Girls also want to Masturbate: মেয়েরাও হস্তমৈথুন করতে চায়! বিয়ের পরেও মেয়েদের হস্তমৈথুন? মেয়েদের হস্তমৈথুনে চিকিৎসকরা কি বলছে? যৌনতায় পিছিয়ে নেই মেয়েরাও জানেন কি? হস্তমৈথুন নিয়ে কোন ভুল ধারণা আছে?
যৌনতার শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু যৌনতা মানে শুধুই কি সেখানে পুরুষের আধিপত্য? শারীরিক চাহিদা পূরণের ইচ্ছে আর ক্ষমতা পুরুষের মতো মহিলাদেরও সমান আছে। নিজেকে ভালো রাখবার ইচ্ছেটা সহজাত ব্যাপার।
মেয়েদের হস্তমৈথুনে চিকিৎসকরা কি বলছে?
তবে শারীরিক চাহিদা নিয়ে খুব একটা বেশি কথা বলার সুযোগ টা খুব একটা পাওয়া যায় না। আর যদি বিষয়টা হয় হস্তমৈথুন, তাহলে সেটাতে যেন পুরুষের একচেটিয়া অধিকার থাকে। কিন্তু জানেন কি, মহিলারাও হস্তমৈথুন করতে চায়।
চিকিৎসকরা বলেন হস্তমৈথুন সুস্থ যৌন জীবনেরই একটি অংশ। এই এর মধ্যে ভালো বা খারাপ কোন ব্যাপার নেই। সাধারণ জৈবিক চাহিদা যা সহজেই পূরণ করা যায়। ইউরোলজিস্টদের মতে হস্তমৈথুনের কোন খারাপ প্রভাব সাধারন জীবনে পড়ে না।
বিয়ের পরেও মেয়েদের হস্তমৈথুন?
এবার যেটা প্রশ্ন সেটা হল এটা মহিলাদের বিয়ের পরও কতটা করা উচিত বা অনুচিত। হস্তমৈথুন বিষয়টা নিয়ে খুব একটা বেশি কথা বলতে চান না কেউই কিন্তু ভাষায় যদি সংজ্ঞা হিসেবে জানতে হয় তাহলে কি? অভিব্যক্তি ছাড়া বুঝিয়ে বলতে পারবেন কাকে বলে হস্তমৈথুন? উত্তরটা সহজ করে দিচ্ছি আমরা ।
নিজের যৌনাঙ্গে নিজে থেকে যৌনতৃপ্তি উপভোগ করা তথা হস্তমৈথুন। এই প্রক্রিয়া নিয়ে সামাজিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সবার বিশেষে বদলেছে। বলা যেতে পারে এটি এখন আইন, সামাজিক বিতর্ক, অ্যাক্টিভিজম, পাশাপাশি যৌনতত্ত্বের বৌদ্ধিক অধ্যয়নের বিষয় হয়ে উঠেছে।
হস্তমৈথুন দুর্বলতার অন্যতম কারণ?
বেশীর ভাগ প্রাপ্তবয়ষ্করা সঙ্গীর অভাব বা নিজেদের ‘যৌন খিদে মেটানোর জন্য হস্তমৈথুন’ করে থাকে। এখনকার যুগে ছেলেমেয়েরা অনেক বেশি করে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনায় স্বচ্ছন্দ বোধ করে। ডাক্তারদের মতে অনেক ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরেও যখন শরীর সুস্থ থাকে না, তখন মানুষের একটা ভ্রান্ত ধারণা হয় যে যে হস্তমৈথুন দুর্বলতার অন্যতম কারণ।
মনে রাখবেন বিয়েটা একটা সামাজিক প্রথা হিসেবে চলে আসছে সুতরাং আপনার জীবনটা আপনার একান্ত নিজস্ব। বিয়ের জন্য সেটার পরিবর্তন হবে এই ভাবনাটা একেবারে ভুল। মনে রাখতে হবে এই প্রথার মধ্যে দিয়ে একটা সম্পর্ক আরেকটা সম্পর্কের সঙ্গে মিলিত হয় একটা নতুন বিস্তার ঘটে বলা যেতে পারে সেটা মানুষের সঙ্গে মানুষের, সামাজিকতার সঙ্গে সামাজিকতার এবং এক প্রথার সঙ্গে অন্য প্রথার।
আরো পড়ুন – QR কোড স্ক্যানের মধ্যে ক্ষতিকর ইউআরএল? পেমেন্ট করার আগে সাবধান!
বিয়ের পর আপনার জীবন বদলাবে কি বদলাবে না তার জন্য আপনার অভ্যাসগুলোকেই নির্ভর করতে হবে এমনটা নয়। বিষয়টা বুঝতে জটিল হলে সহজে বলি হস্তমৈথুন বিষয়টা আপনার ব্যক্তিগত তাই তার সঙ্গে আপনি বিবাহিত কি অবিবাহিত এই ট্যাবুগুলো জোড়ার কোন প্রয়োজন নেই।
হস্তমৈথুন বিবাহিত জীবনে খারাপ প্রভাব ফেলবে?
মনে রাখবেন বিয়ের পর হস্তমৈথুন করা কোন ভুল কাজ নয়। আপনি হস্তমৈথুন করছেন মানে আপনাকে বুঝতে হবে যৌনতার প্রবল ইচ্ছা আছে আপনার মধ্যে। এটাতো বরং পার্টনারের সঙ্গে সম্পর্ক গড়তে আরো বেশি করে সাহায্য করবে আপনাকে।
আরো পড়ুন – Video Calling: সাবধান! ভিডিও চ্যাট বা ভিডিও কলিং এর মাধ্যমে রয়েছে যৌনতার ফাঁদ!
দেখুন আপনি যদি সপ্তাহে একবার বা দুইবার হস্তমৈথুন করেন তাহলে দেখবেন যৌনতা চাহিদা কিন্তু বেশ তীব্র হচ্ছে যা আপনার পার্টনারের চাহিদা পূরণে বেশ সহযোগী হবেন। নিজে যত যৌন দৃশ্য বা যৌন অঙ্গের কথা ভেবে পুলকিত হবেন ততই তো সেই স্বাদ নিজের শরীর দিয়ে অনুভব করতে চাইবেন।
আরো পড়ুন – সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? ঘন সাদা স্রাব কেন হয়? অতিরিক্ত সাদা স্রাব হলে করনীয় কি?
তাহলে এটি আপনার বিবাহিত জীবনে খারাপ প্রভাব ফেলবে, এই ধারণা হচ্ছে কেন? টেস্টোস্টেরনের ক্ষরণ পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, হস্তমৈথুনের ফলে এমন একটা ধারণা কিন্তু অনেকের মধ্যে আছে। চিকিৎসকর বলেন আপনি নিজে নিজে যৌনতার স্পর্শ নিজের দ্বারা অনুভব করলে হরমোন ক্ষরণ ক্ষতিকর হয় না।
আরো পড়ুন – তিল-আঁচিল নিয়ে সমস্যায়! তাহলে ‘তিল বা আঁচিল দূর করার উপায়’ বলছি আমরা
এর তীব্রতা বাড়ে যখন আপনি সঙ্গীর সঙ্গে যৌনতাকে উপভোগ করেন। তাই যদি কোনও মেয়ে বিয়ের পরেও হস্তমৈথুন করেন এতে কিন্তু তার স্বামীর সুখ-দায়ক অনুভূতি লাভ হওয়ার কথা, বিশেষ করে যখন তারা একান্তে নিভৃতে একে অন্যকে যৌন আবেদনে জড়িয়ে ধরবেন।