Breaking Bharat : কবি বিদ্যুৎ ভৌমিক (Bidyut Bhowmick) প্রসঙ্গে কিছু কথা :ডঃ উত্তরা মজুমদার ( বিশিষ্ট প্রাবন্ধিক — টরেন্টো ) সালটা ২০১৯ , ক্যানাডা থেকে কলকাতায় এসেছি এক আত্মীয়ের বাড়ি | সে সময় কলকাতায় বেশ ঠান্ডা পড়ে ছিল ৷ এই শীতের সময় কলকাতায় বইমেলা”- নিয়ে বেশ তোড়জোড় চলে ! আমি ও আমার দিদি স্বপ্না কোনো এক বৃহস্পতি বার দুপুর দুপুর বইমেলা এসে হাজির ৷ বেশ কয়েক বছর পর আবার এই বইমেলায় আমার আসা ! সেই ১৯৯৭ সালে যে সময় বই মেলায়”- আগুন লেগেছিল , ওই দিন আমি ছিলাম ! দেখতে দেখতে কত গুলো বছর কেটে গেছে , সেটা টেরই পাইনি ৷
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর অপ্রকাশিত অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী কবিতা
সেবার ২০১৯ এর বইমেলা”- য় শীতের রোদ্দুরে চোখে দামি সানগ্লাস কালো রঙের ফুল হাতা গেঞ্জি আর স্কাই কালারের জিন্সের প্যান্ট পড়ে এক ঝাঁক সুন্দরীদের অটোগ্রাফ দিতে ব্যস্ত আমার অন্যতম প্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক ! দূর থেকে আমাকে দেখে চিনতে পেরে ডানহাতটা নেড়ে বেশ জোড়েই ডাকলেন ; ম্যাডাম আমি এখানে ৷” কবি”- কে যে আমি দূর থেকে দেখেছি , সেটা কিন্তু কবি বিদ্যুৎ ভৌমিক বুঝতে পারেন নি ! যাই হোক , এর আগে দু”- চার বার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ৷
কবি”- কে নিয়ে দু”- এক জায়গায় আমি তাঁর কবিতা ও কাব্যজীবন প্রসঙ্গে লিখেছি ৷ যাই হোক , আমি মনে করি এই সময় বাংলা কাব্য সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হলেন আমার প্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক ! যিনি আমার চোখের সামনে দাঁড়িয়ে মৃদু হাসিতে সেদিন বলে ছিলেন ; ম্যাডাম আমি কিন্তু আপনাকে ভুলিনি ৷” তাঁর কবিতার পাশাপাশি কণ্ঠস্বর এবং নম্ন আচরণ আমাকে মুগ্ধ করে | এই শব্দ ও কথা লেখনীতে প্রিয় কবিকে দূ-র থেকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ৷ ডঃ উত্তরা মজুমদার ( টরেন্টো , ক্যানাডা )
আরো পড়ুন- Sleeping : অনিদ্রা? রাত্রে একেবারেই ঘুম আসছে না? কি করবেন জেনে নিন
শ্রেষ্ঠ কবিতা : জল তরঙ্গে প্রেম তর্পণ বিদ্যুৎ ভৌমিক
প্রতিতুলনায় অন্য এক দিন কাছে এগিয়ে এলে,সময় ফিরিয়ে দেই টাইম মেশিনের রেখা বরাবর ! এই হাত যেভাবে স্পর্শতে ডোবে,সেভাবেই ডুবেছে মন এই অতলান্ত স্মৃতি মন্থনে, সন্ধিপ্রভাতে বর্ণ ছেড়া আঁধার,সেটা অনেকটাই একই পরবাস্তবতা , নয়তো অভিন্ন এক অদ্ভুত ম্যাজিক ! ওধারে অলক্ষ্যেও স্মৃতি ফিরে এলে কবিতার খরচ হয়ে যাওয়া শব্দ গুলো বৃষ্টিতে বৃষ্টিতে তাপে – অনুতাপে অনেকটাই ভারাক্রান্ত,একমাত্র তোমার জন্য নবনীতা !
অদূরের নক্ষত্র জানলার ওধারের স্বপ্ন প্রতিরাতে এভাবেই নির্ঘুম ছিল বেশ কিছু দিন , প্রত্যন্ত ভিতরে টানা হৃদয় পথ ,ওই পথে মধ্যরাতে আমার কবিতা গুলো সর্ম্পকহীন ভিজে ওঠে ! এই দ্যুতিময় সময় স্বভাবসিদ্ধ নীরবই ছিল ,শেষ নিঃশ্বাস যেন মন খারাপের গল্প সাজিয়ে বলে ওঠে ; নামহীন এক পৃথিবীর আত্ম কাহিনী !!
লেখনীকাল ১৯৯৭, স্থান :কবির বাসগৃহ – ছায়ানীড়,শ্রীরামপুর , হুগলী