Breaking Bharat : রেগে গিয়ে খোদ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।কিন্তু কেন? কি লিখলেন সেই চিঠিতে?
ব্রেক ফাস্ট থেকে ডিনার অনেকেই এখন ভরষা অনলাইন খাবার ডেলিভারি (Online food delivery) অ্যাপের ওপর।কিন্তু ধরুন ডিনারে আপনি আপনার পছন্দের খাবার অর্ডার দিলেন,কিন্তু খাবারের টাকা কেটে নিলেও সময় মতো তা এলো না, এদিকে সেই অর্ডারের ওপর ভরষা রেখে আপনি বাড়িতেও কিছু রান্নাও করেন নি।
তাহলে কি সারা রাত আপনার না খেয়েই থাকতে হবে ?এমনই প্রশ্ন তুলে এবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (State Chief Minister Mamata Banerjee) কে চিঠি লিখলেন বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।চিঠিতে তিনি লিখেছেন ‘৩ নভেম্বর একটি ফুড ডেলিভারি সংস্থায় অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম।
কিছু ক্ষণ পরে অ্যাপে বার্তা আসে খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার করা খাবার আমার হাতে পৌঁছয়ইনি।’ বিষয়টি নিয়ে সংস্থার কাছে অভিযোগ জানালে তাঁকে খাবারের দাম ফেরত দিয়ে দেওয়া হয় বলেও চিঠিতে লিখেছেন অভিনেতা।
আরো পড়ুন- Diabetes :সাবধান ! ডায়াবেটিস, ব্লাডপ্রেসার রুখতে মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন?
আর এই বিষয়টিই সরকারের নজরে আনতে চেয়েছেন প্রসেজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কে ট্যাগ করা টুইটার পোস্টে বেশ কিছু প্রশ্নও করেছেন অভিনেতা, তিনি লিখেছেন কেউ যদি অতিথিদের জন্য খাবার আনাতে এই ধরনের অ্যাপের উপর নির্ভর করেন এবং সেই খাবার এসেই না পৌঁছয়? কেউ যদি রাতের খাবারের জন্য এই অ্যাপগুলোতেই আস্থা রাখেন? তাঁরা কি অভুক্ত থাকবেন?
আগামীতে এ ধরনের ঘটনার প্রতিকার চেয়েই তাই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অভিনেতা।যদিও এক্ষেত্রে ফুড ডেলিভারি ওই সংস্থাকে অভিযোগ জানানোর পর টাকা ফেরত পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।তবে সবমিলিয়ে টলিউডের নাম করা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই টুইট ঘিরে সরগরম নেট দুনিয়া।