Breaking Bharat: বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং! শব্দ দৈত্যের হাত থেকে রক্ষা করবে গাছ? সত্যিই কি গাছেই দূষণের প্রতিকার? কোন গাছ আটকাবে পরিবেশ দূষণ?
প্রতিমুহূর্তে বেড়ে চলেছে দূষণ যার নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজ্য তথা কেন্দ্রকে। এই অবস্থা শুধু একটা রাজ্য বা দেশের নয় এই অবস্থা গোটা বিশ্বের। বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং(Global warming), প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।
কিন্তু কোন গাছ আর কীভাবে?
বৃষ্টির সময় বৃষ্টির দেখা নেই, বাড়ছে গরম। ঠান্ডা হচ্ছে না প্রকৃতি, ঋতু বৈচিত্র কত দিন আর ঠিক থাকবে? মাথায় হাত পরিবেশ বিশেষজ্ঞদের। কী করে মিলবে এই দূষণ থেকে মুক্তি? তাহলে কি একমাত্র বাঁচাতে পারে গাছ? কিন্তু কোন গাছ আর কীভাবে?
শুধুমাত্র নিজেদের প্রয়োজনের জন্যই নয় শহরকে প্রকৃতিকে সুন্দর করতেও গাছের কোনও জবাব নেই। কিন্তু এই গাছ শব্দ দৈত্যের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে জানেন কি? তাহলে এই গাছের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপনাদের।
অনেকেই হয়তো দেবদারু গাছ (Cedar tree) দেখেন রাস্তার পাশে বা কারোর বাগানে। কিন্তু এই গাছের ক্ষমতা সম্পর্কে আপনি ধারণাও করতে পারবেন না। মানব ঘটিত কিংবা কৃত্রিম শব্দ দূষণ রোধে দেবদারু গাছের ক্ষমতা অনেক বেশি। তাই গবেষকরা মফঃস্বল কিংবা শহর সাজানোর ক্ষেত্রে দেবদারু গাছকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
আরো পড়ুন- People: মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাকা পথে সবারই আগ্রহ বেশি! কারণ কি জানেন?
আসলে গবেষকদের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেবদারু প্রজাতির ১৩ টি গাছে অতি উচ্চ মাত্রার শব্দ দূষণ রোধ করার ক্ষমতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তার মধ্যে দেবদারু অথবা পাইন, পপলার ও চেরি যা শহরাঞ্চলে দিব্যি বেড়ে উঠতে পারে। উন্নত দেশের শহরগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে “দেবদারু” রোপণের উপর জোর দিচ্ছে।
আরো পড়ুন- Adnan Sami : আদনান সামি বলিউডের বিখ্যাত গায়ক, কিন্তু আদনান সামি কিভাবে মোটা থেকে রোগা হলেন?
এখন আপনি বলতেই পারেন যে দেবদারু গাছ কি শুধুই শব্দ দূষণ রোধে সহায়ক ? উত্তর হল না, দেবদারু গাছ পরিবেশের অক্সিজেনের মাত্রা বেশি বাড়িয়ে পরিবেশকে ঠান্ডা ও সজীব রাখে। এছাড়াও মাটি দূষণ ও মাটির তলদেশের জল ফিল্টারিং কাজও করে থাকে।