Breaking Bharat: সম্পর্কের রং কি লাল? মাঙ্গলিক অনুষ্ঠানে বিয়ের কনেকে লাল বেনারসি পরার জন্য এত জোর দেওয়া হয় কেন বলতে পারেন?
জীবন মানেই রঙিন সব ঘটনা আর রঙিন মুহূর্ত। সাদাকালো ক্যানভাসটাকে মুহূর্তে নানা রঙে ভরিয়ে তোলাটাই আসল লক্ষ্য। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যখনই পুরুষ শুভ অনুষ্ঠান সেখানে লাল রঙের একটা আলাদা গুরুত্ব আছে (Why do girls wear red sarees in weddings?)।
বিশেষ করে এটা যদি হয় কোন মাঙ্গলিক অনুষ্ঠান এবং তার সঙ্গে যদি কোন মহিলার জীবন জড়িয়ে থাকে তাহলে তো রেড ইজ এ মাস্ট। সিঁদুরের রং লাল বা হাতের পলা লাল রঙের কিংবা বিয়ের বেনারসি লাল, এই সব কিছুর সঙ্গে কোনো যোগাযোগ আছে? কেন এই রংটাকেই বেছে নেয়া হয়? চলুন জানা যাক।
বিয়েতে মেয়েরা লাল শাড়ি পরে কেন?
মেয়ে মানে তার রং পিঙ্ক, ছেলে হলে তার সঙ্গে ব্ল্যাক বেশ ভালো যাবে। এই ধরনের কথাবার্তা গুলো শুনতে শুনতে কখনো কি মনে হয় না যে আমরা এখনো একটা স্টিরিও টাইপ যুগে বসবাস করছি? এক একজন মানুষের একেক রকমের পছন্দ আছে তিনি তার জীবনের সুন্দর মুহূর্তে সেই পছন্দকে প্রাধান্য না দিয়ে চিরাচরিত প্রথাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন না তো?
আসলে এই প্রশ্নগুলো করার সুযোগ সেই সময় মেলে না পরেই আফসোস করতে হয়। কিন্তু যে রঙের দিকে বেশি জোর দেওয়া হয় বিয়ের অনুষ্ঠানে সেটা হল লাল। বিশেষ করে লাল কাপড় লাল রঙের কাগজে উপহার দেওয়া এবং সবথেকে গুরুত্বপূর্ণ লাল বেনারসি।
কেন লাল রং এতটা প্রাধান্য পায় বলুন তো?
বিভিন্ন সমীক্ষা করে এবং তথ্য ঘেঁটে দেখা যায় যে সাধারণ জনমানুষে একটা প্রচলিত বিশ্বাস আছে আর সেটা হল লাল রঙ যৌবনের প্রতীক, ভালোবাসার প্রতীক। এই ‘লাল রং‘ যেন বিদ্রোহ আর শক্তিকে একাকার করে ফেলতে পারে। সুখী দাম্পত্যের কামনায় এই রং বিশেষ গুরুত্বপূর্ণ। তাই নবজীবনের সূচনায় এই রঙিন বিয়ের কনেকে সাজিয়ে আনা হয়।
মনে বিশ্বাস থাকে যে এই মেয়েটি ভালোবাসার প্রতীক এবং প্রয়োজনে বিদ্রোহের অন্যতম নিদর্শন হয়ে দাঁড়াবে এই সমাজের বুকে। কথাটার কতটা যুক্তি আছে এটা অবশ্য খুঁজে বের করা মুশকিল। তবে মাথায় রাখতে হবে আমাদের রক্তের রং লাল। মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভেতরে বয়ে চলেছে সেই লাল রক্ত।
আরো পড়ুন – বান্ধবী কি প্রেমিকা? তাহলে তার বাড়িতে বিয়ের জন্য রাজি করবেন কী করে?
প্রতিটা মেয়েকে বয়সন্ধির পর থেকে প্রতিমাসে পাঁচ দিন ধরে সেই লাল রক্ত নিঃসরণের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এই লাল রক্ত নিঃসরণের ঘটনার বিজ্ঞানসম্মত ভিত্তি হল এক নতুন প্রজন্মর আগমনের যোগ্য হয়ে ওঠা। এই লাল রংটা মেয়েদের কাছে অহংকারের এটা বলতেই পারেন।
আরো পড়ুন – প্রেমের মরশুমে প্রেমিকাকে দেখে আপনার হাঁটু কাঁপে? এই যাহ! তাহলে প্রপোজ করবেন কী ভাবে?
আবহমান কাল ধরেই এই লাল রঙের একচ্ছত্র অধিকার রয়েছে বিয়ের অনুষ্ঠানে। ফ্যাশন ডিজাইনাররা বলেন গায়ের রং যাই হোক লাল রংয়ের বেনারসি যেন বিয়ের দিন কনেকে অপরুপা মোহময়ী করে তোলে। মেকআপ টাও করা সহজ হয় এবং তা উজ্জ্বল দেখায়। অনেক ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় লাল রং আসলে রজঃস্রাব বা উর্বরতার প্রতীক।
আরো পড়ুন – ডিভোর্স মানে কি জীবন শেষ? কেন বারবার আঙ্গুল ওঠে মেয়েদের দিকে?
এই রং নারীকে মাতৃরূপে কল্পনা করার অনুপ্রেরণা দেয়। আর সমাজের নিয়মে বিয়ের পর একজন নারী, মা হয়ে ওঠার জন্য পরিপূর্ণতা লাভ করে। যদি ওই কথার আদৌ বাস্তবসম্মত কোন ভিত্তি আছে কিনা তা নিয়ে কিন্তু ফেমিনিস্টদের মধ্যে অনেক বিতর্ক আছে। তবে সত্যি কথা এটাই লাল রং মানেই সেই নারীত্বের সোপান আর তাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা বিয়ের বেনারসিতে।