Breaking Bharat: সানি-আমিশার ‘গদর’ এর সিক্যুয়েল আসছে জানেন? কিন্তু জুন মাসেই যে পুরনো গদর ফিরছে, সেটা জানেন? পেরিয়ে গেছে ২২ টা বছর। সানি-আমিশার প্রেমের কাহিনী ঘিরে গদর যে একটা আলাদা তাৎপর্য পেয়েছিল সেটা সকলেরই জানা। নতুন করে প্রত্যাবর্তন এই জুটির।
ভারত এবং পাকিস্তানের মাঝখান দিয়ে চলে যাওয়া কাঁটাতার যে কত জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তার সাক্ষী রেখেছে একমাত্র ইতিহাস। বাস্তবে হয়তো এই প্রজন্ম বা তার আগের প্রজন্ম সেই বিভীষিকাময় অধ্যায়ের কোন মুহূর্তেই চাক্ষুষ করতে পারিনি । কিন্তু সিনেমায় ঐ সংক্রান্ত আপডেট আমরা নানা মুহূর্তের গল্পে খুঁজে পেয়েছি।
সেইসব সিনেমা যেমন হিন্দিতেও সুপারহিট তেমন বাংলাতেও সুপারহিট। আর এইসব সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটা করে প্রেমের কাহিনী। সানি-আমিশার প্রেমের কাহিনী ঘিরে গদর যে একটা আলাদা তাৎপর্য পেয়েছিল সিলভার স্ক্রীনে সেটা সকলেরই জানা। পেরিয়ে গেছে ২২ টা বছর। নতুন করে প্রত্যাবর্তন এই জুটির।
ফিরছে সানি-আমিশার ‘গদর’ এর সিক্যুয়েল:
২০০১ সালে ১৫ই জুন ভারতীয় দর্শকের জন্য দেশভাগের প্রেক্ষাপটে এক প্রণয়কাহিনি তৈরি করেছিলেন পরিচালক অনিল শর্মা। সিনেমার নাম ছিল ‘গদর: এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha)। ২২ বছর পর সেই ছবির দ্বিতীয় ভাগ আসতে চলেছে। তবে তার জন্য আপাতত মাস দুই অপেক্ষা করতে হবে কারণ বিপ্লবের মাস অগাস্টেই এই সিক্যুয়েল সিনেমা মুক্তি পাবে।
কিন্তু তার আগে বড় চমক উপহার দিলেন নির্মাতারা। সেই সময় যারা বড় পর্দায় এই ছবি মিস করে গেছেন, তাদের জন্য সিলভার স্ক্রিনে এই ছবি দেখার সুযোগ দিচ্ছে গদর টিম। এই শুক্রবার বড়পর্দায় পুনরায় মুক্তি পাচ্ছে ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল সানি দেওল এবং আমিশা পটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’।
আরো পড়ুন – বড়পর্দায় ঘসেটি বেগম? টলিপাড়ায় নতুন বায়োপিক? কে এই ঘসেটি বেগম? নাম ভূমিকায় কে?
দেশের নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে শুক্রবার অর্থাৎ ৯ জুন আবার মুক্তি পেতে চলেছে ‘গদর’। তার জন্য নতুন করে সিনেমাকে এডিট করা হয়েছে এবং এর জন্য খরচ হয়েছে প্রায় দু কোটি টাকা। পুরনো ছবির সবটাই যে এই ছবিতে আছে এমনটা নয় বেশ কিছু দৃশ্য সংযোজন করা হয়েছে যা আগের ছবিতে ছিল না।
আরো পড়ুন – Ajmer 92: গণধর্ষণের প্রেক্ষাপটে তৈরি ‘আজমেঢ় ৯২’ মুক্তি পাবে কবে? আবার কি বিতর্ক জুড়ছে?
মানে যেমন ধরুন একটা সিনেমা মুক্তির সময় যে পটভূমি ছিল তখন হয়তো প্রয়োজনের তাগিদে অনেক দৃশ্য শুটিং করা সত্ত্বেও সিনেমাতে রাখা যায়নি। কিন্তু এবার সেটা দেখা যাবে। তাহলে এটা একটা আলাদা অভিজ্ঞতা তাই না। সিক্যুয়েল আসবে মাস দুই পরেই তার আগে পুরনো ছবিটা আরেকবার দেখিয়ে দর্শকের কী রকম প্রতিক্রিয়া হয় সেই বিষয়টাই পরীক্ষা করে নিতে চাইছেন নির্মাতারা।
আরো পড়ুন – গরমের পারদ চড়ছে, টেনশনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র? কেন বড়লোক বয়ফ্রেন্ড খুঁজছেন তিনি?
গল্প মোটামুটি সবার জানা তাই সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে হ্যা নতুন সিনেমা আগামী অগাস্ট মাসে মুক্তি পাবে সেখানে গল্পে কিছু টুরিস্ট থাকবে বলে মনে করা হচ্ছে। ২২ বছর আগে যে সিনেমা মুক্তি পেয়েছিল সেই সিনেমা ‘গদর’ একটা দারুণ প্রেমের কাহিনী ভারতবর্ষকে উপহার দিয়েছিল।
আরো পড়ুন – Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনির কি কি ব্যবসা আছে? সব মিলিয়ে কত টাকার মালিক ধোনি?
সানি দেওলের (Sunny Deol) চরিত্রের নাম ছিল তারা সিংহ। ট্রাক ড্রাইভার তারা যার সঙ্গে ভালোবেসে বিয়ে করেন সফীনা (আমিশা পটেল- Amisha Patel)। ৪৭ সালে দেশভাগ হলে সফীনা মা-বাবার সঙ্গে চলে গিয়েছিল পাকিস্তানে। ভালবাসার টানে পুত্রকে নিয়ে তারাও ছুটে গিয়েছিল সে দেশে, শুধুমাত্র তার স্ত্রীকে ফিরে পেতে।
যে ছেলেটা বা মেয়েটার জন্ম হয়নি সেই সিনেমার সময় আজ তারা পূর্ণাঙ্গ যুবক বা যুবতী। তাদের চোখে কেমন লাগে এই পুরনো প্রেমের গল্প সেটাই এখন দেখার।