Problem with UPI payment: আপনার কি ইউপিআই পেমেন্টে সমস্যা হয়েছে? তাহলে মাঝপথে আটকে থাকা UPI পেমেন্ট সফল করার কয়েকটি কৌশল জেনে নিন। চিন্তা নেই এবার উপায় বলব আমরা!
আজকের যুগে ডিজিটাল ইন্ডিয়ায় সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে হয়ে থাকে। এই পদ্ধতি অবলম্বন করে ৮ থেকে ৮০ প্রত্যেকেই এখন স্মার্ট হয়ে গেছে। কিন্তু বিষয়টা হলো এই ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে যদি আপনি কোন জায়গায় পেমেন্ট করতে চান তখন যাতে সমস্যা না হয় সেই জন্য এই সংক্রান্ত খুঁটিনাটি বুঝে নেওয়া দরকার।
ইউপিআই পেমেন্টে সমস্যা?
ধরুন আজকাল আপনি কিউআর কোডের মাধ্যমে upi পদ্ধতি ব্যবহার করে কাউকে পেমেন্ট করতে গেলে। কিন্তু ট্রান্সফার অসফল দেখাচ্ছে। এতে আপনি টেনশনে পড়বেন ভাববেন টাকাটা ব্যাংক থেকে কাটা হয়েছে অথচ যেখানে টাকা পাঠানোর কথা সেখানে সেটা যায়নি।
সে ক্ষেত্রে আপনার ঠিক কতটা লস হবে বলুন তো? তার থেকেও বড় কথা হলো একটা মানসিক চিন্তার মধ্যে দিয়ে যাবেন আপনি। কিন্তু যদি কয়েকটা বিষয় মাথায় রাখেন তাহলে কিন্তু কোন সমস্যা হবে না।
ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI:
আপনি মানুক বা না মানুন, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI আমাদের জীবন অনেকটাই সহজ করে দিয়েছে। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে পেমেন্ট আবান প্রদানে বিভিন্ন সমস্যা হয়। দেখুন যদি আপনি ভুল UPI ID দেন, তাহলে কিছুতেই টাকা পৌঁছবে না। যদি ব্যাংকের সার্ভার ডাউন থাকে তাহলেও সমস্যা।
আর যদি ইন্টারনেটে কোন সমস্যা হয় তাহলে তো আর অন্য কিছু করতেই পারবেন না। দেখুন যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে সেই মাঝপথে আটকে থাকা UPI পেমেন্ট সফল করার কয়েকটি কৌশল আপনি আমাদের প্রতিবেদন থেকে জেনে নিন (Few tricks to make UPI payment successful)।
UPI পেমেন্ট সফল করার কয়েকটি কৌশল:
- ডিজিটাল মাধ্যমিক কোন পেমেন্ট করতে গেলে বা ট্রানজাকশনের জন্য সবার আগে সঠিক ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা সেই দিকটা মাথায় রাখুন। যদি দেখেন জরুরি সময় আপনার ইন্টারনেট কানেকশন নেই অথচ আপনাকে ইউপিআই করতে হবে, তখন দেরি না করে যাকে টাকা পাঠাচ্ছেন তাকে বলুন হটস্পট অন করে রাখতে।
- এবার আপনি দেরি না করে তাড়াতাড়ি ফোনটা একবার রিস্টার্ট করে বা এয়ারপ্লেন মোডে পাঠিয়ে ইন্টারনেট কানেকশনটা আবার অন করুন। আশা করছি পেমেন্টের সমস্যা হবে না।
আরো পড়ুন – Dum virus: স্মার্টফোনের নতুন আতঙ্ক ডাম ভাইরাস! ‘ডাম ভাইরাস’ কতটা ভয়ংকর?
- আগেই বলেছি সঠিক পিন না দিতে পারলে মানে পাসওয়ার্ড যদি ঠিক না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কার্যসিদ্ধি হবে না। যদি ভুল পিন দেন তাহলে ‘Forget UPI PIN’ অপশনে ট্যাপ করে সেই পিন রিসেট করুন এবং পিনটি রিসেট করুন।
- মনে রাখবেন বারবার একই ভুল করলে কিন্তু গোটা সিস্টেম লক হয়ে যেতে পারে। তাই আপনার যদি পিন ভুলে যাওয়ার কোন প্রবণতা থাকে বা এই ধরনের কোন সমস্যা হয় তাহলে সে ক্ষেত্রে অন্য একটা নিরাপদ জায়গায় পিন লিখে রেখে দিন। কিন্তু মাথায় রাখবেন সেটা যাতে কোনভাবেই অন্য কেউ জানতে না পারে।
আরো পড়ুন – BMW i7 EV: সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি, এই গাড়ি 0 থেকে 100 কিমি গতি তোলে মাত্র 4.7 সেকেন্ডে!
- আপনার পেমেন্ট লিমিট কতটা সেই সম্পর্কে আগে থেকে জেনে রাখুন। কারণ বিভিন্ন অ্যাকাউন্টে এই ধরনের ট্রানজাকশনের একটা নির্দিষ্ট লিমিট রয়েছে অর্থাৎ সেই টাকার বেশি যদি কোন কারনে ট্রান্সফার করা হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আপনাকে মাথায় রাখতে হবে।
- দেখুন NPCI গাইডলাইন অনুযায়ী, UPI ট্রানজ়াকশনে সর্বাধিক এক লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যেতে পারে। তাই, এই পরিমাণ টাকা যদি আপনি পাঠিয়ে দেন বা দিনে ধরুন দশটার বেশি ইউপিআই ট্রানজ়াকশন করেন, তাহলে সেই দিন আর ট্রানজাকশন করতে পারবেন না।
আরো পড়ুন – IPL 2023 মুম্বাই ইন্ডিয়ান্স থেকে মুকেশ ও নীতা আম্বানি কত টাকা আয় করলো জানেন?
তখন পরবর্তী UPI ট্রানজ়াকশনের জন্য আপনাকে আরো একদিন মানে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর চেষ্টা করে একবার দেখতে পারেন। আজকালকার দিনে UPI Lite ব্যবহার করা অনেক সুবিধাজনক পদ্ধতি।
এর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ২০০ টাকা পাঠাতে পারেন। দিনে অন্তত দুবার সর্বাধিক ২০০০ টাকা করে পাঠাতে পারেন। এর জন্য আপনার কোনও UPI PIN-এর দরকার হবে না।