Breaking Bharat : বিনা খরচে যদি ২০ লক্ষ টাকার বিমা পাওয়া যায়, তাহলে তো কোনও কথাই নেই। অথচ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহককে এমনই সুযোগ দিচ্ছে। যদিও এটা যে নতুন কোনও স্কিম, তা কিন্তু নয়। বরং এসবিআই আগাগোড়াই গ্রাহকদের এই সুযোগ দিয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না।
দুর্ঘটনা বিমা হিসেবে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা দেবে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। আর তার জন্য বড়সড় কোনও শর্তও নেই। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভরসার পাশাপাশি বিমার ক্ষেত্রেও গ্রাহকরা দুর্দান্ত সুযোগ পান এই বাঙ্কে অ্যাকাউন্ট থাকলে (Golden opportunity on behalf of State Bank of India)।
বিনা খরচে ২০ লক্ষ টাকার বিমা পেতে কী করতে হবে গ্রাহককে?
যদিও শর্ত হিসেবে কয়েকটি বিষয়ের কথা বলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of india)। তার জন্য অবশ্য বিশেষ কাঠ খড় পোড়াতে হবে না গ্রাহককে। প্রথমত বলা যায়, এসবিআই-এর ডেবিট কার্ড থাকলেই এই সুযোগ পাবেন গ্রাহক। আর সেই কার্ড দিয়ে দুর্ঘটনার আগের তিনমাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে করতে হবে লেনদেন।
অনলাইনে কেনাকাটা করলেও চলবে। এটিএম থেকে টাকা তোলা বা অনলাইন শপিং যদি দুর্ঘটনার আগের ৯০ দিনের মধ্যে একবার হলেও করে থাকেন, তাহলেই ব্যাঙ্কের তরফে বিমার সুবিধা দেওয়া হবে।
স্টেট ব্যাঙ্ক তথা দেশের অন্যান্য ব্যাঙ্কে সুযোগসুবিধা ও লেনদেনের ভিত্তিতে ডেবিট কার্ড বিভিন্ন রকম হয়। এই নানা ধরনের কার্ডে থাক্র নানারকম সুযোগ সুবিধা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সিগনেচার মাস্টার বা ভিসা কার্ড (Master or Visa card) রয়েছে, যে কার্ড থাকলে গ্রাহকরা বিমাবাবদ সর্বোচ্চ অর্থ রাশি পেতে পারেন।
সূত্রের খবর, ওই কার্ডের ক্ষেত্রে বিমাবাবদ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা দেয় এসবিআই। সাধারণ দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ১০ লক্ষ টাকা। বিমান দুর্ঘটনার ক্ষেত্রে এই রাশি বেড়ে হয় ২০ লক্ষ টাকা। গ্রাহকের অবর্তমানে সেই টাকা যিনি নমিনি থাকবেন, তিনি পাবেন।
এককথায়, ডেবিট কার্ড ব্যবহারকারী প্রত্যেক এসবিআই গ্রাহকের জন্যই রয়েছে এই সুযোগ (opportunity is available for every SBI customer)। কার্ডের ভিত্তিতে বিমা বাবদ অর্থের হেরফের হয় বটে, তবে এর জন্য আলাদা কোনও টাকা নেয় না ব্যাঙ্ক। এদিক থেকে বিনা খরচে বিমা সুবিধাও বা কম কীসের!