Breaking Bharat: সানি দেওয়ালের ডায়লগেই ঘায়েল পাকিস্তান? কী কাণ্ড ঘটেছে কাঁটাতারের ওপারে?আগস্ট মানে স্বাধীনতার মাস আর এই মাসে ভারতবর্ষের প্রতিটা মানুষ ভেতর থেকে একটা আলাদা শিহরণ অনুভব করেন।
১৯৪৭ সালের ১৫ই আগস্ট বৃটিশের দুশো বছরের পরাধীনত্ব কে হারিয়ে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৭৬ বছরে বারবার ফিরে আসে সেই দুঃস্বপ্নে স্মৃতি আর নানা সিনেমায় এখনো ভারত বনাম পাকিস্তানের লড়াই টুকরো টুকরো ভাবে ধরা পড়ে।
সেরকমই একটা সিনেমা হল গদর। আজ থেকে ২২ বছর আগে এই সিনেমা মুক্তি পেয়েছিল এবার সিকুয়েল আসার পালা। ঘটনাচক্রে ভারতের স্বাধীনতার মাসে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত হিন্দি ছবি ‘গদর-২’। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে সানি দেওল এবং আমিশা পটেল অভিনীত ‘গদর-২’ এই মাসেই ভারতের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
তার আগে সিনেমার প্রমোশনে আটারি-ওয়াঘা সীমান্তে ভারত এবং পাক সেনার একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন দুই তারকা। সেখানেই ঘটলো এক অদ্ভুত ঘটনা যা আপনাকে অবাক করে দেবে।
এমনিতেই সানি দেওল মানেই দুর্দান্ত ডায়লগ আর মারকাটারি একশন। রোমান্টিক সানিকে বলিউড সেভাবে খুব একটা পাইনি। এখন বয়স বেড়েছে অনেকটাই কিন্তু এখনো সিনেমায় তার একটা ঝলক মনে করিয়ে দেয় পুরনো মারকাটারি দৃশ্যের কথা। সীমান্তের অনুষ্ঠানে একটি জলপাই রঙের পাগড়ি এবং হলুদ পাঞ্জাবি পরে যোগ দেন সানি।
অন্য দিকে, নায়িকা আমিশা উপস্থিত হন আকাশি রঙের একটি সালোয়ার-কামিজ পরে। গদর সিনেমায় গাওয়া উদিত নারায়ণের বিখ্যাত গান ” ম্যায় নিকলা গাড্ডি লেকে” এইবারও ব্যবহার করা হয়েছে। সীমান্তের অনুষ্ঠানে হাজির ছিলেন উদিত নিজেও ।
আরো পড়ুন- কেন আতঙ্কের নাম র্যাগিং? ব়্যাগিংয়ের নামে আর কত নিচে নামবে রাজ্য কথা দেশ?
আর জানেন আটারি-ওয়াঘা সীমান্তে গিয়ে ‘গদর’ ছবির— ‘‘হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায় অর জিন্দাবাদ রহেগা’’ সংলাপ চিৎকার করে বলেন সানি? এরপর উপস্থিত জনতার উন্মাদনা চোখে পড়ার মতোই ছিল। প্রত্যেকে মনে করছেন প্রথম ভাগের থেকে সিনেমারই দ্বিতীয় ভাগ অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তার পাশাপাশি বক্স অফিসেও হাসি ফুটবে।
গদর সিনেমা ১৮কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছিল যা অর্জন করেছিল ১৩৩ কোটি টাকা। এত সাফল্য দেখার কয়েক বছরের মধ্যেই ছবির দ্বিতীয় পর্ব তৈরির ঘোষণা করেন পরিচালক অনিল শর্মা। সিনেমাতে যখন পুরনো গান নজর কেড়েছিল সেই সমস্ত গানকে নতুন ভাবে এই পার্ট টু ভার্সনে ব্যবহার করা হচ্ছে।
আরো পড়ুন- Toothbrush: ব্যবহার করা টুথব্রাশ ফেলে দিচ্ছেন? পুরনো টুথব্রাশ ব্যবহার করুন নানা কাজে
সিনেমার মধ্যে অনেক চমক রয়েছে আর এত বছর পর সেই আগের কেমিস্ট্রি ফুটিয়ে তোলা নায়ক নায়িকার কাছে সহজ কথা ছিল না। ২২ বছর মানে অনেকটা সময় আর এই সময়টুকুর মধ্যে দিয়ে বলিউডের অনেক পরিবর্তনের সাক্ষী দেখেছেন অভিনেতা-অভিনেত্রী দুজনেই নতুন ভাবে নিজেদের ভেঙেচুরে এই সিনেমায় ধরা দিয়েছেন তারা।
আরো পড়ুন- Haridwar : তীর্থ ভ্রমণে গিয়ে টাকার চিন্তা! এবার হরিদ্বার গেলে থাকা খাওয়ার কোন খরচ লাগবে না!
এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে‘গদর’-এ যে শিশুশিল্পীকে দেখা গিয়েছিল জিতের চরিত্রে, এ বার ছবির দ্বিতীয় পর্বেও তারা-শাকিনার ছেলের ভূমিকায় সেই উৎকর্ষ শর্মা। এখানে অনেকেই হয়তো জানেনবা জানেন না যে তাঁর অন্য একটি পরিচয়ও রয়েছে। আসলে তিনি এই ছবির পরিচালক অনিল শর্মার পুত্র।
সিনেমা আবার আগের মতো ঝড় তুলতে পারে কিনা তার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমাদের।