Breaking Bharat: প্রিয় মানুষকে ‘শুভ দিনে উপহার’ (Gift) দিতে চায় মন ! কিন্তু কী ধরনের ‘উপহার’ দেওয়াটা প্রয়োজনীয় সেটা জানা আছে কি?
এ যেন এক মহা সমস্যার ব্যাপার। কারো জন্য উপহার কিনতে হলে হাত পা ঘেমে একাকার অবস্থা হয় অনেকেরই। কারণটা খুব সহজ, তা হল নার্ভাসনেস। অনেকেই গিফটের দোকানের সামনে গিয়ে থতমত খান ,কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন বুঝতে পারেন না (Gift to loved ones on auspicious day)।
শুভ দিনে আপনি কোন ‘উপহার’ দিতে চান?
প্রথমেই বলে রাখি কাউকে কোন উপহার দিতে হলে ‘আপনি কোন উপহার দিতে চান’ সেটা ভাবুন। তার জন্য কোন উপহার দেওয়াটা উপযুক্ত হবে এটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে প্রত্যেকেই চাইবে নিজের প্রিয় মানুষকে সেরা উপহার দিতে যাতে খুশিতে ঝলমল করে ওঠে তার মুখ।
উপরের ক্ষেত্রে বাজেট এত বড় ফ্যাক্টর। সাধ এবং সাধ্য ব্যালেন্স না হলে তো মুশকিল। তবে হ্যাঁ যে উপহার দিচ্ছে তার মন আর মানুষের কথাটাই সবচেয়ে বেশি দামি। ‘উপহারের মূল্য’ দিয়ে আন্তরিকতাকে বোঝানো যায় না।
এই উপহার গুলো আপনি যে কাউকে দিতে পারবেন:
আপনাকে আজ এমন কিছু উপহারের কথা বলব যেগুলো কিন্তু বা কাউকে দিতে গেলে আপনাকে সমস্যায় পড়তে হবে না আর যেকোনো ধরনের অনুষ্ঠানেই সেগুলি আপনি নিয়ে যেতে পারেন।
ফুলের তোড়া (সুগন্ধি করে তোলে ফুলের উপহার):
যেমন ধরুন ফুলের থেকে ভালো উপহার আর সত্যিই হয় না। সম্পর্কের বন্ধন কে আরো সুগন্ধি করে তোলে ফুলের উপহার। এক্ষেত্রে দেখা যায় নানা ধরনের ফুলের আয়োজনে আপনি উপহারের একটা ডালি সাজিয়ে তুলতে পারেন। সেক্ষেত্রে যে কোন ফুলের দোকানে গিয়ে অকেশনের কথা বললেই তারা সেই মতো আপনাকে ‘ফুলের তোড়া’ সাজিয়ে দেবেন।
সেক্ষেত্রে ৫০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বাজেট হতে পারে। যত বেশি চাইবেন তত বেশি টাকার প্রয়োজন হবে। গোলাপ তো আছেই সঙ্গে আবার আষাঢ়ে একগুচ্ছ কদম অথবা ফাল্গুনে একগুচ্ছ আগুনরঙা পলাশ কিংবা রাধাচূড়া- মনের কোণে রঙ ধরাবে বলার অপেক্ষা রাখে না।
বইয়ের কথা (এক রকমের বই দেওয়ার রীতি আছে):
এবার বলতেই হয় বইয়ের কথা। এই উপহারের কোনও বিকল্প নেই। ছোট থেকে বড় বই প্রত্যেকের ভীষণ পছন্দের। বয়সের কারণে বইয়ের নানা তারতম্য দেখা যায়। অর্থাৎ ছোটদের জন্য এক রকমের বই, বন্ধুর জন্য এক রকমের বা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের উপহার হিসেবে আর এক রকমের ‘বই দেওয়ার রীতি‘ আছে (The custom of giving books)।
আর বইয়ের পাতার ভাঁজে মনের মানুষকে প্রিয় কথাটাও লিখে দিতে পারেন আপনি, থেকে যাবে সেটাও স্মৃতি হয়ে।
প্রিয় মানুষকে ‘গানের অ্যালবাম’ উপহার:
অনেকেই গান-বাজনা পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর কিছু গানের অ্যালবাম সেটা সিডি হোক বা ক্যাসেট যদিও আজকের দিনে সেই ক্যাসেট উপলব্ধ নয় কিন্তু কোনও পেনড্রাইভের মাধ্যমেও গিফট করা যেতে পারে।
আরো পড়ুন – বাচ্চা একদম কথা শুনছে না? একটু সাবধানে থাকুন! ‘বাচ্চার জেদ নিয়ন্ত্রণ’ করুন এখনই
আপনি নিজেও গান গেয়ে সেটাকে রেকর্ড করে তারপর তা প্রিয় মানুষকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু যদি আপনার উপহার যাকে দেওয়ার কথা তিনি সংগীত জগতের মানুষ হন তাহলে তো বাজেট অনুযায়ী যেকোনো ধরনের ইন্সট্রুমেন্ট বা স্বরলিপির বই এইসবও উপহার দিতে পারেন আপনি।
অলংকার উপহার দিন (অলংকারের কোন বিকল্প নেই):
এবার আপনাকে বলি কাউকে কোন গিফট দিতে হলে সেক্ষেত্রে অলংকারের বিকল্প কোনোদিনই ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে সোনা রুপা বাহিরে আজকাল বড্ড বেশি দামে বাজারে মেলে। তাই সেক্ষেত্রে ব্যাপারটা বুঝিয়ে নেওয়া দরকার।
আরো পড়ুন – একটা মেয়েকে বারবার ব্ল্যাকমেইল! তাহলে সেই মেয়ে কি করবে? এবার পাশে দাঁড়াল পুলিশ।
যদি পকেট কোনও বাধা না হয়ে দাঁড়ায় তাহলে সবার আগে ‘অলংকার উপহার দিন‘। এমন ভাববেন না অলংকার মানেই শুধুমাত্র মেয়েদের তা দেয়া যায় আজকালকার যুগে ছেলেরাও যথেষ্ট ফ্যাশনেবল।
পোশাক পরিচ্ছদ (ভালো ড্রেস, শোপিস বা শিল্প কারুকার্য):
আরি ফ্যাশন বলতেই আরও এক উপহারের কথা মাথায় আসে তাহলে পোশাক পরিচ্ছদ। ভালো ড্রেস যাকে তাকে যখন তখন গিফট করা যায় । তার জন্য কোনও অনুষ্ঠানের প্রয়োজনই হয় না। চকলেট থেকে শুরু করি দামি ব্র্যান্ডের পারফিউম এছাড়াও নানা ধরনের ‘শোপিস বা শিল্প কারুকার্য’ তো উপহার হিসেবে দেওয়াই যায়। ঘর সাজানোর সৌখিন জিনিসও অনেকে গিফট হিসেবে দিয়ে থাকেন।
আরো পড়ুন – ‘মেয়েদের চাহিদা’ মানেই দামি গয়না-শাড়ি! কি চায় মেয়েরা? মেয়েদের মন বোঝা কেন সোজা নয়?
সারপ্রাইজ গিফট দিতেই পারেন :
একটা দারুন সুন্দর ডিনার প্ল্যান করতে পারেন সব আয়োজন করে ফেললেন বাইরে কোথাও সেই ডিনার আউটকে পরিবেশন করলেন। অথবা বাড়িতেই নিজে হাতে রান্না করে চমকে দেওয়া একটা মহাভোজের ব্যবস্থা করে সারপ্রাইজ গিফট দিতেই পারেন। যারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে যুক্ত তাদের জন্য নানা ধরনের গেজেট বা সফটওয়্যার অনেকেই উপহার হিসেবে দেন।
অনেকগুলো অপশন খুলে গেল আপনার সামনে। এবার আপনি আপনার পছন্দমত অপশন বেছে নিয়ে ব্যাস সেটা কিনে গিফট করে ফেলুন নিজের মানুষকে।