Breaking Bharat: হঠাৎ করে অস্বস্তি হচ্ছে? পেটে যন্ত্রণা (Stomach pain) অনুভূত হচ্ছে? গ্যাসের ব্যথা দেবে বিষয়টি এড়িয়ে যাবেন না , ডাক্তারি পরামর্শ এক্ষুনি নিন! শরীর থাকলে অসুখ হবে একথা সর্বজনবিদিত। কিন্তু শরীরকে ঠিক রাখার দায়িত্বও তো আমাদের সে বিষয়ে তো কোনও প্রশ্ন নেই। তাই অবহেলা করবেন না।
পেটে বা বুকে ব্যথা হলেই সাধারন মানুষের একটা ধারণা গ্যাসের জন্য হচ্ছে। এটা কতটা ঠিক সেটা জানা দরকার। ডাক্তারেরা বলছেন পেটে ব্যথা বা যন্ত্রণা হলে তার অনেকগুলো কারণ থাকতে পারে। এসবের জন্য শারীরিক গঠন বা পেটের ভেতরে কী কী রয়েছে সেই সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা দরকার।
জীবনযাত্রার মান নানা সময় পরিবর্তিত হতে থাকে তার জন্য খাবার দাবার বা নিত্যদিনের রুটিনেও তার প্রভাব পড়ে। কখনো সময়মতো খাওয়া হয় না, কখনো বা বেশি খাওয়া। কখনো বা না খাওয়া,আবার কখনো সারারাত জেগে কাজ। কখনো বা কম ঘুম, বেশি করে পরিশ্রম করা।
এই সবকিছুর সামগ্রিক প্রভাব পড়ে যখন শরীর অসুস্থ হয়। মনে রাখতে হবে কোন ব্যথা বা যন্ত্রণা হওয়া মানে কোথাও কোন ক্ষত বা অঙ্গের ক্রিয়া-কলাপে বাধার সৃষ্টি হয়েছে। যন্ত্রণা বা ব্যথার আকারে দেহ সেই ইঙ্গিত দিচ্ছে। আজ যখন পেটে ব্যথা নিয়ে কথা হচ্ছে তাহলে পেটের ভেতরে কী থাকে আর কোন কোন কারনে সমস্যা তৈরি হতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
শারীরবিজ্ঞান অনুসারে পেটের ভিতরের অংশকে জানতে হলে মূলত পেটের উপর থেকে নিচ পর্যন্ত নটি ভাগে ভাগ করে নিতে হবে। উপরে ডান দিকে রয়েছে লিভার এবং গলব্লাডার। পরিপাকের কাজে এই দুই অঙ্গের ভূমিকা সকলেই জানেন। বুকের পাঁজর যেখানে শেষ হচ্ছে, ঠিক সেই অংশে উল্টো ভি শেপের খাঁজের মতো অংশের নিচে থাকে প্যানক্রিয়াস।
একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বুকের নিচে ব্যথা হলেই সেটা যে গ্যাসের ব্যথা তার নাও হতে পারে। হয়তো তা প্যানক্রিয়াটাইটিসের উপসর্গ । শুধু তাই নয় স্ট্রোকের আগেও এখানে ব্যথা হতে পারে। এই বুকের নিচে যদি ব্যথা হয় কোন রকমের অবহেলা একদম নয় । মারাত্মক পরিণতি ঘনিয়ে আসতে পারে আপনার অজান্তেই। সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নিন।
এর পরে উপরের বাঁ দিকে থাকে প্লীহা ও পাকস্থলী। এবার নিচের দিকে নেমে আসতে হবে। সেখানে পেটের দু’দিকে থাকে দুটি কিডনি। রেচন সংক্রান্ত কোনো সমস্যা হলে পিঠ থেকে সামনের দিকে ব্যথা শুরু হবে। যদি দেখেন পেরি-আম্বিলিকাল এরিয়াতে কোন ব্যথা বা যন্ত্রণা হচ্ছে তাহলে বুঝতে হবে নাভির চারপাশে সমস্যা তৈরি হয়েছে। আরও নিচে ডান দিকে কুঁচকির উপরে থাকে অ্যাপেন্ডিক্স আর খাদ্যনালির সিটাম । তারপর তলপেটের মূত্রথলি আর ইউটেরাস।
এ তো গেল পেটের ভিতরের বিভিন্ন অঙ্গের কথা। সমস্যাটা হচ্ছে মানুষ প্রথমেই ব্যথা যন্ত্রণাকে হালকা ভাবে নেন। যখন কিছুতেই আর সহ্য করতে পারেন না তখন বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতে হয়। তার আগে পর্যন্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে চলে বাড়িতে ডাক্তারি।
মনে রাখা দরকার দীর্ঘস্থায়ী বা ক্রনিক পেন যদি খুব মারাত্মক নাও বা হয়, তবুও অবহেলা করা যাবে না। এটি কিন্তু ক্যানসারের উপসর্গও হতে পারে। পেট পরিষ্কার না হলে পেটে ব্যথা হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা। পরিষ্কার অর্থাৎ মলত্যাগ না হলে। শরীরের বজ্র পদার্থ যদি দেহ থেকে না বেরিয়ে যায় তাহলে তো সমস্যা হবেই।
আর কোনো না কোনোভাবেই শরীর তার জানান দেবে। মনে রাখবেন কোলনের সমস্যায় পেটে ব্যথা হতে পারে অ্যাপেন্ডিক্সের অবস্থা খারাপ হলে পেটের যন্ত্রণা হয়। অনেকের ওভারিতে সমস্যা থাকলেও পেটে ব্যথা হতে পারে। যাদের মিউকাসের সমস্যা আছে মানে আমাশা রোগ আছে তাদের নাভির চারপাশে যন্ত্রণা হয়। তাই সবটাই যে গ্যাসের ব্যথা এটা ভাবা ভুল।
ব্যথা মানেই যে খারাপ কিছু হবে এমনটা নয়। চিকিৎসকেরা মনে করেন পেটে ব্যথা হলে সেটা ভালো ব্যাপার। আসলে এর থেকে বোঝা যায় শরীরের ভিতরে কোনও রোগ আছে কি না। কোনও টিউমার বা বড় ইনফেকশন বা অনেক সময় ওয়র্মস আটকে গেলেও হতে পারে। আবার সেল্ফ-রেগুলেটেড হয়ে কোনো পেশি সঙ্কুচিত হলেও পেটে ব্যথা হয়।
আরো পড়ুন- Girls : সামাজিক দৃষ্টিভঙ্গিতে কোথায় দাঁড়িয়ে আজ মেয়েরা? নারী মানেই কি সংসারে আটকে রাখা?
ব্যথা বোঝার কিছু প্রাথমিক লক্ষণ আপনাদেরকে জানাই। যদি খালি পেটে থাকার পর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যথা হয় তাহলে বুঝতে হবে গ্যাস্ট্রিকের ব্যথা। ডিয়োডিনাল আলসার হলে পেট খালি থাকলে ব্যথা যন্ত্রণা শুরু হয়। কখনও যদি দেখেন পিঠের দিক থেকে শুরু হয়ে ব্যথা পেটের সামনের দিকে আসে, তখন ইউরেটারে পাথর আটকে আছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়।
আরো পড়ুন- Dried fish : শুঁটকি মাছ আসলে কি? কোন মাছকে আপনি শুঁটকি মাছ বলবেন?
যদি গলব্লাডারে স্টোন থাকার কারণে সমস্যা তৈরি হয় তবে পেটের ডান দিকে উপর দিক থেকে জোরে ব্যথা ওঠে, আবার কমে যায়। তবে এই যন্ত্রণা অসহ্য। আসলে ব্যাথার ধরন দেখে বুঝতে হবে সেটি কি ধরনের ব্যথা আর তার জন্য বিশেষজ্ঞের পরামর্শ এবং আলোচনা প্রয়োজন।
আরো পড়ুন- hilsa : মাছের রাজা ইলিশের পুষ্টিগুণ নিয়ে আপনাকে দেব কিছু চমকপ্রদ তথ্য
যেমন, কোলাইটিসের ব্যথা কিন্তু পেটের বাঁ দিকের নিচের অংশে হয়।মলত্যাগ করার পরে সেই ব্যথা আস্তে আস্তে কমে যায়। আসলে উৎসটা কোথায়, মানে ব্যথা কোথা থেকে হচ্ছে, তার চরিত্র কেমন, কতক্ষণ থাকছে, সঙ্গে আর কী কী সমস্যা রয়েছে- এই সব কিছু থেকেই আসল কারণ উদ্ধার করেই রোগনির্ণয় করা হয়।
আরো পড়ুন- Jilapi Recipe : জিলিপির আড়াই প্যাঁচ কীভাবে এল ? মিষ্টি মানেই কি বাঙালির সৃষ্টি?
মহিলাদের বিশেষ করে কয়েকটা কথা বলা দরকার। পিরিয়ডে অস্বাভাবিকতার কারণে তলপেটে ব্যথা হতে পারে। অনেকের মাসিক চলাকালীন শুরুতে এবং শেষের দিকে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয়। ওভারিয়ান সিস্টের সমস্যাও পেটে ব্যথা করে । ডিম্বাশয়ের সিস্টের ক্ষেত্রে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত।
এছাড়া গর্ভপাত হলে পেটের নিচের অংশে ব্যথা, প্রচণ্ড রক্তক্ষরণ, পিঠে ব্যথা, জ্বর, ক্র্যাম্প ইত্যাদি হতে পারে। মূত্রনালীতে সংক্রমণ হলেও পেটের ব্যথা হয়। তাই সাধারণ ব্যাথা ভেবে বিষয়টি এড়িয়ে না গিয়ে যখনই দেখছেন সিম্পটমস বা লক্ষণ আছে ডাক্তারের সঙ্গে কথা বলুন।