Breaking Bharat: জীবজগতে অনেক প্রাণী ছড়িয়ে আছে এদিক ওদিক, সাবধান থাকা দরকার নাহলে বিপদে পড়তে পারেন আপনি। হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। সেরকমই একটি বিষয় নিয়ে আজ আলোচনা।
ধরুন আপনার কানে মাছি ঢুকে গেল (Flies got into your ears),হতেই পারে। সে ক্ষেত্রে অস্বস্তি শুরু হবে তখনই কিন্তু মাছি বের করবেন কোথায় আর কীভাবে? কানের ভেতর দিয়ে প্রবেশ করে মাছি কি আপনার মস্তিষ্কে যেতে পারে? তারপর? ভীষণ সিনেমাটিক লাগলেও এসমস্যা বাস্তবে অনেকেরই হয়।
শুধু মাছি কেন, কানে যেকোনও পোকা বা অন্য কিছু ঢুকলে তা যত তাড়াতাড়ি সম্ভব বের করতে হবে। ঘরে বসে সম্ভব না হলে নাক, কান, গলা বা ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দ্রুত রোগীকে নিয়ে যেতে হবে। এনিয়ে অনেকেই প্রশ্ন করেন যে মাছি সোজা মাথায় চলে যেতে পারে কিনা? উত্তর হল না। সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরো পড়ুন- Use of Mirrors: নিজের মুখ আর রূপ দেখার জন্যই কি আয়না? যদি আয়না না থাকতো, তাহলে?
কানে মাছি বা অন্যকোনও পোকা প্রবেশ করলে কী করবেন?
দেখুন প্রথমেই সেই মাছিকে বের করার চেষ্টা করতে হবে। তবে কিছু দিয়ে খোঁচাখুঁচি করে সেটা করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। মানে কানের পর্দাকে বেশি আঘাত করলে আপনার শ্রবণ শক্তি নষ্ট হতে পারে,তাই সাবধান থাকুন। কানে যদি মাছি বা জীবন্ত কোনো পোকা ঢুকে যায় তবে কানের ভেতর সামান্য অলিভ অয়েল বা সরিষার তেল দিতে হবে।
আরো পড়ুন- জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো কেন দুঃখ দেয়? এমনটা হলে কি করা উচিত ?
এতে মাছি বা অন্য কোনো পোকা থাকলে সে দমবন্ধ হয়ে মারা যাবে। যদিও আমরা এই পদ্ধতির সত্যতা যাচাই করিনি। তবে শিশুদের ক্ষেত্রে এই সমস্যা হলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান, কোনও রকম এক্সপেরিমেন্ট করতে যাবেন না।
আরো পড়ুন- মানুষের মনে দুঃখ না দিয়ে সরাসরি মুখের উপর ‘না’ বলতে শিখুন, কিন্তু সেটা কিভাবে?
মাছি কিন্তু আপনার শরীরের ভেতরে তিনদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাহলে ভাবুন,সে কত সাংঘাতিক ক্ষতি করতে পারে আপনার? শরীরে হঠাৎ করে কোনও সমস্যা হলে সবার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী।