Breaking Bharat: বন দফতরের নিয়োগ বিজ্ঞপ্তি! জঙ্গল আর বন্যপ্রাণীদের ভালবাসেন? শুধু কাজ নয়, পৃথিবীর বুকে নিজের দায়িত্ব পালন করতে হলে বনসহায়ক পদে আবেদন করে দেখুন! ২০০০ বনসহায়কের শূন্যপদে নিয়োগ হবে (Forest department recruitment circular)।
আমরা সকলেই একটা না একটা কাজ করি যাতে আমাদের সংসার চলে এক কথায় জীবিকা নির্বাহ করি। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষ আছেন যাদের পক্ষে কাজের মাধ্যমে সমাজের জন্য বা এই পৃথিবীর জন্য কিছু করা সম্ভব। আর আরো কম মানুষ আছেন যারা প্রকৃতির জন্য কিছু করতে পারেন যাতে সৃষ্টি ভালো থাকে আর প্রগতি, সভ্যতা যুগের পর যুগ বছরের পর বছর এগিয়ে চলে।
সেরকমই একটা কাজ হল জঙ্গলের সঙ্গে মিশে যাওয়া। বুঝতে একটু অসুবিধা হলে সহজ করে বলি বন্যপ্রাণ সহায়ক হিসেবে কাজ করা কিন্তু আপনার কাছে দারুণ সুযোগ প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার। যদি জঙ্গল ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, বন্যপ্রাণীদের ভালবাসেন, তাহলে নিশ্চয়ই বাস্তুতন্ত্র রক্ষা করতে এদের সকলকে ভাল রাখার দায়িত্ব আপনি নিজের কাঁধে নিতেই চাইবেন।
বনসহায়ক পদে অনলাইনেই করুন আবেদন:
আপনি কি জানেন বনসহায়কের পদে নিয়োগের আবেদনপত্র পাওয়া যাচ্ছে অনলাইনেই? কী ভাবে আবেদন করবেন, কী কী প্রয়োজন সেই সব খুঁটিনাটি আমরা আজ প্রকাশ করব এই প্রতিবেদনে।
অনেকেই আছেন যারা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন একটা ভালো সরকারি অফিসে কাজ করার। অনেকেই মনে করেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোথাও কাজ করতে পারলে জীবনের সিকিউরিটি নিয়ে আর চিন্তা করতে হবে না।
আরো পড়ুন – The Kerala Story: কী প্রমাণ করল ‘দ্য কেরালা স্টোরি’? চর্চিত সিনেমা মানেই কি সবথেকে বড় হিট?
এই ভাবনা টাকে আমরা সম্মান করি তার পাশাপাশি আমরা মনে করি যে কাজই মানুষ করুক না কেন প্রতিটা কাজের মাধ্যমে কোন না কোন শিক্ষা দেওয়া এবং শিক্ষা লাভ করার একটা কম্বিনেশন তৈরি হয়। দুর্নীতির কথা এই প্রতিবেদনের আলোচনা নয় কিন্তু তবুও বলি সৎভাবে যদি আপনি কিছু করতে চান তাহলে একেবারেই সুযোগ নেই এটা কিন্তু ঠিক কথা নয়।
২০০০ বনসহায়কের শূন্যপদে নিয়োগ:
অনেকেই আছেন যারা বন দপ্তরে কাজ করতে চান। গত ১৯ মে বন দফতরের নিয়োগ বিজ্ঞপ্তি বার হয়েছে সে কথা জানেন কি? কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০০০ বনসহায়কের শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়। গত ১৯ তারিখ থেকে ৭ টি কাজের দিনের মধ্যে আবেদন করা যাবে।
আরো পড়ুন – হন্ডা সাইন বাইকের দাম কমেছে? যারা হন্ডার বাইক পছন্দ করেন তাদের জন্য বিরাট সুখবর!
যেহেতু সরকারি নিয়োগের আবেদন এক্ষেত্রে কিছু নিয়ম মানাটা দরকার। সঠিকভাবে আবেদন না করলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। বনসহায়ক পোস্টে দুহাজার ভ্যাকেন্সি রয়েছে যেখানে আবেদন করতে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস।
আরো পড়ুন – বাড়ির বউ করার জন্য মেয়ে খুঁজছেন? অথচ বিজ্ঞাপন দিয়েও পাত্রী পাচ্ছেন না?
২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে অবশ্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে। গতকাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু আবেদন পত্র পাওয়া যাচ্ছে সকাল দশ টা থেকে বিকেলসাড়ে পাঁচটা মানে অফিসিয়াল টাইম এর মধ্যেই এই কাজটি করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
আপনাকে টাইপ করতে হবে https://www.westbengalforest.gov.in/ এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা করতে হবে। অফলাইনে আপনাকে একটি সাদা ঘামের মধ্যে সব ডকুমেন্ট ভরে বনদপ্তরের নির্দেশিকা দেখে আবেদন জমা করতে হবে।
আরো পড়ুন – Amazon Jungle: অ্যামাজন জঙ্গলে ১৩০০ প্রজাতির পাখি, ৩০০০ প্রজাতির মাছ রয়েছে জানেন?
এই বনসহায়ক চাকরি পেলে কী কী কাজ করতে হবে?
দেখুন সহায়করা মূলত ফরেস্ট গার্ডদের মতোই বনসুরক্ষার কাজ করবেন, এটাই তাদের প্রাথমিক দায়িত্ব। রাজ্যের বিভিন্ন বনাঞ্চল ও সেখানে থাকা বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য বহু কর্মী প্রয়োজন। বিশেষ করে যে হারে বেআইনি কার্যকলাপ বাড়ছে সেক্ষেত্রে আপনাকে মন প্রাণ দিয়ে কাজ করতে হবে আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করায় নিজের দায়িত্ব বজায় রাখতে পারবেন।