Get AC for just 3000 rupees: এতো কম দামে AC? আপনি কি এই গরমে এসি কিনতে চান? মাত্র 3000 টাকা হাতে থাকলেই কেল্লাফতে, পাবেন নতুন এসি! মাত্র তিন হাজার টাকাতেই কাজ চলে যাবে, তাহলে পড়ুন এই প্রতিবেদন।
আজকালকার দিনে গরমটা একটু বেশিই বাড়ছে যেটা আগে হয়তো ছিল না। তাই আগে যদিও বা ফ্যানের হাওয়াতে কাজ চলত এখন এসি না হলে বাড়িতে বা অফিসে টেকা যাচ্ছে না। প্রত্যেকেই একটু ভালোভাবে থাকার ইচ্ছে প্রকাশ করছেন আর সেই মতো যে যার নিজের স্বার্থ বুঝে নিয়ে এসি বা কুলার কেনার ব্যবস্থা করছেন।
তবে একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না যে এসি কিনবো মনে করলি সেটা কেনা যায় না কারণ খুব কম পড়ে হলেও ৩০ থেকে ৩৫ হাজার টাকার নিচে কোনো এয়ারকন্ডিশন আপনি খুঁজে পাবেন না। ফাইভ স্টার এসি কিনতে গেলে মোটামুটি ভালো কোম্পানির ক্ষেত্রে আপনাকে ৪৫০০০ টাকা বাজেট রাখতে হবে।
সেই বাজারে দাঁড়িয়ে আমরা যদি বলি মাত্র 3000 হাজার টাকাতেই কাজ চলে যাবে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? চলুন তাহলে গোটা বিষয়টাকে বিশ্বাসযোগ্য করে আপনার সামনে তুলে ধরা যাক।
মাত্র 3000 টাকায় পেয়ে যাবেন এসি:
দামে কম, গুণমানে সেরা বৈদ্যুতীন যন্ত্র সকলেই খোঁজেন সেটা নিত্য প্রয়োজনীয় মোবাইল থেকে শুরু করে আরো অন্যান্য সাংসারিক গেজেটস। যেখানে প্রচন্ড গরম পড়ছে সেখানে একটু ঠান্ডা হওয়ার জন্য ভিড় বাড়ছে এসি বা কুলারের কাউন্টারে।
কিন্তু বিরাট দাম দেখে যারা নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন তাদেরকে আমরা জানি দিচ্ছি যে এখন মাত্র তিন হাজার টাকা খরচ করলেই বাড়িতে নিয়ে যাওয়া যাবে একটি অসাধারণ পোর্টেবল এসি যা, বড় বড় কুলারকেও হার মানাবে। দেখুন এমনিতেই এসি মেশিনের দাম খুব একটা কম হয় না।
আরো পড়ুন – Lava Agni 2 5G: লাভা অগ্নি ২ ফোনের ক্যামেরা DSLR কেও হার মানিয়ে দেবে সেটা কি জানেন?
কিন্তু তার বিকল্প হিসেবে যদি কিছু পাওয়া যায় যেটা সাধ্যের মধ্যে আপনাকে ঠান্ডা বাতাস এনে দেবে যেকোনো জায়গায় তাহলে বোধহয় তার থেকে সুখবর আর কিছু হয় না। সেই জন্যই পোর্টেবল এয়ার কন্ডিশনার ক্রমাগত জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
SK Rayan Portable Air Conditioner এর কথা দিয়ে শুরু করা যাক কারণ এই পোর্টেবল এসি Amazon থেকে মাত্র ২ হাজার ৬৪৯ টাকায় কিনে নেওয়া সাধারণ মানুষের কাছে কোন ব্যাপারই নয়। এ প্রসঙ্গে একটু বলে রাখা দরকার যে আর্কটিক এয়ার আল্ট্রা হল একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার যা বাতাসকে ঠান্ডা করে, ডি-হিউমিডিফাই করে এবং ক্রমাগত পরিষ্কার করে।
কোম্পানি বলছে পার্সোনাল স্পেস কুলারের ফ্যানে তিনটি ভিন্ন গতি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ঠাণ্ডা বাতাস পেতে এর উপরে থাকা একটি ওয়াটার ট্যাঙ্কে জল দিলেই আপনার কাজ শেষ। তারপর ঠান্ডা বাতাস অনুভব করুন।
আরো পড়ুন – Best Scooty: এই ‘স্কুটি’ গুলো খুব হালকা, বাড়ির ছোট থেকে বড়ো সবাই চালাতে পারবে
আরেকটু কম দামের কথা বলব ? তাহলে, মাত্র ২ হাজার ৪৯৯ টাকায় কিনে নেওয়া যেতে পারে Cupex পোর্টেবল এসি। এটি ৬.৫ x ৬.২ x ৫.৫ ইঞ্চি আকারের একটি পোর্টেবল এসি, যে আপনি ব্যাগে ভরে নিয়ে যেতে পারবেন এবং এই এসি-র ট্যাঙ্কে ৫০০ মিলিলিটার পর্যন্ত জল ভর্তি করা যেতে পারে। এর থেকে বেশি জল তো আপনি প্রতিদিন নিজেই পান করেন।
আরো পড়ুন – Instagram: ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে মাসে ৫০ হাজার টাকা আয় করার সঠিক উপায় জানেন?
পোর্টেবল এসি ইউএসবি থেকে সহজেই চার্জ করা যায় এমন এসি হল One94। আপনি যদি Amazon থেকে কিনতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র ২,১৯৯ টাকা।