Breaking Bharat: ‘প্রথম প্রেমের প্রথম স্মৃতি’ ভুলতে পারছেন না? (first love) ‘নিজের প্রেমকে ভুলে যাওয়া’ আদৌ কি সম্ভব? সহজ ভাবেই এবার তাকে বলুন “অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর”
প্রেম অতি বিষম বস্তু। কখন কার কী ভাবে কার প্রতি মন মজে যায়, বোঝা দায়! প্রেমে পড়লে একটা আলাদা টান বা আকর্ষণ তো তৈরি হয়। সেই প্রেম যদি পরিণতি পায় তাহলে তো খুব ভালো, যদি তেমনটা না হয় তাহলে কিন্তু একের পর এক ‘বিরহের কাহিনী প্রেমের কাহিনীর‘ শেষ প্যারাগ্রাফে জুড়তে থাকে (First Memories of first love)।
সহজে নিজের প্রেমকে ভুলে যাওয়া সম্ভব ?
তবে সবথেকে সমস্যা হয় এই সব কিছু ভুলে যাওয়ার ক্ষেত্রে। জীবনের সবকিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকেনা। যুগ যুগ ধরে এমনটাই হয়ে এসেছে, একেই বোধহয় বলে ভবিতব্য। হাজার চেষ্টা করেও যা সহজে বদলানো সম্ভব হয় না।
একজন মানুষের আরও একজন মানুষের প্রতি অনুভূতি হতেই পারে কিন্তু সেই অনুভূতি বাস্তব ক্ষেত্রে কতটা তার ছন্দ খুঁজে পাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। ‘সহজে নিজের প্রেমকে ভুলে যাওয়া সম্ভব নয়’ কিন্তু উপায় খুঁজে তো বের করতেই হবে না হলে জীবন এগিয়ে যাবে কী করে? আজকে বলবো সেই অনুভূতি প্রবণ কিছু উপায় এর কথা।
আরো পড়ুন – Gift: এই উপহার গুলো ভুলেও কাউকে দেবেন না! তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম দুঃখ!
আরো পড়ুন – Subarnarekha River : যে নদীর সঙ্গে জুড়ে আছে ‘সোনার সম্পর্ক’! আজও রহস্যে মোড়া সুবর্ণরেখা?
‘গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের অন্যত্র বিয়ে হয়েছে’ তো কী হয়েছে, আপনি কি ফেলনা নাকি?
- একটা ছেলের একটা মেয়েকে বা একটা মেয়ের একটা ছেলেকে কিংবা ব্যাতিক্রমী ধরুন একটা ছেলের আর একটা ছেলেকে বা একটা মেয়ের আরেকটা মেয়েকে ভালোলাগা বা ভালোবাসার উপর কারোর কোনও হাত থাকে না।
- কিন্তু আপনার প্রেম যদি আপনার থেকে দূরে চলে যায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করার থেকে ভুলে গিয়ে সবটা মানিয়ে নেওয়াটা বেশি দরকার। কারণ যে অন্য কারুর ছন্দে গান বাধতে চায় তার কথা ভেবে আপনার জীবনটাকে নষ্ট করার কোন মানে হয় কি?
- এই সময়টায় সব থেকে বেশি করে নিজের পরিবারের সঙ্গে থাকুন। সময় কাটান, গল্প করুন, সিনেমা দেখুন, ঘুরতে বেড়াতে যেতে পারেন। যিনি আপনাকে ছেড়ে অন্য কারোর হাত ধরেছেন তার কথা ভেবে আপনি জীবনে নাওয়া খাওয়া ভুলে গেলে চলবে?
- মনে রাখতে হবে জীবন বড়ই গতিময় কখনোই তা আটকে থাকে না। তাই যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আপনাকে এগিয়ে যেতে হবে, থমকে থাকলে সব শেষ হয়ে যায়। বন্ধু বান্ধবের সঙ্গে এই সময়টায় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন।
- আপনার সঙ্গে ঘরে না বেঁধে, যিনি অন্য কারুর সঙ্গে সুখী জীবন কাটাতে চান তাকে নিয়ে চিন্তাভাবনা করা মানে অযথা তাকে গুরুত্ব দেওয়া। যত বেশি চিন্তা ভাবনা করবেন তত মাথায় মনে নানা স্মৃতি ভিড় করবে। এটা বাদ দিন। তার থেকে বরং কোন একটা জায়গায় ঘুরতে চলে যান যেখানে গেলে মনটা ভালো থাকবে।
- হাসির সিনেমা দেখতে পারেন বা ছবি আঁকা বা গল্পের বই পড়ার দিকেও মন দিতে পারেন। সব থেকে বড় কথা নিজেকে ব্যস্ত রাখতে হবে। যত অলস থাকবেন, একা থাকবেন, ফাঁকা থাকবেন , ততই নানা কথা মাথার মধ্যে জমতে থাকবে।
- মানুষ মাত্রই ভুল হয় তাই ভুল করে ভুল মানুষকে যদি ভালোবেসে তাকে না পাওয়ার দুঃখ সবকিছু ভুলিয়ে দেয়, তাহলে আপনি আবার একটা বড় ভুল করছেন। এটা করবেন না। নিজেকে একটু সময় দিন। এতদিন আপনি যা যা করতে পারেননি সেগুলো করার দিকে মন দিন। ‘গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের অন্যত্র বিয়ে হয়েছে‘ তো কী হয়েছে, আপনি কি ফেলনা নাকি?
- মনে রাখবেন আমরা ভালো থাকতে চাইলে তবেই ভালো থাকতে পারি। এর জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না শুধু ভেতর থেকে ইচ্ছে জন্মানো দরকার। আপনি ভালো থাকুন, আপনার চারপাশ ভালো থাকবেন এই বিশ্বাস মনে রাখুন।
নিজেকে একটু সময় দিন প্রেম ভালোবাসা এই সব আসবে যাবে তবে আগে দরকার একটা সুন্দর মনুষ্যত্ববোধ নিয়ে মানুষ হয়ে ওঠা। আর চারপাশে অনেক দুঃখ জড়িয়ে আছে। চেষ্টা করুন সেগুলো দূর করার চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখতে।