Breaking Bharat : মদের দাম কমার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো নানা কথা শোনা গেলেও সুরাপ্রেমীদের অবশেষে আসতে চলেছে সুখবর। এক ধাক্কায় অনেকটাই কমবে দাম। এমনকী, দাম কমার দিক থেকে অন্যান্য রাজ্যকেও টেক্কা দেবে পশ্চিমবঙ্গ, এমনটাই সূত্রের খবর।
করোনা আবহে মদ দোকান বন্ধ থাকার সময় টের পাওয়া গিয়েছিল মদ্যপায়ীদের অসহায়তার কথা। কনটেনমেন্ট জোন বাদ দিয়ে রাজ্যের বাকি অংশে গতবছর মদের দোকান খুলতেই ক্রেতাদের লম্বা লাইন দেখেছেন রাজ্যবাসী। তবে দোকান বন্ধ নিয়ে এখন চিন্তিত নন সুরাপ্রেমীরা। বরং পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে মদের ওপর সরকার যে হারে কর চাপিয়েছিল, তাতে অনেকেই মুশকিলে পড়েছিলেন।
এমনকী, গগনচুম্বী মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন বিক্রেতারাও। ক্রেতা থেকে বিক্রেতা, এই ‘মাথায় হাত’ পরিস্থিতি অবশেষে কাটতে চলেছে। বেঙ্গল ওয়াইন মার্চেন্টের এক কর্তা এমনটাই জানিয়েছেন। আজকালের মধ্যেই সরকারের তরফে আসবে নতুন সার্কুলার।
বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল, দাম কমতে পারে মদের। প্রাথমিকভাবে সেপ্টেম্বর মাসের কথা উল্লেখ করা হলেও আদৌ তা বাস্তবায়িত হয়নি। এবার অধীর অপেক্ষার অবসান। দামি হুইস্কি, স্কচ থেকে শুরু করে বিয়ারেরও দাম অনেকটাই হ্রাস পাবে বলে জানা গিয়েছে। সংবাদসূত্রে এও জানা গেছে, ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমতে পারে বিয়ারের দাম। তবে রেড ওয়াইন বা দামি হুইস্কির দাম অনেকটাই বেড়ে গিয়েছিল।
ফলত মদ বিক্রির কমেছে বলে মালিকপক্ষের তরফে অভিযোগ উঠছিল। যদিও চলতি বছরের শুরুর দিকে যে তথ্য উঠে এসেছিল, তাতে মদের দামের জেরে বিক্রি কমেনি, বরং বেড়েছিল অনেকটাই। ২০২১ সালের জানুইয়ারি মাসে অর্থ দফতর জানিয়েছিল, মূল্যনীতি বদলের ফলে গতবছরের তুলনায় গত দু’মাসে অতিরিক্ত ৪০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এবং সেই বৃদ্ধির হারও অনেকটাই বেশি। প্রায় ২৪%। লকডাউন-পরবর্তী অর্থনীতির দিক থেকে দেখলে এটা সর্বাধিক।
আরো পড়ুন- Love Relation: প্রেম করছেন? রাতের ঘুম উড়েছে, খিদে কমেছে কি?
আরো পড়ুন- জীবনে হেরে গিয়ে, কখনো পিছিয়ে যাবেন না!জীবন মানে এগিয়ে চলা।
তবে বেঙ্গল ওয়াইন মার্চেন্টের কর্তার কথা অনুযায়ী আজকালের মধ্যে নতুন সার্কুলার প্রকাশ পেলেও এখনই কি কমবে মদের দাম? এই প্রশ্নও উঠছে মদ্যপায়ীদের মধ্যে। এক্ষেত্রে মদ দোকানের মালিকদের দিকে আঙুল তুলেছেন তাঁরা। তাঁদের একাংশ মনে করছেন, এখনও পর্যন্ত বহু দোকানেই পুরনো স্টক রাখা আছে নিশ্চয়ই।
সেই পুরনো স্টক যতদিন না শেষ হয়, সেই সমস্ত দোকানে নতুন নির্দেশিকা অনুযায়ী দামে মদ পাবেন না তাঁরা। এক্ষেত্রে রাজ্যের তরফে দাম কমানোয় গ্রিন সিগন্যাল দিলেও সেই পুরনো দামেই মদ কিনতে হবে সুরাপ্রেমীদের। তবে তাঁদের একাংশ এমনটাও বলছেন, অবশেষে তো কমবে! এটাই আনন্দের খবর।