Breaking Bharat: নারী পুরুষ সমান সমান, অথচ সংসার মানে সবটাই কি নারীর দায়িত্ব? পুরুষের কোন দায়িত্ব নেই? ‘সংসার সুখী হয় রমণীর গুণে‘ এই কথা শুনে ছোটো থেকে বড় হয় মেয়েটি। কিন্তু সব দায়িত্ব কি নারীর একার? পুরুষ কিছুই করবে না।
নারী পুরুষ সমান সমান (Men and women are equal), আছে অনেক প্রমান। কিন্তু তবু মেয়েদের যেন একটু বেশি দায়িত্ব পালন করতে হয়। যুগে যুগে এমনটাই হয়ে এসেছে। মানে মেয়ে যখন কোন বাড়ির বউ হবে তখন যেন গোটা সংসারের দায়িত্ব তার কাছেই আসতে। শ্বশুরবাড়ির লোকজন যা দোষগুণ সবকিছুই বৌমার ওপর দিয়ে বাঁচবে।
মানে দুহাতে দশ দিক সামলাতে হবে ভার্চুয়াল দশভূজা হয়ে। লক্ষী বৌ হতে হবে , দশভুজা হতে হবে, সরস্বতীর বরপুত্রী হতে হবে, গুণবতী হতে হবে, রূপবতী হতে হবে, মিষ্টি স্বভাবের হতে হবে, রাগ- দুঃখ প্রকাশ করা যাবে না। পুত্র সন্তানের জননী হতে হবে। বোঝো কাণ্ড!
সংসার মানেই কি সবটা নারীর দায়িত্ব?
এবার আসি একটু খরচ পাতির দিকে। মানে স্বামী যে টাকাটা দেবে তার মধ্যে চালিয়ে দিতে পারলে আপনি হবেন সংসারের যোগ্য বৌমা। এখানেই শেষ নয় আপনাকে কিছু টাকা বাঁচিয়ে রাখতে হবে তবেই আপনি পয়মন্ত। সাশ্রয়ী হিসেবে নিজের পরিচয় দিতে হবে আবার সংসারের লাকি চার্ম হয়ে উঠতে হবে। এতকিছু কেন মেয়েটার উপর বলুন তো?
বরের বাড়িতে এসেই একসাথে এতো দায়িত্ব?
সেও তো তার বাবার রাজকন্যা, বরের বাড়িতে এসেই একসাথে এতো দায়িত্ব? আসলে কি বলুন তো সংসারটা একটা গাছের মত। জল সার আলো দিয়ে সকলে মিলে পরম যত্নে তাকে লালন করতে হয়। তবেই না সে বটবৃক্ষ হয়! মহীরুহ সকলকে আশ্রয় দেয়। একটা সংসার সুখের হয় পরিবারের সবার গুণে। পরিবারের সবাই যদি একে অপরকে সম্মান করে তাহলেই সংসার সুখের হয়।
আরো পড়ুন- দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয়ে ঝগড়া লেগেই থাকে, তা না হলে কি দাম্পত্য জমে?
মিষ্টি কথা বলে লাভ নেই, বাস্তবে কতটা কষ্ট হয় একজন মেয়ের সেটা বোঝা দরকার। অনেক সময় অনেক মহিলাকে ঘরে এবং বাইরে দুটোই সামলাতে হয়। সেখানেও দোষারোপের পালা কিছু কম হয়না। তবু মেয়েটা মুখ বুঝে কাজ করে চলে।
আরো পড়ুন- উৎসব মুখর বঙ্গবাসী,কতটা ভালোবাসে টুসু? টুসু গান কী? কোথায় হয় এই টুসু গান ?
মুখ খুলে প্রতিবাদ করতে গেলে তাকে অপমানিত হতে হয়। তাই এভাবে দিনের পর দিন মাস বছর যুগ চলে আসছে, আর সঙ্গী একটা প্রবাদ -” সংসার সুখের হয় রমনীর গুনে” (family is happy because of the woman)।
আরো পড়ুন- মেয়েদের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি কিন্তু নিজের বাড়ি বলে আদৌ কিছু থাকে ?
আরো পড়ুন- আচমকাই কখনও কানে মাছি বা পোকা ঢুকেছে ? যদি এমন হয় কী করবেন?
এবার একটু ভেবে দেখার প্রয়োজন বোধহয় আছে। একটা জীবন গড়তে নারী-পুরুষ দু’জনকেই লাগে (It takes both men and women to build a life)। কোন একজনকে দিয়ে কিছু গঠন করা যায়না, ভাঙ্গাটা অবশ্য সহজ। আর একটা পরিবারের সকলে মিলে সব দায়িত্ব নিলে , সবদিক দিয়ে তা মঙ্গলজনক হয়ে ওঠে।