Breaking Bharat: কৃষকরা চাষের জমিতে অন্তর্বাস পুঁতে রাখেন! অন্তর্বাস পুঁতলে নাকি জমির উর্বরতা বাড়ে? তাহলে আপনিও চাষের জমিতে অন্তর্বাস পুঁতে রাখুন, অন্তর্বাস বলবে জমির উর্বরতা, ভাবতে পারেন? অবিশ্বাস্য হলেও যুক্তি দিচ্ছেন বিজ্ঞানীরাও! (farmers are burying their underpants in the ground)
আপনি কি প্রকৃতি প্রেমী মানে গাছ পালা ভালবাসেন? অনেকেই এমন আছেন যারা বাগান করতে খুব ভালবাসেন। অবশ্য ঝক্কি কম নয়। কারণ ঠিকমতো মাটি, জল, সার না দিলে গাছ বাঁচে না। আর একটি গাছ মানেই একটি প্রাণ। তবে কথাটা বলা যত সহজ সেটা আবার কার্যক্ষেত্রে প্রয়োগ করা ততটাই কঠিন।
জমির উপযুক্ত মাটি তৈরি করা:
কীভাবে ‘জমির উপযুক্ত মাটি’ তৈরি করা যাবে সেটা ভাবতেই অনেকটা সময় লেগে যায়। তবে আমরা যদি আপনাকে বলি যে চাষের জমিতে অন্তর্বাস পুঁতে রাখুন, তাহলে বিশ্বাস করবেন আপনি সে কথা? আসলে বিজ্ঞানীরা বলছেন এর মধ্যেও আছে বিজ্ঞান সম্মত কারণ । বিস্তারিত জানাব এই প্রতিবেদনে।
অন্তর্বাস বিষয়টা পুরুষ এবং নারীর জন্য অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অবশ্য লুকোচুরির কিছু নেই। পোশাক পরলে তার উপযুক্ত অন্তর্বাস সবাইকেই পরতে হয়। এবং সেটি যাতে ব্র্যান্ডেড হয় এবং যথেষ্ট আরামদায়ক হয় সেদিকেই সকলে নজর রাখেন।
অন্তর্বাসের জায়গা ডাস্টবিনে:
আসলে স্বাস্থ্য সম্মত বলে একটা ব্যাপার তো আছেই। তাই ব্যবহারের উপযোগী না থাকলে সেই ‘অন্তর্বাস ডাস্টবিনে জায়গা পায়‘। বাঙ্গালিরা ন্যাকরা হিসেবেও ব্যবহার করেন বটে। তবে এই সবটাই এই দেশে। বিদেশে কিন্তু এর একটা দারুণ ব্যবহার দেখা যায়।
আপনি কি জানেন ‘ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের চাষিরা’ অন্তর্বাস ব্যবহার করেন মাটিতে উর্বরতা আনার জন্য। এবং এই অন্তর্বাস আপনাকে বুঝিয়ে দেবে আপনার জমি বাগান করার জন্য কতটা উপযুক্ত বা আদৌ সেখানে কাজ করা যাবে কিনা।
কৃষকরা চাষের জমিতে অন্তর্বাস পুঁতে রাখেন:
বিষয়টা অনেকটা চ্যালেঞ্জের মতো যার নাম সয়েল মাই আন্ডিজ চ্যালেঞ্জ। অনেকেই হয়তো জানেন না যে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বেশ কয়েক জন কৃষক নিজেদের চাষের জমিতে অন্তর্বাস পুঁতে রাখতে শুরু করেছেন। অবশ্য কাপড়টি ১০০% সুতির হওয়া দরকার। ভেজাল বা কোনও কিছুর মিক্স হলে চলবে না।
আরো পড়ুন – ইঁদুর আপনার পিছু ছাড়বে না! তাহলে ‘বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর উপায়’ জেনে নিন
এরপর ঐ অবস্থায় মাস দুই রেখে দেওয়ার পর মাটি খুঁড়ে দেখতে হবে অন্তর্বাস জমির সঙ্গে কতটা মিশেছে। যুক্তি হল এটা মাটির সঙ্গে যত বেশি মিশবে ততই জমির উর্বরতা বৃদ্ধি পাবে। বিজ্ঞানীরা বলছেন আসলে মাটির উর্বরতার জন্য যে জীবাণুগুলি দায়ী, ১০০ শতাংশ ‘সুতির অন্তর্বাস’ মাটিতে পুঁতে রাখলে তারা সহজেয় সেটি নিজেদের খাদ্য বলে মনে করে।
আরো পড়ুন – internet addiction: ইন্টারনেটের নেশা থেকে বাঁচতে এইগুলো মেনে চলুন।
ফলে ওই অন্তর্বাস মাটিতে কতটা মিশছে তা দেখে বোঝা যায়, উপকারি জীবাণু কতটা খেয়েছে সেই অন্তর্বাস। আর সেই থেকেই উপকারী জীবাণু সংখ্যা কেমন রয়েছে সেখানে সেই বিষয়ে একটা বেসিক ধারণা করা যায়।
আরো পড়ুন – onions: পেঁয়াজ কাটার সময় চোখে জল! চিন্তা নেই এবার চোখের জল আটকাব আমরা!
আর আশ্চর্যের বিষয় হল পরীক্ষাগারে জমির উর্বরতা মাপতে যে খরচ, তার তুলনায় এই পদ্ধতি অনেক কম খরচ সাপেক্ষ। সম্প্রতি ইংল্যান্ডের কৃষি বিভাগ বিষয়টি অনুমোদন দিয়েছে।
তাহলে ভাবছেন তো, কত অদ্ভুত বিষয় আছে এই পৃথিবীতে যার সম্পর্কে আমরা হয়তো সেভাবে সঠিক কোনও ধারণাই করতে পারিনা। তবে যদি কার্যকরী পদ্ধতিতে বিজ্ঞানসম্মত সায় থাকে তাহলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন এই পদ্ধতি। সত্যতা আমরা যাচাই করি নি।