Breaking Bharat : ‘কালারফুল, তবে পাওয়ারফুল নয়,’গানে গানেই বলেছেন তিনি। রাজনীতির ময়দানে বাংলার ‘বং ক্রাশ’ বলেও পরিচিতি তিনি। সোস্যাল মিডিয়ায় বঙ্গ রাজনীতির যে নেতার জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষণীয়, তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এদিকে আগেই কামারহাটির বিধায়ককে ‘কালারফুল’ বলে ‘সার্টিফিকেট’ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এমনকী, ফেসবুক লাইভ নিয়ে মদন মিত্রকে কড়া নির্দেশও দিয়েছিলেন তিনি।
যদিও একইভাবে সোস্যাল মিডিয়ায় সক্রিয় দেখা গেছে রাজনীতির ‘বং ক্রাশ’কে। তবে সম্প্রতি প্রশাসনিক বৈঠক চলাকালীন গান নিয়ে মদন মিত্রকে নয়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আর তৃণমূল সুপ্রিমোর নির্দেশ যে অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন, সেই প্রতিশ্রুতির কথাও শোনা গেল এদিন। এবার থেকে শুধু রবীন্দ্রসঙ্গীতই গাইবেন কামারহাটির বিধায়ক!
মজার ছলে বিরোধীদের কুপোকাত করা হোক, কিংবা গানে গানে জবাব দেওয়া, মদন মিত্রের জুড়ি মেলা ভার। কখনও আবার নিজের এলাকায় রোগীর পরিবারের ভোগান্তির কথা শুনে রীতিমতো হুমকির সুর শোনা যায় তাঁর কথায়। ফেসবুক লাইভে সবসময় নিজস্ব ছন্দেই ধরা দেন তিনি। বাংলার রাজনীতির চাপানউতরে হাজারও ব্যস্ততার মধ্যেও সোস্যাল মিডিয়ায় তিনি সবসময় অ্যাক্টিভ।
কথায় কথায় ধরেন গান। সবমিলিয়ে বঙ্গ রাজনীতির রঙিন চরিত্র কামারহাটির বিধায়ক মদন মিত্রে। যদিও তাঁর এই রঙিন মেজাজের জন্য তৃণমূল সুপ্রিমোর ধমকও শুনতে হয়েছে তাঁকে। তাতে কী? যেকোনও পরিস্থিতিতে যিনি অক্লেশে বলতে পারেন, ‘ও লাভলি’, তাঁর আবার কীই বা আসে যায়। তবে বাংলার মানুষ জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা প্রিয় তিনি।
আরো পড়ুন- Why feel shamed? ইস কী লজ্জা! আহা শুনতে কতই না সোহাগ জাগে, কিন্তু লজ্জা কেন লাগে?
সম্প্রতি উপনির্বাচনে কর্মীদের বৈঠকে তাঁর সম্পর্কে তৃণমূল সুপ্রিমোকেও মজা করে বলতে শোনা গেছে, ‘মদন তুমি নিজের পাড়াটা ভালোভাবে দেখবে। পরশু দিন তোমায় দেখছিলাম ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিলে। একদম ওই ভাবে। কিন্তু বেশি সাজুগুজু করবে না। মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। সেই সময়ে একটু প্রবলেম হয়ে যায়।’
আরো পড়ুন- স্মার্ট ফোন ছাড়া ঘুমাতে পারেন? বিছানাতে ফোন রেখে ঘুমিয়ে পড়া কি আদৌ নিরাপদ?
তবে বুধবার উত্তর ২৪ পরগণা জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে আচমকাই মদন মিত্রের খোঁজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি মদন মিত্রকে রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet) গাওয়ার কথা বলেন। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মদন মিত্র কিছু বলল না তো! ওকে আমি এতক্ষণ দেখতেই পাইনি। ও কোথায় রয়েছে?’ এরপর তিনি আবার মজার সুরে বলেন, ‘ও আর কি বলবে? ও এখন স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট না কিসের একটা চেয়ারম্যান হয়েছে, ও এখন শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গাইবে।’
আরো পড়ুন- Tongue infection: গরম চা-কফি খেয়ে জিভ পুড়ে গেলে কী হবে? জেনে নিন কি করতে হবে ?
আরো পড়ুন- Amoled Display -এমোলেড ডিসপ্লে কী ? তা এমোলেড ডিসপ্লে সম্পর্কে জানা আছে তো?
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেই রসিকতার উত্তরও দিয়েছেন মদন মিত্র। কামারহাটি তৃণমূল বিধায়ক বলেন , ‘আপনার দেওয়া নির্দেশ আমি যথাযথভাবে পালন করে চলেছি। আমি শুধুমাত্র রবীন্দ্রসংগীত নিয়ে চর্চা করছি।’ মদন মিত্রের এই কথা শুনে উপস্থিতি সবাই হেসে ওঠেন। তখন ফের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তুমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কিছু গাইছ না তো?’ মুখ্যমন্ত্রীর এই প্রশ্নে সম্মতি জানিয়েছেন মদন মিত্র।