেবিট ক্রেডিট কার্ডের উপরে থাকা Visa, Mastercard এবং Rupay নামের অর্থ কি?
এতে Tensor G2 চিপসেট প্রসেসর রয়েছে। এবার একটু ক্যামেরার দিকে চোখ দেয়া যাক। এই ফোনে পাবেন 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। ওই একই রেঞ্জের সেল্ফি ক্যামেরা রয়েছে।
আরো পড়ুন – সারাক্ষন ইন্টারনেটে মগ্ন থাকে বাড়ির বাচ্চারা? কী করছে সে জানেন?
সংস্থার তরফে জানানো হয়েছে পিক্সেল 6a এর থেকে প্রায় 72 শতাংশ বড় সেন্সর এই ফোনের ক্যামেরায় রয়েছে যাতে রাতের বেলা ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলতে কোন সমস্যা হবে না। এছাড়া 8x সুপার রেস জুম এবং 4k রেজোলিউশনে ভিডিওর সুবিধাও পেয়ে যাবেন। তাই এই ফোন নিয়ে ভাবনা চিন্তা শুরু করা যেতেই পারে।